জেলা পরিষদ শিক্ষাবৃত্তি District Council Scholarship 202
গরীব ও মেধাবী ছাত্র – ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি
District Council Scholarship
মানিকগঞ্জ জেলা পরিষদের রাজস্ব তহবিল হতে ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট বরাদ্দের আওতায় মানিকগঞ্জ জেলার গরীব
অনান্য জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
District Council Scholarship circular
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার
চলমান জেলা পরিষদ শিক্ষাবৃত্তির লিস্টঃ
পটুয়াখালী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
রাজশাহী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার
(গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার
ও মেধাবী ছাত্র – ছাত্রী যারা ২০২২ সালে এস , এস , সি ও এইচ এস সি অথবা সমমানের পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে
বর্তমানে বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত
রয়েছে তাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এককালীন
ছাত্র বৃত্তি প্রদানের জন্য জেলা পরিষদের নির্ধারিত ফরম স্বহস্তে পূরণ পূর্বক দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
আবেদনের শর্তাবলী :
০১। আবেদনকারী ছাত্র – ছাত্রীদেরকে অবশ্যই মানিকগঞ্জ জলার স্থায়ী বাসিন্দা এবং সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে ।
০২। প্রধান নির্বাহী কর্মকর্তা , জেলা পরিষদ , মানিকগঞ্জ বরাবর আবেদন করতে হবে ;
০৩ । আবেদনকারীকে এস , এস , সি ও এইচ এস সি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ , বাণিজ্য বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ অর্জন করতে হবে ; ( সাতক ১ ম বর্ষ পর্যায়ে অধ্যয়নরতদের এস.এস.সি ও এইচ এস সি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ , বাণিজ্য বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ থাকতে হবে ) ।
District Council Scholarship
০৪। মুক্তিযোদ্ধার পোয্য প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.০০ এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ২.৫০ থাকতে হবে । তবে মুক্তিযোদ্ধা পোষ্য প্রমাণের জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল / মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় হতে সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র , প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কার্ড প্রদত্ত প্রতিবন্ধী প্রমাণের সার্টিফিকেটের সত্যায়িত কপি দাখিল করতে হবে ;
০৫। আবেদনপত্রের সাথে অবশ্যই নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করতে হবে ;
জেলা পরিষদ শিক্ষাবৃত্তি District Council Scholarship
ক ) এস , এস , সি ও এইচ এস সি অথবা সমমানের পরীক্ষার নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি , সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১ কপি যাহা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা ( নামসহ সীল ) / অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধান / বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে ;
খ ) মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা প্রমানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান / পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি দাখিল করতে হবে ;
০৬ । আবেদনকারীর স্বহস্তে লিখিত আবেদন , অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আগামী খ্রিঃ তারিখের মধ্যে জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে ;
০৭ । অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং বৃত্তি প্রদাণের বিষয়ে অত্র পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে ;
০৮। ফরম জেলা পরিষদের ওয়েবসাইটে পাওয়া যাবে : এছাড়াও নিচের ডাউনলোড লেখাটিতে ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন।
আবেদন ফর্ম ডাউনলোড লিংক: ডাইনলোড
০৯। কর্তৃপক্ষ যে কোন শর্ত সংযোজন / বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন ।
আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
- CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
জেলা বৃত্তি District Council Scholarship
মানিকগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২৩ , মানিকগঞ্জ জেলা বৃত্তি, মানিকগঞ্জ জেলা পরিষদ বৃত্তি রেজাল্ট ২০২৩ ,
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group