পড়াশোনার পাশাপাশিও উপার্জনের কিছু সহজ উপায় ,নিজের পায়ে দাঁড়ানোর জন্য উপার্জনের কোনো বিকল্প নেই। স্বাধীনভাবে চলার জন্যও একথা সত্য।
আর নিজের উপার্জনে নিজের খরচ নিজে চালাতে না পারলে অনেকটা বোঝা হয়েই থাকতে হয়।
তাই সবারই একটা না একটা সময় এই উপার্জনের দিকটায় ঝুঁকে পড়তে হয়। স্বাধীনভাবে নিজের বাঁচার জন্যও অনেক হন্যে হয়ে উপার্জনের নানা উপায় খুঁজতে থাকে।
প্রচলিতভাবে পড়াশোনা শেষ করে সবাই চাকরির খোঁজে নেমে যায় । কিন্তু যদি পড়াশোনার পাশাপাশিই উপার্জন করা সম্ভব হয়?
অবাক হবার কিছু নাই। বর্তমানে গ্লোবালাইজেশনের এই প্রজন্মে এরকম অনেক সুযোগ আছে যেখানে পড়াশোনার পাশাপাশি নিজের অবসর সময়টাকেই কাজে লাগিয়ে নিজের হাতখরচ সহজেই জোগানো সম্ভব।
এমনও হতে পারে যে আপনি যে কাজটি শখের বশে করছেন সে কাজটি দিয়েই আপনি বেশ ভালো পরিমাণের উপার্জন করতে পারেন।
শুধু আপনি জানেন না কিভাবে করতে হয়। সেটা জানানোর জন্যই লিখতে বসেছি। জানতে আগ্রহ হচ্ছে তো?
হয়তো এতক্ষণে “এত কথা না বলে উপায়গুলো বলেন” এরকম কথাও মাথায় আসছে।” ঠিকাছে। আর বেশি অপেক্ষা করাব না।
পড়াশোনার পাশাপাশিও উপার্জনের কিছু সহজ উপায় তুলে ধরছি-
১. টিউশনি :
ছাত্রদের জন্য নিজের হাতখরচ জোগানোর প্রাচীনতম পন্থা মনে হয় এটা। মোটামুটি অনেক ছাত্রই এই দিকে পা বাড়ান।
এতদিন ধরে যা পড়ে এসেছেন তাই এখন আরেকজনকে বোঝানো, আরেকজনকে পড়ানো। এই তো।
আর এভাবেই মাস শেষে আপনি যথেষ্ট ভালো পরিমাণে উপার্জন করতে পারবেন।
দিনে শুধুমাত্র তিন ঘন্টা দেওয়াই অনেক ক্ষেত্রে যথেষ্ট। আমারই অনেক চেনাজানা বড় ভাই শুধুমাত্র দুইটা টিউশনি করিয়েই মাসে ১৫ হাজারের মতো উপার্জন করছেন!
আবার আপনার যদি ভালো ছাত্র হিসেবে সুনাম থেকে থাকে এবং আপনি ভালো কোনো প্রতিষ্ঠানের হন তাহলে আপনার জন্য সুযোগ আরো বেড়ে যায়।
চেষ্টা করে দেখতে পারেন। আপনিও পারবেন।
২. ইনভিজিলেটর :
বিভিন্ন পরীক্ষায় পরীক্ষার হলে অনেক সময়ে এমন বেশ কয়েকজন লোক নিয়োগ করা হয় যাদের কাজ শুধু ঐ পরীক্ষাটায় গার্ড দেওয়া ।
এর মাধ্যমেও অনেক ছাত্র উপার্জন করে থাকেন। আর এখন কোচিং সেন্টারের প্রাচুর্যের জন্য আরো বেশি এ ধরনের সুযোগ তৈরি হয়েছে।
এসব কোচিং সেন্টারের বিভিন্ন মডেল টেস্ট প্রোগ্রাম এবং অন্যান্য পরীক্ষার জন্য কোচিং সেন্টারগুলো লোক নিয়োগ করে থাকে।
যাদের বেশিরভাগই থাকে ছাত্র। তাই ছাত্র হিসেবে পড়াশোনার পাশাপাশি উপার্জনের বেশ ভালো একটি উপায় এটি।
আবার এসকল চাকরির বা অন্যান্য পরীক্ষা বেশিরভাগ সময়েই আপনার কিছু না করার সময় বা যেটাকে বলা হয় ‘অফ টাইম’ এমন সময়ে করা হয়।
কাজেই আপনার পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটার খুব কম সুযোগই থাকছে।
৩. ডিজাইনিং :
আঁকতে পছন্দ, সময় পেলেই বিভিন্ন নকশা তৈরি করেন অথবা গ্রাফিক্স ডিজাইন আপনার একটি শখ হলে আপনি তা কাজে লাগিয়েই উপার্জন করতে পারেন।
অনেক প্রতিষ্ঠান তাদের গেঞ্জির ডিজাইন বা কোনো পোস্টার ব্যানার কাউকে দিয়ে বানিয়ে অথবা এমনিতেই বিভিন্ন ডিজাইন বানিয় তাদেরকে বেশ ভালো পরিমাণের পারিশ্রমিক দিয়ে থাকেন।
সাথে আপনার কাজের কদর তো রয়েছেই।
আপনি যে কাজটা শুধু শখের বশে করতেন সেটাই এখন নিজের লাভের জন্য করছেন।
অবসর নিজের কাজে লাগাচ্ছেন। তাই একটু চোখ কান খোলা রাখলে আপনার এই শখ ও প্রতিভা আপনার বেশ ভালো কাজেই আসতে পারে।
৪. ফটোগ্রাফি :
যেকোন জায়গায় ঘুরতে গেলেই অন্তত একটা সেলফি তুলতেই হয়। নানা ধরনের ছবি তোলা হয়।
অনেকে আবার এমনও থাকেন যে তাদের কাজই খালি সবার ছবি তোলা। তিনি এক এক করে সবার ছবিই তুলতে থাকেন। এমনে করে ছবি তোলার হাতটা বেশ পাকা হয়ে যায়।
অনেকেই তাদের ডিএসএলআর দিয়ে প্রকৃতির ছবি তোলেন ভালোলাগা থেকে। এই ভালোলাগাই আপনার কাজে আসতে পারে। যেকোনো বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান অথবা যেকোন ইভেন্টে পেশাদার ফটোগ্রাফারের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে।
আর তারা অনুষ্ঠানটিকে সুন্দর করে ক্যামেরাবন্দী করার জন্য বেশ ভালো পারিশ্রমিক পেয়ে থাকেন। বর্তমানে এই অনুষ্ঠানগুলোর পরিমাণও বেড়ে যাওয়াতে আরো বেশি সুযোগ তৈরি হচ্ছে এ ধরনের কাজের।বাড়ছে এ ধরনের উপার্জনের সুযোগও।
এবং এর আরেকটি সুবিধা হল সাধারণত অনুষ্ঠানগুলো শুক্রবার- শনিবার হওয়াতে আপনার পড়াশোনার ব্যাঘাত ঘটারও কোনো সুযোগ নেই।
৫. ভিডিও এডিটিং :
সোশ্যাল মিডিয়ার যুগে ভিডিও কন্টেন্টের জনপ্রিয়তা তুঙ্গে। তাই অনেক কোম্পানি তাদের নিজেদের প্রচার এবং তাদের প্রোডাক্টের প্রচারের জন্য ভিডিও বানাতে চান।
আর এখানেই আপনার ডাক পড়তে পারে যদি আপনি ভিডিও এডিটিংয়ের কাজ পারেন। তাদের জন্য একটি ভিডিও আপনি সুন্দর করে তাদের মনমতো বানিয়ে দিলে তারাও আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না।
আর সোশ্যাল মিডিয়া ঘাটলেই বুঝতে পারবেন এরকম ভিডিও কত বানানো হয় আর এর চাহিদাও কত বেশি। আপনিও চাইলে এই চাহিদাটাকে নিজের জন্য ব্যবহার করতে পারেন ।
৬. লেখালেখি :
জি, ঠিকই পড়েছেন। জানি যারা এটা পড়ছেন তাদের অনেকেই লেখা লেখি করতে অনেক পছন্দ করেন। হয়তো করেও থাকেন। কিন্তু এর মাধ্যমেও যে উপার্জন সম্ভব তা হয়তো জানতেন না। বা জানার সুযোগ ছিল না। এখানে আমি সেই সুযোগ করে দিচ্ছি।
বর্তমানে এমন অনেক ওয়েবসাইট আছে যেখানে আর্টিকেল লেখা বা গল্প কবিতা লেখার মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন।
আবার অনেক প্রতিষ্ঠান তাদের প্রোডাক্টের বিশদ বিবরণী এবং রিভিউয়ের জন্য তাদের ওয়েরসাইটের কনটেন্ট রাইটার বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক লোক নিয়োগ দিয়ে থাকেন।
এখান থেকে পাঁচ থেকে দশ হাজার অন্তত মাসে অনেকেই উপার্জন করেন।
তাই আপনার মাথায় যদি সারাদিনই কোনো না কোনো লেখা ঘুরপাক খেতে থাকে তাহলে কাগজ-কলম, কিবোর্ড নিয়ে এখনই বসে পড়তে পারেন আপনার লেখনীর জোরে আপনার নিজের হাতখরচের প্রয়োজন মেটাতে।
৭. ডেলিভারি ম্যান :
ভেবে দেখুন তো একবার। আপনি সাইকেল বা মোটরসাইকেল চালাতে অনেক বেশি ভালোবাসেন। তো এই সাইকেল বা মোটরসাইকেল করে আপনি সারা শহর ঘুরে বেড়াতে পারবেন এবং এর জন্য আপনি টাকাও পাবেন। চমকানোর কিছু নেই। ডেলিভারি ম্যানদের জীবন এরকমই।
হোম ডেলিভারি এখন খুবই প্রচলিত। আর এই ডেলিভারির কাজ করার জন্য এমন মানুষ দরকার যে প্রোডাক্টটা নিয়ে যে অর্ডার করে তার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিবেন। এদেরকেই ডেলিভারি ম্যান বলে।
অনেক কোম্পানিই তাদের হোম ডেলিভারি সার্ভিসের জন্য এরকম অনেক লোক নিয়োগ দিয়ে থাকেন। আর প্রায় সব কোম্পানিই এখন এ দিকটায় ঝুঁকতে থাকায় আরো বেশি সুযোগ থাকছে লোক নিয়োগের।
তারা পার্ট টাইম ভিত্তিতেও নিয়োগ করাতে আপনি চাইলেই আপনার পড়াশোনার বাইরের সময়টুকুতেই কাজ করতে পারবেন । তাই সাইকেল বা মোটরসাইকেল চালাতে পারদর্শী হলে আপনার উচিত এই সুযোগ নেয়া।
৮. ফ্রিল্যান্সিং:
পড়াশোনার পাশাপাশিও উপার্জনের কিছু সহজ উপায় ।এর মধ্যে অন্যতম হলো ফ্রিলান্সিংআধুনিক পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় উপার্জনের মাধ্যম হয়তো এটিই। ফ্রিল্যান্সিং হল কোনো একটি কোম্পানির একটি কাজ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে করে দেবেন আপনি।
একটা ল্যাপটপ বা কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং কিছু এডিটিং স্কিলস।
আর এ দিয়েই অনেক শিক্ষার্থীই ৬০-৮০ হাজার পর্যন্তও উপার্জন করে থাকেন। ব্যাপারটি যতটা লোভনীয় ততটাই সহজ। আপনাকে বেশি সময়ও দিতে হয় না। দিনে দেড়-দুই ঘন্টাই যথেষ্ট । ভেবে দেখুন কি করবেন এবার।
মোবাইল দিয়ে টাকা আয় বিকাশে পেমেন্ট ২০২১,
শেষ কথা:
উপরের উপায়গুলো দিয়ে আপনি ছাত্র থাকতেই পড়াশোনার পাশাপাশি উপার্জন করতে পারবেন।
আর ভালো করে করলে আপনার নিজের পাশাপাশি হয়তো নিজের পরিবারের ভার নেওয়াও শুরু করতে পারবেন। কিন্তু মনে রাখবেন।
এগুলো যে আপনাকে করতেই হবে এমন না। আপনি অবশ্যই নিজস্ব যোগ্যতা, চাহিদা এবং পরিস্থিতি দেখেই ঠিক করবেন আপনাকে কি করতে হবে।
আপনার সামনে কিছু সম্ভাবনা তুলে ধরতে সাহায্য করাই আমার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ।
পড়াশোনার পাশাপাশিও উপার্জনের কিছু সহজ উপায়
আরো পড়ুন,
- জেএসসি ভোকেশনালে ভর্তির আবেদনের সুযোগ ১৬ জানুয়ারি পর্যন্ত
- মহান বিজয় দিবসের শুভেচ্ছা
- প্রাইম ব্যাংক স্কলারশিপের প্রাইমারী সিলেক্টেড লিস্ট প্রকাশিত
- সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে ভর্তি আবেদন করবেন যেভাবে
- এমবিবিএস ভর্তি পরীক্ষা ৫ মার্চ, বিডিএস ২ এপ্রিল
শিক্ষাবৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group