বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা এবং নিজেদের দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের প্রতিটা ব্যাংক ই সিএসআর কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। Mercantile Bank Scholarship
সিএসআর হলাে এক ধরনের ব্যবসায়িক শিষ্টাচার বা রীতি , যা সমাজের প্রতি ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকে নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করে । ব্যবসা প্রতিষ্ঠান সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বিদ্যমান ক্ষোভ, অসমতা ও দারিদ্র্য কমানাের উদ্দেশ্যেই সিএসআরের প্রবর্তন ।
বর্তমানে সারা বিশ্বেই সিএসআর খাতে ব্যয়কে করপােরেট প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হিসেবে দেখা হয় । ব্যাংকগুলাের কর – পরবর্তী নিট মুনাফা থেকে সিএসআর খাতে ব্যয়ের নির্দেশনা রয়েছে।
তবে সিএসআর খাতে ব্যয় করতেই হবে , এমন কোনাে বাধ্যবাধকতা নেই । বাংলাদেশ ব্যাংক ২০০৮ সালে প্রথমবারের মতাে প্রজ্ঞাপন জারি করে সিএসআর খাতে ব্যয় করার জন্য ব্যাংকগুলােকে দিকনির্দেশনা দেয় ।
Mercantile Bank Abdul Jalil Education Scholarship
আর এই CSR এর অর্থ ব্যয়ের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি শিক্ষাখাত কে দেওয়া হয় এবং সেই লক্ষে দেশের বিভিন্ন ব্যাংক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে।
শিক্ষাবৃত্তি প্রদান করে এরুপ ব্যাংকের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক অন্যতম একটি।
মার্কেন্টাইল ব্যাংক প্রতি বছর জে.এস.সি/এস.এস.সি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে “Mercantile Bank Abdul Jalil Education Scholarship” প্রোগ্রামের আওতায় শিক্ষাবৃত্তির দরখাস্ত আহবান করে থাকে।
আবেদনের প্রেক্ষিতে নিখুঁত ভাবে যাচাই-বাছাই সম্পন্ন করে ৪-৬ মাস পরে বৃত্তির রেজাল্ট ঘোষণা করে থাকে।
চলুন এবার আবেদনপ্রক্রিয়ার বিস্তারিত জেনে নেওয়া যাক!
Mercantile Bank Scholarship
বৃত্তির মেয়াদ: ০১ বছর (এককালীন প্রদেয়)
বৃত্তির শিক্ষা স্তর ও পরিমান:
জে.এস.সি/সমমানঃ
মাসিক প্রদত্ত বৃত্তির পরিমাণ – ১,০০০/- টাকা;; মোট – ১২,০০০ টাকা।
এস.এস.সি/সমমানঃ
মাসিক প্রদত্ত বৃত্তির পরিমাণ – ১,২৫০/- টাকা;; মোট – ১৫,০০০ টাকা।
এইচ.এস.সি/সমমানঃ
মাসিক প্রদত্ত বৃত্তির পরিমাণ – ১,৭৫০/- টাকা;; মোট – ২১,০০০ টাকা।
Mercantile Bank Scholarship
আবেদনের যোগ্যতা:
১) আবেদনকারী/শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় ৭০০০০(সত্তর হাজার) টাকার নিচে হতে হবে।
২) আবেদনকারী/শিক্ষার্থীর ফলাফল (জে.এস.সি/এস.এস.সি/এইচ.এস.সি) ন্যূনতম সিজিপিএ ৪.৫ হতে হবে।
৩) অন্য কোন বেসরকারী উৎস থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর আবেদনপত্র গ্রহনযোগ্য হবে না এবং এ সংক্রান্ত তথ্য গোপন করা হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে।
৪) প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে উল্লেখিত শর্তাবলী শিথিলযোগ্য। তবে তাদের প্রয়োজনীয় সনদপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
বৃত্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির স্থান:
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা অথবা ব্যাংকের www.mblbd.com ওয়েব সাইটে বৃত্তির আবেদনপত্র পাওয়া যাবে।
বৃত্তির আবেদনপত্র জমার তারিখ ও স্থান:
আবেদনপত্র সার্কুলারে উল্লেখিত নির্দিষ্ট তারিখের মধ্যে নিকটস্থ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা ব্যবস্থাপকের নিকট জমা দিতে হবে।
অথবা,
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়, সাসটেইনবল ফাইন্যান্স ইউনিট, ৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০
এই ঠিকানায় ডাকযোগে প্রেরন করা যাবে।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ওয়েব সাইট: www.mblbd.com
আবেদন পত্রের সাথে সংযুক্ত পেপারের বিবরণঃ
আবেদন পত্রে প্রদত্ত তথ্য যাচাইয়ের সুবিধার্থে আবেদনপত্রের সাথে আবেদনকারীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত নিম্নোক্ত নথিপত্র দাখিল আবশ্যক।
ক) আবেদনকারীর পিতা অথবা বৈধ অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের সত্যয়িত ফটোকপি ।
খ) সংশ্লিষ্ট পরীক্ষার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট / মার্কশিটের ফটোকপি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান / বিভাগীয় প্রধান অথবা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর শাখা প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে ।
গ) সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি ।
ঘ)বিশেষ দক্ষতা হিসেবে নাচ , গান , অভিনয় , আবৃত্তি , উপস্থিত বক্তৃতা , যন্ত্র সংঙ্গীত , চিত্রাংকন ও বিতর্ক কে বিবেচনা করা হবে এবং পুরস্কার / সনদ ( বিগত ২ বছরের মধ্যে ) প্রাপ্ত হইলে তা সত্যায়িত করে দিতে হবে । এর বাহিরে অন্য কিছু বিশেষ দক্ষতা হিসেবে বিবেচনা করা হবে না ।
ঙ) সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীরত কর্মচারীরা তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বাৎসরিক আয়ের সনদপত্র এবং অন্যান্যদের ইউনিয়ন পরিষদ / ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত পরিবারের আয়ের সনদপত্র ।
চ) আবেদনকারী অথবা তার অভিভাবকের ব্যাংক হিসাবের বিবরণী (সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক কর্তৃক সত্যায়িত)। (যদি থাকে)
ছ)আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে প্রয়ােজনীয় সনদপত্র সংযুক্ত করুন।
এখানে 2019 সালের বৃত্তির এরিয়া ভিত্তিক ফলাফল দেখুনঃ
- Dhaka & Mymensingh Area
- Shariyatpur/Madaripur Area
- Chittagong Area
- Feni Area
- Noakhali, Laxmipur Area
- Chandpur, Comilla Area
- Patuakhali & Barisal Area
- Sylhet Division
- Khulna/Jessore Area
- Rajshahi Division
- Rangpur Division
- Physically Disable
বৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখঃ Not Published Yet
আবেদনের শেষ তারিখঃ Not Published Yet
বিঃদ্রঃ প্রতিবছর আবেদনের যোগ্যতা & নির্দেশনা পরিবর্তন হয়ে থাকে। এটা সম্পূর্ণ অথোরিটির সিদ্ধান্তের উপর নির্ভর করে। এছাড়া নতুন সার্কুলার প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। খুব শীঘ্রই হয়ত সার্কুলার প্রকাশিত হবে। তাই নিয়মিত ওয়েবসাইট এ চোখ রাখুন।
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group
মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০২০, মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল স্কলারশিপ ২০২০, মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি 2020, Mercantile Bank Abdul Jalil Education Scholarship 2020, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ২০১৯,