পথ শিশুদের হাসির নেপথ্যে কাজ করছে স্মাইল শাটল ফাউন্ডেশন (Smile Shuttle Foundation) । পৃথিবী তার নিজস্ব গতিতে ছুটে চলেছে। থেমে নেই পৃথিবীতে বসবাসকারী মানুষও। নানান পেশায় নিয়োজিত থেকে কাজ করছে। দিনমজুরের কাজ থেকে শুরু করে স্যাটেলাইট বানিয়ে আকাশে পাঠানো।
প্রতিনিয়ত বিভিন্ন বিস্ময়কর কাজ করে চলেছে মানুষ । কেউ কেউ নিজের জন্য সম্পদের পাহাড় গড়তেছে আবার কেউ কেউ অন্যের কথা চিন্তা করে নানারকম সামাজিক উন্নয়নমূলক কাজ করতেছে। পুরা পৃথিবীজুড়েই চলছে মন্দ কাজের পাশাপাশি ভালো কাজেরও প্রতিযোগীতা। বেশিরভাগক্ষেত্রেই ভালো কাজ হচ্ছে।
সামাজিক উন্নয়ন মূলক কাজের অংশ হিসেবে ছিন্নমূল, হতদরিদ্র, পথশিশু, ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে কাজ করছে একটি অলাভজনক প্রতিষ্ঠান ” স্মাইল শাটল ফাউন্ডেশন (Smile Shuttle Foundation)।
স্মাইল শাটল ফাউন্ডেশন (Smile Shuttle Foundation) এর শুরুটা হয় বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী মোঃ মিনহাজুল ইসলাম এবং ‘স্মাইল শাটল’ (Smile shuttle) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একই বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী (অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত) মাহফুজ রহমান এর চিন্তা থেকে। মূলত পড়াশুনার পাশাপাশি ভিন্ন কিছু করার পরিকল্পনা থেকেই এই ফাউন্ডেশন টি গড়ে তোলেন তারা।
স্নাইল শাটল ফাউন্ডেশন ( Smile Shuttle Foundation) এর লক্ষ্যঃ সবার মুখে হাসি ফোটানো এবং সুবিধাবঞ্চিত মানুষের সামর্থ অনুযায়ী অর্থ ও শ্রম দিয়ে সাহায্য করা।
স্নাইল শাটল ফাউন্ডেশনের(Smile shuttle Foundation) উদ্দেশ্যেঃ খাদ্য, বস্ত্র ও শিক্ষা দিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো।
ফাউন্ডেশনের কাজের তালিকাঃ
সকল সৃষ্টির মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই “Smile Shuttle “
১. প্রতি মাসে নির্দিষ্ট এলাকার রিক্সাওয়ালা মামাদের ক্যাপ বিতরণ করা,যাতে সারাদিনের কঠোর রোদ থেকে তাদের কষ্ট কিছুটা লাঘব হয়।
২. প্রত্যেক মাসের এক দিন পথশিশুদের সাধ্যমত কিছু ভালো খাবার খাওয়ানো এবং তাদের পরিবারের জন্য কিছুটা খাবার দিয়ে দেওয়া।
২. তাদের নিজেদের নাম লিখতে শেখানো এবং বর্ণপরিচয় ও বাংলা লেখা পড়তে শেখানো। ইংরেজি অক্ষর ও আরবি হরফ চেনা। অংকের যোগ বিয়োগ গুন ভাগ শেখানো।
৩.শীতের সময় উষ্ণ কাপড় যাদের প্রয়োজন তাদের কাছে পৌছে দেয়া।
৪. রাস্তায় কোন অসুস্থ প্রাণী ( কুকুর, বিড়াল, পাখি ইত্যাদি) পেলে তাকে সুস্থ করে তুলতে যথাযথ ব্যবস্থা নেয়া।
৫. প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ খাবার রাস্তায় কুকুর বিড়ালের মধ্যে বিতরণ করা।
স্মাইল শাটল এর প্রথম(১ম) প্রজেক্টঃ ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে ঢাকার কমলাপুর রেলষ্টেশনের পথ শিশু, বয়স্ক, অন্ধ মানুষ, অসহায় ও নিম্নবিত্ত মানুষসহ মোট ৪১ জন কে একবেলা তৃপ্তি সহকারে খাওয়ার জন্য, খাবার প্রদান করা হয়। এসময় পথশিশুদের সাথে কুশল বিনিময় করে ফাউন্ডেশনের ভলান্টিয়ারেরা। এই প্রোজেক্ট এর ভলান্টিয়ার হিসাবে ছিলো ঋতু, কারিনা, মাঈশা, ওয়ালিদ, মুরসালিন, সমাপ্তিসহ আরো অনেকে।
স্মাইল শাটল ফাউন্ডেশনের (Smile Shuttle Foundation) দ্বিতীয় প্রেজেক্টঃ ১৩ নভেম্বর ঢাকার অদূরে অবস্থিত নারায়নগঞ্জের চাষারা রেলষ্টেশনের একটি মুক্ত স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ২য় প্রজেক্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের চিত্তবিনোদনের জন্য খেলার আয়োজন করা হয়। খেলাটি “হাতি উড়ে পাখি উড়ে” নামে ব্যাপক পরিচিত। খেলা শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে “করোনা”(কোভিট-১৯) সচেতনতা নিয়েও কথা বলা হয়।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে একবেলা তৃপ্তি সহকারে খাওয়ার জন্য খাবার প্রদান করা হয়।এসময় উপস্থিত স্থানীয় লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সকিউটিভ প্যানেলের পক্ষ থেকে মাহফুজ রহমান- জেনারেল সেক্রেটারি স্মাইল শাটল(Smile Shuttle Foundation)। ভলান্টিয়ার হিসেবে উপস্থিত ছিলো খাদিজা, মিনহাজ, মাহফুজ, ঋতু, কারিনা, মাঈশা, ওয়ালিদ, মুরসালিন, সমাপ্তিসহ আরো অনেকে। এছাড়াও স্থানীয় অনেক লোকজন উপস্থিত ছিলো ।
“স্মাইল শাটল ফাউন্ডেশন(Smile Shuttle Foundation) এর পরবর্তী তৃতীয় প্রোজেক্ট “তৃপ্তি সহকারে একবেলার খাবার”জানুয়ারী-২০২১ এর মধ্যে অনুষ্টিত হবে।
eduguideline.com এর পক্ষ থেকে স্মাইল শাটল ফাউন্ডেশন(Smile Shuttle Foundation) এর জেনারেল সেক্রেটারি মাহফুজ রহমানের কাছে ফাউন্ডেশন এর ভবিষ্যত লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মাহফুজ রহমান edugudieline.com কে জানান তারা মুলত সামাজিক উন্নয়নমূলক কাজের অংশ হিসাবেই এটি করছে। তিনি বলেন আমাদের চার পাশে অনেক দরিদ্র শিশু আছে যারা অভাবের জন্য একবেলা তৃপ্তিসহকারে খেতে পারে না। আমরা মূলত সেই লক্ষ্যে কাজ করছি যাতে তাদেরকে একবেলা তৃপ্তি সহকারে খাওয়াতে পারি। আমরা অনেকে অনেক ভাবে টাকা নষ্ট করি সেই টাকা থেকে যদি আমরা গরিব দুস্থ শিশুদের একবেলা তৃপ্তি সহকারে খাওয়াতে পারি, তাদের মুখে হাসি ফুটাতে পারি, মূলত আমাদের এটাই চাওয়া।
তিনি আরো বলেন আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আমরা তৃতীয় প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করছি। আমরা জানুয়ারী-২০২১ এর মধ্যে ৩য় প্রজেক্টটি শেষ করতে পারবে বলে মনে করি। সেই ভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।
আমরা পথশিশুদের অন্য আরো একটি প্রোজেক্ট ‘স্বাক্ষরতা‘ নামে একটি স্কুল খোলার ব্যাপারে চিন্তাভাবনা করতেছি। সেখানে প্রতি ব্যাচকে ৬ মাসের মধ্যে বাংলা ইংরেজি অংক আরবি শেখানো হবে। যারা দুর্বল তাদের বাড়তি যত্ন নেয়া হবে। দরকার হলে তাকে পরবর্তী ৬মাসও পড়ানো হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করার জন্য নিয়মিত নাস্তার ব্যবস্থা করা হবে। খেলাধুলা পুরস্কারের ব্যবস্থাও করা হবে।ইতোমধ্যে আমাদেরকে সাহায্য করবে বলে Alumni Association of ITC, GSC, & GSHS Greater Tejgaon ও Raise BD Foundation আশ্বাস দিয়েছে।
আর কোন সংস্থা যদি আমাদেরকে সাহায্য করতে চায় তাহলে আমরা অবশ্যই সেটি সাদরে গ্রহন করবো এবং আমি আমাদের ফাউন্ডেশনের এই মহতী কাজের জন্য বিভিন্ন সংস্থা কে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক পেজ লিংক Smile Shuttle Facebook page.
লোকজন আপনাদের এই কর্মকান্ডকে কিভাবে নিচ্ছে জানতে চাইলে তিনি eduguideline.com কে বলেন, নেগেটভ-পজিটিব সব জায়গায় থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাহবা পেয়েছি সবাই আমাদের এই মহতী কাজ কে স্বাগত জানিয়েছে। এন্ড আমাদের কিছু বন্ধু বান্ধব আমাদের এই ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে কাজ করার আশ্বাস দিয়েছে। দুই একজন আছে যারা নেগেটিব ভাবে নিয়েছে। আমরা সেসব এ কান দিচ্ছি না। আমরা আমাদের স্মাইল শাটল ফাউন্ডেশন (Smile Shuttle Foundation) কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। সামনে আমাদের আরো অনেক বড় প্লান আছে। আমরা বড়সড় আকারে অনুষ্ঠান করে পথশিশু ও হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ।
সব শেষে আমি বলতে চাই, আমরা ভালো থাকার পাশাপাশি আমাদের প্রতিবেশী গরিব, দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ- হাসিনা পথশিশু,দরিদ্র,বয়স্ক মানুষদের জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে।সরকারের পাশাপাশি আমরা যে, যে ভাবে পারি সবাই নিজ নিজ জায়গা থেকে গরীব-দুঃখী মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদের কষ্ট ভাগাভাগি করে নিয়ে তাদের মুখে হাসি ফুটাই। তারা হাসলে হাসবে দেশ হাসবে বিশ্ব। থাকবে ভালো পুরো পৃথিবী।
আরো পড়ুন
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
সকল প্রকার বৃত্তির খবর, ভার্সিটি ভর্তির খবরসহ অনান্য সব খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group