ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য বিনামূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিবে মার্কিন দূতাবাস। USA Free Online Courses
কোর্সে অংশগ্রহণ করতে নিবন্ধন করতে হবে আগ্রহীদের। আগামী বছরের ১৯ মার্চ পর্যন্ত এই কোর্সে নিবন্ধন করা যাবে। নিবন্ধন শেষে কোর্সে অংশগ্রহণ করা যাবে। ২৯ মার্চের মধ্যে শেষ হবে এই অনলাইন কোর্স।
কোর্স শেষে অংশগ্রহণকারীরা মিডিয়া বার্তা বিশ্লেষণ করতে এবং সামাজিক মাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক প্রেক্ষিতগুলো মূল্যায়ন করতে পারবেন। বিদ্যমান বিপণন কৌশলগুলো চিহ্নিত করার পাশাপাশি মিডিয়ার পক্ষপাত অবস্থা বুঝতে পারবেন এবং গণমাধ্যমে বৈচিত্র্যের উপস্থাপনাসংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণ করতে পারবেন।
কোর্সটিতে নিবন্ধনের জন্য https://www.canvas.net/browse/fhi/courses/english-for-media-literacy ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
আপনি কি আপনার ইংরেজি ভাষার দক্ষতা এবং গণমাধ্যম সম্পর্কে জ্ঞান বাড়াতে আগ্রহী?
যুক্তরাষ্ট্রের U.S. Department of State’র সৌজন্যে বিনামূল্যে অনলাইন কোর্সে আবেদন করুন।
এক বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, নিবন্ধনের পর কোর্সে অংশ নিতে দিন বা রাত যে কোনো সময় লগইন করতে পারবেন অংশগ্রহণকারীরা। কোর্সের সবগুলো পাঠ অবশ্যই ২৯ মার্চের মধ্যে শেষ করতে হবে।
৭০ শতাংশ বা তার বেশি স্কোর নিয়ে নির্ধারিত কার্যক্রম সম্পন্নকারীরা একটি ডিজিটাল ব্যাজ ও সনদ পাবেন। ‘সংবাদমাধ্যম সম্পর্কে জ্ঞান বাড়াতে ইংরেজি’ শীর্ষক এই কোর্সটি যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের মধ্যে ভাষার দক্ষতা এবং সংবাদমাধ্যম বিষয়ে জ্ঞান বাড়াতে আগ্রহীদের জন্য প্রণয়ন করা হয়েছে। কোর্সে অংশগ্রহণকারীরা অনুসন্ধান করে দেখবেন কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের পরিবর্তন এসেছে।
১৯ মার্চ ২০২১ তারিখের মধ্যে নিবন্ধন করে ২৯ মার্চ ২০২১-এর মধ্যে কোর্সের পাঠ সম্পন্ন করুন।
আবেদন করুন ➡ http://ow.ly/iypI50CyVla
বিস্তারিত ➡ https://bd.usembassy.gov/bn/24544-bn/
অনলাইন প্রফেশনাল ইংলিশ নেটওয়ার্ক (OPEN) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের একটি উদ্যোগ। এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী শিক্ষকদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়ন এবং আমেরিকান ও অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক বোঝাপড়া গড়ে তোলা।
কোর্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন: https://www.openenglishprograms.org/MOOC
সকল প্রকার শিক্ষা সংক্রান্ত খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group
USA Free Online Courses