এনএসআই NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস ও সাজেশন্স National Security Intelligence (NSI) এ বিপুল সংখ্যক পোস্টের সার্কুলার হয়েছে , যোগ্য প্রার্থীরা আবেদন করেছে। ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে।
NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস সাজেশন্স
পরীক্ষার তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১ নির্ধারণ করা হয়েছে। এডমিট কার্ড ডাউনলোড এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷
কিন্তু শেষ সময়ে এসে অনেকে বুজতে পারতেছেন না কিভাবে কি করলে NSI নিয়োগ পরীক্ষায় ভালো করা যাবে।
অনেকে nsi এনএসআই নিয়োগের শর্ট সাজেশন্স খুঁজতেছে তাদের জন্য এই পোস্ট।
এ পর্যায়ে আমরা সেসব নিয়েই আলোচনা করবোঃ
সঠিক দিকনির্দেশনা,ও পরিশ্রম আর টেকনিক অবলম্বন করে পড়লে এখানে পাশ করা সম্ভব। চলুন জেনে নেই পরীক্ষার বিস্তারিত।
আরো পড়ুন, বাংলাদেশ বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
পরীক্ষার ধরণঃ১. এমসিকিউ২. রিটেন ৩. ভাইভা। ( তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যাবহারিক ও মেডিকেল টেস্ট ও হতে পারে)এমসিকিউ পরীক্ষাঃ ১০০ মার্কের হয় / ১ ঘণ্টা সময়।
এমসিকিউ পরীক্ষার সিলেবাসঃএমসিকিউ পরীক্ষার জন্য নির্দিস্ট কোন সিলেবাস নাই তবে বিগত সালের প্রশ্ন এনালাইসিস
করে দেখা যায় অনেকটা বিসিএস এর সিলেবাস কে ফলো করে তবে কিছুটা ব্যতিক্রম ও রয়েছে
আরো পড়ুন, এইচএসসি পাশেই নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী
যেমনঃ১. বাংলা (১০- ২০ টি প্রশ্ন থাকতে পারে)২. ইংলিশ (১০- ২০ টি প্রশ্ন থাকতে পারে)৩. সাধারণ গণিত (১০- ১৫ টি প্রশ্ন
থাকতে পারে)৪. সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক ) (৩৫ – ৪০ টি প্রশ্ন থাকতে পারে)৫. সাধারণ বিজ্ঞান (৩- ৫ টি প্রশ্ন থাকতে পারে)
NSI নিয়োগ সাজেশন্স সিলেবাস
৬. আইসিটি ( ৮ – ১০ টি প্রশ্ন থাকতে পারে)৭. মানসিক দক্ষতা (০- ১০ টি প্রশ্ন থাকতে পারে)এখন প্রশ্ন হল সহকারী পরিচালক
বা ফিল্ড অফিসার বা অন্যান্য পদের জন্য কি একই সিলেবাসে বা এরকমই প্রশ্ন হবে ?
না , প্রশ্নের কোয়ালিটি এবং প্রতিটি বিষয়ের মার্ক একটু কম বেশি হতে পারে , তবে এই সাব্জেক্টে গুলোর উপরে ফোকাস করলে
আপনার স্টং জোন তৈরি হবে , যা আপনাকে যে কোন পরীক্ষার জন্য একধাপ এগিয়ে রাখবে।
কোন বই – কিভাবে পড়বেনঃএখন আসি কোন বই আর কিভাবে পড়বেন, বাজারে শুধুমাত্র NSI পরীক্ষার জন্য বিভিন্ন গাইড
বের হয়েছে , এগুলো পড়লে আপনার প্রস্তুতি সম্পূর্ন হবে কতটা ?
NSI নিয়োগ সাজেশন্স ও সিলেবাস ২০২১
টার্গেট যদি থাকে NSI তে পাশ করার এবং ভালো কিছু করার তাহলে আমার সাজেশন এগুলো বই থেকে শুধু মাত্র বিগত সালের
প্রশ্নের ধারনা নিতে পারেন। বেসিক ক্লিয়ার করে ৩ মাসের একটা সম্পূর্ন প্রস্তুতি নিয়ে প্রতিটা সাবজেক্ট ভালো করে পড়ুন
সফলতা আপনার কাছেই ধরা দিবে । মনে রাখবেন শর্টকাট দিয়ে বেশিদূর যাওয়া যায় না। বেসিক ক্লিয়ার এর জন্য কোন বই কিভাবে পড়বেন ?
১. বাংলা –বাংলার জন্য class 9-10 এর বাংলা গ্রামার, MP3 জর্জ সিরিজের বাংলা দেখতে পারেন । ব্যাকরণের অংশটা ভালো
করে পড়ুন।২. ইংলিশ –Competitive Exam বা Master ইংলিশ বইটা দেখতে পারেন ।
বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন ভালো করে পড়ুন।৩. সাধারণ গণিত ও মানসিক দক্ষতা –এর জন্য শাহীন ম্যাথ বা যে
কোন ম্যাথ এর বই দেখুন , বেসিক ম্যাথ গুলো ভালো করে দেখুন । মানসিক দক্ষতার চেয়ে গণিতের দিকটা বেশি গুরুত্ব দিন ।
৪. সাধারণ জ্ঞান –রিসেন্ট যে কোন সাধারণ জ্ঞান এর বই পড়তে থাকুন , বিস্তারিত পড়ার জন্য যে কোন একটি বই ফলো করুন
আজকের বিশ্ব বা MP3 বাংলাদেশ ও আন্তর্জাতিক ।
৫. সাধারণ বিজ্ঞান –বাজারের যে কোন একটি বই এর বেসিক অংশটুকু পড়ুন । ওরাকল বা MP3 বিজ্ঞান।৬. আইসিটি –এটা
গুরুত্বপূর্ন ও সহজেই মার্ক পাওয়া যায় , এর জন্য আপনি “self
আরো পড়ুন, আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ ( Ansar VDP Job Circular 2021)
suggestion কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ” বইটির প্রতিটি অধ্যায়ের শেষে “অটো সাজেশন” ফিচারটি ও জব সল্যুশন ফিচার এই
দুটি ভালো করে পড়ূন , সর্বোচ্চ কমন পাবেন এই বই থেকে।
NSI নিয়োগ সাজেশন্স সিলেবাস
অল্প পড়ে ভালো নম্বর পাওয়া যায় এখান থেকে , NSI সার্কুলারে সহকারী পরিচালক পদে কম্পিউটার চালানোর দক্ষতার কথা
বলা আছে এবং ২০১৫ NSI তে ১০ টি প্রশ্ন শুধু আইসিটি থেকে
এসেছে তাই গুরুত্ব সহকারে পড়ুন আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে আইসিটি ।যারা এত বই না পড়ে শর্টকাটে পাশ করার
চিন্তা করছেন তারা , যে কোন জবসল্যুশন , ডাইজেস্ট বা NSI এর যে কোন গাইড নিয়ে পড়তে পারেন ।
আরো পড়ুন, NSI নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন্স পেতে ভিজিট করুন www.eduguideline.com
কপাল ভালো থাকলে এ যাত্রায় পাড় হতেও পারেন । তবে আমার সাজেশন শর্টকাটে কোন কিছু হয় না , আপনি তিন মাস ভালো
করে এই বইগুলো পড়ুন , আপানার বেসিক স্ট্রং করুন , সাকসেস রেটে আপনি এগিয়ে থাকবেন।
NSI ব্যাপক সার্কুলার এটি , সন্মানজনক চাকরি , একটু পরিশ্রম করুন , টেকনিক অবলম্বন করে পড়ুন আশা করি ভালো কিছু হবে।
আরো পড়ুন, চলতি বছর হচ্ছে না প্রাথমিকের নিয়োগ পরীক্ষা
২০১৯ সালের ১৯ অক্টোবর প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের সবচেয়ে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। তবে
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা।
মূলত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ নিয়োগ পরীক্ষা নেওয়া যাচ্ছে না।
সরকার আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখনও পরীক্ষা নিতে প্রস্তুত নয় সরকার।
আগামী বছরের শুরুতে এ নিয়োগ পরীক্ষা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।
তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা আসায় স্থগিত থাকা নিয়োগ পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি শুরু করেছে ডিপিই।
ডিপিই সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। তবে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই পরীক্ষা
আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পরীক্ষার ওএমআর শিট ছাপানোর কাজ শুরু হয়েছে। এছাড়া প্রশ্নপত্র তৈরির তোড়জোড়ও চলছে।
এনএসআই নিয়োগ সিলেবাস সাজেশন্স ২০২১
সূত্র জানায়, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হলেও চলতি বছর পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই। কেননা, অনেকগুলো বড় বড়
পাবলিক পরীক্ষা আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। ফলে এ সময় পরীক্ষা আয়োজনের জন্য কেন্দ্র পাওয়া যাবে
না। তবে করোনা পরিস্থিতির অবনতি না হলে আগামী বছরের শুরুতে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে পারে।
এ বিষয়ে ডিপিইর অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ জানান, স্কুল-কলেজ খোলার ঘোষণায় আমরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করেছি।
ইতোমধ্যে পরীক্ষার ওএমআর শিট ছাপানোর কাজ শুরু হয়েছে। প্রশ্নপত্র তৈরির কাজও চলছে। তবে এ বছর পরীক্ষা নেওয়া সম্ভব না বলে জানান তিনি।
সোহেল আহমেদ বলেন, পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসির মতো বড় বড় পাবলিক পরীক্ষা এ বছর আয়োজন করা হবে।
ফলে চলতি বছর পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নেই। করোনা পরিস্থিতির যদি আর অবনতি না হয় তাহলে আগামী বছরের
শুরুতে অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে পরীক্ষা আয়োজন করা হতে পারে।
৩২ হাজার পদের বিপরীতে এবার ১৩ লাখের বেশি প্রার্থী আবেদন করেছেন বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস ও সাজেশন্স NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস ও সাজেশন্স 2021
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস সাজেশন্স NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস সাজেশন্স NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস সাজেশন্স NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস সাজেশন্স
এনএসআই নিয়োগ ২০২১
Job preparation, National Security Intelligence (NSI), NSI Admit card download, nsi bangladesh job circular 2021, nsi final preparation, nsi final subjections, nsi job 2021, nsi job circular, nsi job circular 20121 pdf, nsi job circular 2021, nsi job circular 2021 application form, nsi job circular admit card, nsi job circular apply 2021, NSI job preparation 2021, nsi last sujjestion 2021, nsi preparation 2021, nsi previous question, Nsi previous year question slove, nsi result, nsi seat plan, nsi short syllubus and sujjestions, NSI Viva preparation 2021,
nsi written sujjestions, NSI জব প্রস্তুতি, NSI নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন্স ২০২১, NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস ও শেষ সময়ের সাজেশন্স, NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস ও সাজেশন্স, NSI নিয়োগ পরীক্ষার সিলেবাস সাজেশন্স, nsi নিয়োগ বই, NSI নিয়োগ শর্ট সাজেশন্স, NSI নিয়োগ সাজেশন্স ২০২১, NSI প্রিলিমিনারী সাজেশন্স, NSI লিখিত সাজেশন্স, nsi সাজেশন্স বুক, এন এস আই নিয়োগ সিলেবাস, এনএসআই নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন্স ২০২১, এনএসআই নিয়োগ সিলেবাস ও সাজেশন্স বিস্তারিত, জাতীয় গোয়েন্দা নিয়োগ পরীক্ষার সাজেশন্স