SonaliBank Scholarship Application Process 2022
সালে পাশকৃত এসএসসি এবং এইচএসসি দুই ব্যাচের জন্য সোনালি ব্যাংক স্কলারশিপ ঘোষণা করেছে। তো এই দুই ব্যাচের আবেদন প্রক্রিয়া আলোচনা করা হলো।
আবেদন করার জন্য নিন্মোক্ত লিংকে প্রবেশ করুন–
লিংক ১ঃ সোনালি ব্যাংক শিক্ষাবৃত্তি
লিংক ২ঃ সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
১. এডমিট কার্ড
২. ছবি
৩. স্বাক্ষর
ব্যক্তিগত তথ্যঃ
এই ছকে নির্ভুলভাবে এডমিট কার্ড দেখে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, অনাথ হলে সেইটা উল্লেখ করতে হবে, মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটা থাকলেও সেটা উল্লেখ করে দিতে হবে এবং সর্বশেষ সচল একটা মোবাইল নম্বর দিতে হবে। যেটায় স্কলারশিপ পেলে মেসেজ আসবে।
SonaliBank Scholarship Application Process
ঠিকানাঃ
এই ছকে বর্তমান ঠিকানা, এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হলে অবশ্যই আলাদা আলাদা ইউজ করতে হবে। না হয় দুইটা একই থাকবে।
শিক্ষা সম্পর্কিত তথ্যঃ
এসএসসি পাশকৃতদের শুধুমাত্র এসএসসি এর ঘরেই গ্রুপ, পাশের সাল ২০২২ , বোর্ড এবং রেজাল্ট এর ঘরে জিপিএ উল্লেখ করতে হবে।
আর এইচএসসি পাশকৃতদের জন্য একইভাবে এসএসসি এবং এইচএসসি এর দুইটা ঘর ই ফিলাপ করতে হবে।
SonaliBank Scholarship Application Process
ইন্সটিটিউট এবং অভিভাবকের তথ্যঃ
এই ঘরে বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান এর নাম এবং নামের শেষ কমা দিয়ে জেলা শহর এর নাম লিখতে হবে৷ ক্লাস/ডিপার্টমেন্ট এর জায়গা এসএসসি পাশকৃতরা একাডেমিক বর্ষ আর রোল লিখবে। এইচএসসি পাশকৃতরা প্রথমে একাডেমিক বর্ষ, তারপর কমা দিয়ে ডিপার্টমেন্ট এর নাম, কমা রোল নম্বর লিখবে।
সর্বশেষ দুই ঘরে অবিভাবকের পেশা এবং তার মাসিক ইনকাম উল্লেখ করবেন। ইনকাম সংখ্যা অবশ্যই গানিতিক সংখ্যায় উল্লেখ করতে হবে৷
এটাচমেন্টঃ
এই দুইটা বক্সে আবেদনকারীর ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ হবে সর্বোচ্চ ৫০ কিলোবাইট। ছবির রেজুলেশন হবে—
আবেদনকারীর ছবিঃ ৩০০×৩০০ পিক্সেল
❞ স্বাক্ষরঃ ৩০০×৮০ পিক্সেল
সর্বশেষ যাবতীয় ইনফরমেশন একবার চেক করে কোনোরকমের ভুল না থাকলে সাবমিট ডাটা অপশনে ক্লিক করতে হবে।
কিভাবে নিজেই আবেদন করবেন A to Z বিস্তারিত দেখুন
SonaliBank Scholarship Application Process
উল্লেখ্য আবেদন করার পর মোবাইল ফোনে কোনো মেসেজ আসবে না। তবে চাইলে আবেদনের এক কপি ডাউনলোড করে রাখা যাবে। বা সেটা পরবর্তীতে সংগ্রহ করা যাবে।
এক্ষেত্রে আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে, সেইটা দিয়েই আবেদনের কপি ডাউনলোড দিতে হবে।
আরো পড়ুনঃ
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
How can I get scholarship oh ssc 2020
From sonali bank
nice