প্রাইম ব্যাংক লিমিটেডের CSR কার্যক্রমের আওতায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে দরিদ্র ও মধ্যবিত্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে আসছে। Prime Bank Scholarship Results 2020
Prime Bank Scholarship Results 2020
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) প্রকাশিত হলো প্রাইম ব্যাংক ফাউন্ডেশন স্কলারশিপ এর প্রাইমারী সিলেক্টেড লিস্ট, যাদের থেকে ভাইভার মাধ্যমে চূড়ান্ত স্কলারের লিস্ট তৈরি করা হবে। এবারের ভাইভা লিস্টে জায়গা পেয়েছে ৫০৫ জন।
Please click below Result link to see Prime Bank Foundation scholarship’s preliminarily selected students list 2020
Please click below Viva Schedule link to see Prime Bank Foundation scholarship’s viva schedule
ভাইভা শুরুর তারিখঃ ১০ জানুয়ারি ২০২১
ভাইভার শেষ তারিখঃ ২৫ ফেব্রুয়ারী ২০২১
ভাইভা দিতে যে সকল কাগজপত্র সঙ্গে করে নিয়ে আসবেন তা নিম্নে উল্লেখ করা হল
১। আবেদনপত্র (ডাউনলোড লিংক: http://scholarship.primebankfoundation.org/ )
২। রঙিন ফটো ২ কপি
৩। গ্রাজুয়েশন ভর্তি রশিদ (মেইন ও ফটো কপি)
৪। এসএসসি ও এইচএসসি নম্বরপত্র (মেইন ও ফটো কপি)
৫। অভিভাবকের আয়ের সনদপত্র(মেইন ও ফটো কপি)
বিঃ দ্রঃ
- কোভিড-১৯ এর কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় আবেদন পত্রের অংশ -৪ এ বিভাগীয় প্রধানের কোনো সীল ও স্বাক্ষর এই মুহূর্তে প্রযোজ্য নহে।
- ভাইভার ১-২ দিন পূর্বে আপনাদের ফোনে তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।
- স্বাস্থ্য বিধি পরিপালনে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
বৃত্তির পরিমান ও সময়কালঃ
সময়কালঃ ৩-৫ বছর।
শিক্ষাস্তরঃ অনার্স বা সমমান
মাসিক বৃত্তিঃ ২৪০০ টাকা (প্রতি ৩মাস অন্তর ৭২০০ টাকা একত্রে দেওয়া হয়)
উল্লেখ্যঃ এবারের বৃত্তির আবেদনের শেষ তারিখ ছিল ৬ অক্টোবর, ২০২০ ইং
আরো দেখুনঃ
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
[আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে ইমেইল আইডি সংযুক্ত করে কমেন্ট করুন]
শিক্ষাবৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
আসসালামু আলাইকুম। স্যার, যে বৃত্তিটা আমার অতিব প্রয়োজনীয় ছিলো সে বৃত্তিটাই আমাকে সিলেক্ট করা হলো না! স্যার, এখন আমার আর্থিক সংকটের কারণে অনার্স লেভেলের কোনো ক্ষতি হয়ে না যায়। যাইহোক, তবুও আমি আমার আল্লাহর কাছে দোয়া রাখি তিনি অবশ্যই আমাকে একটি ব্যবস্থা করে দিবেন। ইনশাআল্লাহ।
GPA কম থাকার কারণে অন্য কোনো জায়গায় আবেদন করতে পারলাম না।এখানে খুব আশা করে আবেদনটা করেছিলাম।আর এখন লিস্টে ৩বার করে খোজেও নাম খোজে পেলাম না। ব্যাপারটা খুবই দুঃখজনক।
আসসালামু আলাইকুম স্যার
প্রথমত আবেদন এর সময় আমাকে কোনো সিরিয়াল নাম্বার দেওয়া হয় নাই। আর আমি ঢাবির প্রথম বর্ষের ছাত্রী। আমার বাবা মানসিক ভাবে অসুস্থ, মা একমাত্র চাকরি করে।ভাইরা পড়ালেখা করে। আমি বৃত্তি টা পাবো বলে আশা করেছিলাম। বৃত্তি টা পেলে অনেক উপকৃত হতাম। এই করনা সময়ে খুবই দুরবস্থা যাচ্ছে। যাই হোক, আপনাদের সিলেকশন কে সম্মান জানাই। আপনারা হয়তো আমাকে যোগ্য মনে করেন নাই।
আসসালামু আলাইকুম স্যার
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। আমার বাবা মানসিক রোগী দীর্ঘ ২২ বছর ধরে। আমরদ তিন ভাইবোন পড়ালেখা করি। পরিবারে মা একমাত্র উপার্জন করে।এই বৃত্তি টা পেলে তা আমার জন্য খুব ই উপকার হতো। উল্লেখ্য আবেদন এর সময় আমি কোনো সিরিয়াল নাম্বার পাই নাই। তাই যদি একটু বিষয় টা দেখতেন।
Serial no.pai ni
Please consider me about the issue
HSC porua der kono britti dey na????