মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান
বায়োলজি অংশের সমাধান
১.যকৃতের কোন খন্ডে পিত্তথলি – ডান খন্ডে
২.বহিক্ষরা নয় কোনটা? -থাইরয়েড
৩.goblet kotha thak khorito hy-মিউকোসা
৪.হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম কোনটা দিয়ে-লুপিং
৫.অগ্নাশয়ে কোন এনজাইম থাকে না-টায়ালিন
৬.মাথার খুলি তে কয়টি আস্থি-২৯
৭. গ্রোথ হরমোন তৈরি – পিটুইটারিই হবে
(তৈরি ক্ষরণ দুইটাই পিটুইটারি)
৮.ঘাস ফড়িং এর রক্ত কণিকা কোনটা-হিমোসাইট
৯.Attenuated vaccine – BCG
১০. ম্যাক্রোফেজ তৈরি হয় – মনোসাইট থেকে
১১. Algae অযৌন জনন – স্পোর
১২.কুড়ি তৈরি হয় – গোলাপ
১৩.প্রশ্বাসে বায়ুতে কার্বনডাইঅক্সাইড -০.০৪%
১৪.কম তাপমাত্রায় সংরক্ষিত হয় – বীজ
১৫.গলগি বডি কোনটা সংশ্লেষ করে না/কাজ নয়?-রাইবোজোম
Vai question asce
১৬.ইন্সুলিন কিভাবে তৈরি হয়?- DNA Recombination
১৭. ক্রেবস চক্র – মাইট্রোকন্ড্রিয়া
১৮.মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসম থাকে?-৪৪
১৯. আমিষ পরিপাকের এনজাইম – পেপসিন
২০. সবচেয়ে বড় পর্ব – আর্থোপোডা
২১. ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ – ইন্টারফেরন
২২. পানিতে অদ্রবণীয় প্রোটিন – গ্লুটেলিন
২৩. ভ্রূণে RBC – প্লীহা
২৪. ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান – কাইটিন
২৫. ফসফোলিপিড কোনটা – লেসিথিন
২৬. নেমাটোসিস্টে কি থাকে /হাইড্রার বিষাক্ত তরল- হিপনোটক্সিন
২৭.অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইড আসে – ব্যাপন/Diffusion প্রক্রিয়ায়
২৮.রক্তের প্রকৃতি – সামান্য ক্ষারীয়
২৯ উদ্ভিদ দ্রুত শোষণ করে কোন আয়ন -NO3-
৩০. অস্থি ও পেশির জোড়া লাগায় কে – টেনডন
পদার্থ অংশের সমাধান
১. সরল দোলকের সর্বোচ্চ কোন – ৪ ডিগ্রী
২. নিউট্রন তারকা পরিণত – ব্লাকহোল
৩. আলোর দ্রুতিতে বস্তু চললে ওজন – অসীম
৪.৭৫ কেজি ব্যক্তির চাদে ভর -৭৫ কেজি
৫.200v-40w – ০.২
৬.15W কাজ – ১ সেকেন্ডে ১৫ জুল
৭.কাজ এর কোন ০ হলে – কাজ সর্বোচ্চ
৮. শিশিরাঙ্ক হলো- তাপমাত্রা
৯. বেগ ১২ ms-1 ও ভর 10 Kg হলে Momentum – 120
১০. পাইরোমিটার – বিকিরণ
১১. ডায়োড – Ac to Dc
১২. স্থির তাপমাত্রায় কোন প্যারামিটার ধ্রুব – গতিবেগ শক্তি
১৩.কোন বস্তুকে উপরে উঠাতে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হবে – মধ্যাকর্ষণ
১৪. শ্রাবতার সীমা – Odb
১৫.স্কেলার কোয়ান্টিটি আর গ্র্যাডিয়েন্ট এর সম্পরক কি – Not sure
১৬. ধূলিকণায় হাইড্রোজেন -৭৫%
১৭.ভর 2কেজি
উচ্চতা 10 মি
ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি – Blank
১৮.সূর্যোদয়ের দিকে ১২ কিমি যাওয়ার পর উত্তর দিকে ৫ কিমি গেলে, স্থানচ্যূতি কত?-১৩
১৯. পরমাণুর ব্যাস -10^-8 সে.মি.
২০. এক্টিভেশন শক্তি নির্ণয়ে কোনটা সহায়ক -সংঘর্ষের হার
রসায়ন অংশের সমাধান
১. ডিনামাইট তৈরি? নাইট্রোগ্লিছারিন
২. Rokter bafar কোনটা-NaHCO3-H2CO3
৩.Fe নলে অ্যাসিটিলিন থেকে কী উৎপন্ন?
বেনজিন
৪.ঋণাত্নক প্রভাবক – গ্লিসারিন
৫.কোনটার ব্যসার্ধ ছোট- Be2+
৬. ভ্রূপৃষ্টে বেশি – Al
৭.সহজে বিক্রিয়া করে না – Au
৮. বেশি অম্লীয় – P2O5
৯.d অরবিটলে ইলেকট্রন আছে – Sc
১০. কোনটার তরঙ্গদৈর্ঘ্যে বেশি – TV
১১. অসম্পূর্ণ দহনে – CO হয়
১২.সাইট্রিক এসিডের pH-3.14
১৩. কয়লায় কোনটা খারাপ – সালফার
১৪. কোনটার প্রবেশতা বেশি – গামা
১৫.ফটোক্যামিকাল স্মোগে কোনটি থাকেনা?- CFC
১৬.শুষ্ক H2 এর চাপ কত?-Not sure about option
১৭ 100° C এ H2O এর বাষ্পচাপ – 760 mmHg
১৮. ইলেকট্রন সমান হলে বন্ধন – সমযোজী/Covalent
১৯. কোনটার গলনাংক কম -AgI
২০. 0.1 M HCl – মেজারিং সিলিন্ডারে
২১.১ মোল CH3OH এ কয়টা পরমাণু থাকে – 3.6*10^24 (পরমাণু বলছে অণু না)
২২.500ml 0.5M hcl theke 0.1M koto ml hcl banano jbe?
2500মি.লি.
২৩. সমযোজীতে e এর প্রতি আকর্ষণ কার বেশি – Br ( sure)
২৪. দুধের চিনি – ল্যাক্টোজ
২৫. কোনটার pH বেশি – 0.1M H2CO3
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ সম্পূর্ণ প্রশ্ন ও সমাধান
সাধারণ জ্ঞান অংশের সমাধান
০১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? ৬.১৫ কিমি
০২.মুক্তিযুদ্ধে সময় ১০ সেক্টর ছিল কোনটি? নৌ – অধিদপ্তর
০৩.স্বাধীনতার পর দেশের প্রথম ভাস্কর্য? জাগ্রত চৌরাঙ্গী
০৪. বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী? W.S waserland
০৫. বাংলাদেশকে প্রথম স্বীকৃত দেয়? ভুটান
০৬. স্মৃতিসৌধের ভাস্কর? সৈয়দ মাইনুল ইসলাম
০৭. সাবাশ বাংলাদেশ? নিতুন কুম্ভ
০৮ .২১ শে ফ্রুেয়ারিকে ইউনেস্কো স্বীকৃত দেয় ১৭ ই নভেম্বর ১৯৯৯
০৯. মুক্তিযুদ্ধের সময় নৌপথে পরিচালিত অপারেশন? জ্যাকপট
১০ .স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নিবাচর্ন?
৭ ই মার্চ ১৯৭৩
ইংরেজি
- masculine of bee: drone
- teacher discovers the hidden treasure _ each student: A.in B.with C.within D. into
- Present participle of ” I have just seen Mithila” : Blank
- Bizarre antonym- normal
- A teacher not only teach us but also discover the talent hidden——— each students.
- I am glad at your result.
- spelling – entrepreneur
- Are you an early riser? here early- adjective
- Spelling-sovereignty
- Laud antonym – abhor
- Look up the word in the dictionary .
- Synonym of unwavering : steady
- correct sentence : You have to cut down your expenditure
- synonymous pair: acclimatize -accustom
বি,দ্রঃ প্রশ্ন ও সমাধান নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে ইমেইল আইডি অ্যাড করে প্রশ্ন করুন।
সম্পূর্ণ প্রশ্নপত্র
আরো পড়ুন,
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।
আজ শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে বেলা ১১টা পর্যন্ত।
রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট এক লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিল।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তাদের নির্দেশনা অনুসারে পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও মাস্ক পরিধান করে
পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তিনি নিজেও ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে সুন্দর ব্যবস্থাপনায় পরীক্ষা গ্রহণ করতে দেখেছেন বলে জানান।
কবে নাগাদ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, জানতে চাইলে সুনির্দিষ্ট দিনক্ষণ না বললেও দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
বিগত বছরগুলোতে ৪৮ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হতো। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ বছরের বেশি। কিন্তু এ বছর পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় সময় একটু বেশিই লাগতে পারে। তবে দ্রুত ফলাফল প্রকাশের প্রচেষ্টা থাকবে বলে জানান ডা. এ কে এম আহসান হাবিব।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group