পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২৩ সার্কুলার
জেলা পরিষদ কার্যালয় , পাবনা “ এককালীন ছাত্র বৃত্তির বিজ্ঞপ্তি ” পাবনা জেলা পরিষদের নিজস্ব তহবিলের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে বাংলাদেশের বিভিন্ন কলেজ , পাবলিক
পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২৩
বিশ্ববিদ্যালয় , কৃষি বিশ্ববিদ্যালয় , প্রকৌশল / বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , মেডিকেল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন কলেজ / মাদ্রাসাসমূহ স্নাতক , স্নাতক ( সম্মান ) ,
অনান্য জেলা পরিষদ চলমান শিক্ষাবৃত্তি লিস্ট
রাজশাহী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
পটুয়াখালী জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার
(গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি সার্কুলার
এসএসসি ও এইচএসসি পাশে শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- CZM Scholarship 2022 মাসিক ৩০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২
- ইমদাদ সিতারা খান বৃত্তি ২০২২ বছরে ১৮০০০ টাকা হারে মোট ৭২০০০ টাকা
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
স্নাতকোত্তর / সমমান শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাবনা জেলার স্থায়ী বাসিন্দা নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তে গরীব মেধাবী
ছাত্র / ছাত্রীদের এককালীন অনুদান প্রদানের জন্য নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে।
শর্তাবলীঃ পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
১) আবেদনকারী ছাত্র – ছাত্রীদের অবশ্যই পাবনা জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার কর্তৃক অনুমোদিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে ।
২)এসএসসি & এইচ এস সি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত হতে হবে এবং
মুক্তিযোদ্ধা পোষা / প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ৪.০০ থাকতে হবে । তবে মুক্তিযোদ্ধা পোষ্য প্রমাণের জন্য
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি ও স্থানীয় চেয়ারম্যান / পৌরসভার কাউন্সিলর
এর প্রত্যয়ন এবং প্রতিবন্ধি প্রমাণের ক্ষেত্রে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রদত্ত প্রত্যয়ন দাখিল
পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি পাবনা জেলা পরিষদ শিক্ষাবৃত্তি pabna district Council scholarship circular, pabna district Council scholarship result
৩) স্নাতক পর্যায়ে অধ্যয়নবতদের পূর্ববর্তী বার্ষিক সেমিস্টার পরীক্ষায় প্রথম শ্রেণী / জিপিএ -৩.০০ ( ৪.০০ এর মধ্যে ) প্রাপ্ত
হতে হবে এবং মুক্তিযোদ্ধা পোয়া / প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ২.৭৫ ( ৪.৫০ এর মধ্যে ) থাকতে হবে ।
8)যে সমস্ত ছাত্র / ছাত্রীর অভিভাবকের মাসিক আয় ১৫,০০০ / – ( পনের হাজার ) টাকার উর্ধ্বে নয় তারা আবেদন করতে পারবেন ।
৫) আবেদনকারী কোন ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপন করলে আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে ।
৬) আবেদনের নিম্নবর্ণিত সকল তথ্য না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে । উল্লিখিত শর্তসহ যে কোন শর্ত সংযোজন /
সংশোধন / বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন । প্রয়োজনে যুক্তি বিষয়ে যাবতীয় তথ্যাবলী জেলা পরিষদ , পাবনা অফিস হতে জানা যাবে ।
৭) নির্ধারিত আবেদন ফরম বিনামূল্যে অসাহিত , দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ এবং জেলা পরিষদ পাবনা
এর website /www.zppabna.gov.bd এর মাধ্যমে সংগ্রহ করা যাবে ।
৮) আবেদন ফরম আগামী ১০/০৬/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ৫ ( পাঁচ ) টার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এর স্বাক্ষরসহ
নিম্নস্বাক্ষরকারার অফিসে অবশ্যই পৌঁছাতে হবে । নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে ।
৯)আবেদন পত্রের সাথে নিম্নেবর্ণিত কারজানি অবশ্যই সংযুক্ত করাতে হবে ।
ক ) ১) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি ।
২ ) আবেদনকারীর সদ্য তোলা ( দুই ) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ।
৩) পাবনা জেলার স্থায়ী বাসিন্দার স্বপক্ষে সংশ্লিয় ইউনিয়ন পরিষদ / পৌরসভার মেয়র এর প্রত্যয়ন পত্র ।
৪)অভিভাবকের বার্ষিক আয়ের প্রত্যয়ন পত্র । দর । এনআইডি কার্ডের সত্যায়িত কপি ।
৫) মুক্তিযোদ্ধা পোষা প্রতিবন্ধি / ক্রীড়া সংগীত কর্মকান্ডের স্বপক্ষে সত্যায়িত সনদ ( যদি থাকে ) ।
আবেদন ফর্ম এর পিডিএফ ডাউনলোড লিংক
আরো পড়ুন,
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group