প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রাইম ব্যাংক লিমিটেডের CSR কার্যক্রমের আওতায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে দরিদ্র ও মধ্যবিত্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে আসছে
আজকে আমরা এখানে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি এর বিস্তারিত সম্পর্কে জানবো, কিভাবে আবেদন করতে হয়, আবেদনের যোগ্যতা কি কি, সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানবো।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তির আবেদনের যোগ্যতাঃ
- কেবলমাত্র ২০১৯ (গতবছর অনুযায়ী) সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ৯:০০ থাকতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে ৮.৮ থাকতে হবে।
- অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১০,০০০ টাকা বা তার নিচে হতে হবে।
- অন্য কোন উৎস (সরকারী/বোর্ড বৃত্তি ব্যতীত) থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির জন্য বিবেচিত হবে না।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তির আবেদনের নিয়মাবলীঃ
- আবেদনের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপি, সদ্য তােলা দুই কপি রঙ্গিন ছবি এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদ প্রধান/ ওয়ার্ড কাউন্সিলর বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক অভিভাবকের আয়ের সনদপত্র সংযুক্ত করতে হবে।
- খামের উপর “শিক্ষা বৃত্তির জন্য আবেদন-২০২০” কথাটি উল্লেখ করতে হবে।
- ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
- বৃত্তি মনােনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
বৃত্তির পরিমান ও সময়কালঃ
সময়কালঃ ৩-৫ বছর।
শিক্ষাস্তরঃ অনার্স বা সমমান
মাসিক বৃত্তিঃ ২৪০০ টাকা (প্রতি ৩মাস অন্তর ৭২০০ টাকা একত্রে দেওয়া হয়)
বৃত্তির অন্যান্য বৈশিষ্ট্যঃ
হতদরিদ্র (যেমনঃ প্রান্তিক কৃষক / ভূমিহীন / গৃহহীন / দিনমজুর / ভিক্ষাবৃত্তি / নদীভাঙ্গন কবলিত / মঙ্গাপিড়ীত / প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত/রিকশা বা ভ্যান চালক/ভিজিডি-ভিজিএফ কার্ডহােল্ডার/ক্ষুদ্র ঋন গ্রহিতা / গৃহপরিচারিকা ইত্যাদি), এতিম, শারীরিক প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের বংশধর, আদিবাসী অনগ্রসর সমাজ, স্বামী পরিত্যাক্তা মায়ের সন্তান, নার্সিং ও কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত যােগ্যতা কিছুটা শিথিলযােগ্য।
স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষাবৃত্তির জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন ফরম পূরণের ঠিকানা https://primebankfoundation.org/
আবেদনপত্র পাঠানাের সময়সীমা ও ঠিকানাঃ
যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র আগামী_______ তারিখের মধ্যে “প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রাইম ব্যাংক ফাউন্ডেশন, বাড়ী নং-১০ (২য় তলা), রােড নং – ১৯/এ ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩” ঠিকানায় পৌঁছাতে হবে।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরুর তারিখঃ Not Published Yet
আবেদনের শেষ তারিখঃ Not Published Yet
বিঃদ্রঃ প্রতিবছর আবেদনের যোগ্যতা & নির্দেশনা পরিবর্তন হয়ে থাকে। এটা সম্পূর্ণ অথোরিটির সিদ্ধান্তের উপর নির্ভর করে। এছাড়া নতুন সার্কুলার প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
[আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে ইমেইল আইডি সংযুক্ত করে কমেন্ট করুন]
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
২০২১সালের সার্কুলার কবে হবে। জানলে ভাল হয়।
Hole update jante parbn webside.Eduguideline cok rakun all scholarship news er jnne
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি ২০২১ ইং’ এর সার্কুলার কবে প্রকাশিত হতে পারে?
আমি ২০১৯ সালে আবেদন করেছিলাম।আজো জানা হলো না রেজাল্ট। এখন প্রশ্ন হচ্ছে,পরবর্তী বছর আবার আবেদনের সুযোগ আছে কি না?যদিও গতটায় টাকা খরচ করে ছিলাম শুধু শুধু।যদি সঠিক বিচার হতো নিশ্চয়ই আমার পাওয়ার অধিকার ছিল।আশা করি সাড়া দিবেন