প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) ” – শীর্ষক কর্মসূচির আওতায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ – গােষ্ঠীদের সহায়তা প্রদানের লক্ষ্যে সমতলের ক্ষুদ্র নৃ – গােষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। small ethnic group scholarship
চলতি ২০২০-২১ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় / সমমান পর্যায়ে অধ্যায়নরত স্নাতক / স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ – গােষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের নিম্নবর্ণিত যােগ্যতা ও শর্তে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
অনলাইনে আবেদন শুরুঃ ০১/১২/২০২০ খ্রি, সকাল ১০.০০ ঘটিকা
অনলাইনে আবেদন শেষঃ ৩১/১২/২০২০ খ্রি, বিকাল ০৫.০০ ঘটিকা
আবেদনের শর্তাবলী :
১। আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই বাংলাদেশের সমতলের ক্ষুদ্র নৃ – গােষ্ঠীভুক্ত নাগরিক হতে হবে । এক্ষেত্রে আবেদনকারী পার্বত্য চট্টগ্রাম ব্যতীত অন্য যেকোন জেলার স্থায়ী বাসিন্দা হতে পারেন।
২। আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশ সরকার কর্তৃক অনুমােদিত কোন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
৩। আবেদন ফরমে উল্লিখিত সকল তথ্যাদি প্রদান করতে হবে । আবেদনকারীর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট বাের্ডের মাধ্যমে সয়ংক্রিয়ভাবে যাচাই করে নেয়া হবে।
৪। আবেদনকারীকে আগামী ০১/১২/২০২০ খ্রি . সকাল ১০.০০ ঘটিকা হতে ৩১/১২/২০২০ খ্রি . বিকাল ৫.০০ টার মধ্যে নিম্নলিখিত ওয়েব পাের্টালে প্রবেশ করে আবেদন করতে হবে ( www.empl.pmo.gov.bd ) ।
অনলাইন আবেদন ব্যতীত কোন আবেদন গ্রহণযােগ্য হবে না এবং নির্ধারিত তারিখের পরে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবে না।
অনলাইনে আবেদন করলে আবেদনকারী একটি ১২ ডিজিটের ইউনিক ইউজার আইডি ও ৬ ডিজিটের পাসওয়ার্ড পাবেন।
আবেদনটি গৃহীত হলে একটি স্বয়ংক্রিয় এসএমএস – এর মাধ্যমে তা নিশ্চিত করা হবে । নির্বাচিত শিক্ষার্থীর আবেদনে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে বৃত্তির অর্থ স্বয়ংক্রিয়ভাবে প্রেরিত হবে । এক্ষেত্রেও আবেদকারীকে এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।
৫। বৃত্তির প্রার্থীতার জন্য অনলাইনে আবেদনই যথেষ্ঠ । এজন্য কোন ব্যক্তি , দপ্তর বা প্রতিষ্ঠানের সাথে কোনরূপ যােগাযােগের প্রয়ােজন নেই ।
৬। অনলাইন – এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী ও প্রয়ােজনীয় সকল তথ্য ওয়েব পাের্টালে পাওয়া যাবে ।
৭। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত ডকুমেন্ট স্ক্যান করে অবশ্যই সংযুক্ত করতে হবেঃ
ক ) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ক্ষুদ্র নৃ – গােষ্ঠী সংক্রান্ত সনদ।
খ) শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত পরিচয়পত্র / প্রত্যয়নপত্র।
গ) জাতীয় পরিচয়পত্র / জন্ম সনদ।
ঘ) এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশের সনদ।
অফিশিয়াল ওয়েব পাের্টাল ঠিকানা : www.empl.pmo.gov.bd
বৃত্তি সম্পর্কিত সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
SMALL Ethnic Group Scholarship || SMALL Ethnic Group Scholarship