আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রোগ্রামের আওতায় স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে রাশিয়ান সরকার। ‘ওপেন ডোর রাশিয়ান স্কলারশিপ-২০২৩’ এর আওতায়
নির্বাচিত শিক্ষার্থীদের এই ফুল-ফ্রি স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর, ২০২২।
Facebook is offering fellowships, paying $42,000 a year
যে যে বিষয়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে: স্কলারশিপের আওতায় আবেদনকারীরা নিম্নলিখিত বিষয়গুলোতে আবেদন করতে পারবে।
- রসায়ন ও মেটারিয়াল সাইন্স (Chemistry & Materials Science)
- কম্পিউটার ও ডেটা সাইন্স (Computer & Data Science)
- জীববিজ্ঞান এবং বায়োটেকনোলজি (Biology & Biotechnology)
- নিউরোসায়েন্স এবং সাইকোলজি (Neuroscience & Psychology)
- গণিত ও কৃত্রিম বুদ্ধি (Mathematics & Artificial Intelligence)
- ক্লিনিকাল মেডিসিন এবং জনস্বাস্থ্য (Clinical Medicine & Public Health)
- ব্যবসা ব্যবস্থাপনা (Business & Management)
- রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক (Politics & International Relations)
- প্রকৌশলী বিদ্যা (Engineering & Technology)
- শারীরিক বিজ্ঞান (Physical Sciences)
- শিক্ষা (Education)
- ভাষাতত্ত্ব ও আধুনিক ভাষা (Linguistics & Modern Languages)
- অর্থনীতি এবং একনোমেট্রিক্স (Economics & Econometrics)
- ভূ বিজ্ঞান (Earth Sciences)
Opportunities for Bangladeshi youth to teach in Bengali in the United States
সুবিধা-সুবিধা
রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলি থেকে মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য রাশিয়ায় ওপেন ডোর স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে রাশিয়ান ফেডারেশনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়। তবে জীবনযাত্রার ব্যয় মেটানোর খরচ নিজেকেই বহন করতে হবে।
আবেদনের যোগ্যতাসমূহ
স্নাতকোত্তরে আবেদনকারীদের অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
পিএইচডিতে আবেদন করতে আবেদনকারীদের অবশ্যই স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
Fully funded Scholarship Lausanne University of Switzerland (Apply Now)
ইংরেজি বা রাশিয়ান ভাষায় দক্ষ হতে হবে।
একাডেমিক ফল ভালো থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো জাতীয়তার আবেদনকারীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদন করতে যা যা লাগবে___
- পাসপোর্টের কপি
- একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট
- রেফারেন্স লেটার
- ইংরেজি ভাষা দক্ষতার সনদ। আইএলটিএস ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে। তবে যাদের মিডিয়াম অফ ইন্সট্রাকশনের সনদ রয়েছে, তাদের আইএলটিএস স্কোরের প্রয়োজন নেই।
- স্টেটমেন্ট অব পারপাস
আবেদন প্রক্রিয়া
আবেদনকারীকে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা মেনে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন। স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
To Know More About Scholarship News (Domestic & International) & Admission News, Please Visit Our Website Regularly.
Our Another Web Portal Link www.eduguideline.com