এইচএসসি ৫ম সপ্তাহ জীববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান বিস্তারিত আলোচনা করা হলো। এইচএসসি ২০২১ পঞ্চম সপ্তাহের অনান্য সকল বিষয় অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন এখানে
HSC 2022 পরীক্ষার্থীদের জন্য ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন এখানে
এইচএসসি ৫ম সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে ৫ম সপ্তাহের জন্য গুচ্ছ-২ এর জীববিজ্ঞান,
উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন,
আরবি, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন ও গুচ্ছ-৩ এর রসায়ন/অর্থনীতি/পৌরনীতি ও শাসন/যুক্তিবিদ্যা/হিসাববিজ্ঞান/
খাদ্য ও পুষ্টি/উচ্চাঙ্গ সংগীত বিষয়ের ১৬টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। নিচে জীববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান দেওয়া হলোঃ
৫ম সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান এইচএসসি ২০২১
জীববিজ্ঞান ১ম পত্র সমাধান
অ্যাসাইনমেন্ট : হাতে কলমে আবৃতবীজী উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি) :
১. অ্যাসাইনমেন্টের কাঠামাে ও পুষ্প সংকেতের চিহ্নসমূহ পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে। সেটি আগে লক্ষ করতে হবে।
২. একটি টেড়শ নিয়ে ধারালাে চাকু বা ছুরির সাহায্যে এর মাঝ বরাবর কেটে নিতে হবে। কাটা অংশে কাপড়ের রং, নেইলপলিশ,
কলম বা সাইনপেন, জলরং বা পােস্টার কালার কিংবা অন্য কোনাে সহজলভ্য রং লাগিয়ে অ্যাসাইনমেন্টের পৃষ্ঠায় এর একটি বা
দুইটি ছাপ দিয়ে নিম্নলিখিত বিষয় গুলাে ছক-১ এ উপস্থাপন করতে হবে।
ছাপটি শনাক্তকরণ (উদ্ভিদ অঙ্গসংস্থানিক ভাষায় ছাপের আকৃতিটিকে কী নামে ডাকা হয়?)
ছাপটির বিভিন্ন অংশের নাম লেবেলিং
শনাক্তকরণের যৌক্তিক ব্যাখ্যা (৩০-৫০ শব্দে)
৩. Malvaceae কিংবা Poaceae গােত্রের যেকোনাে একটি ফুল নিতে হবে। (যদি না পাওয়া যায় তাহলে অন্য যেকোনাে একটি ফুল নেওয়া যাবে।)
৪. ফুলটির উপবৃতি (যদি থাকে), বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবকের সংখ্যা গণনা, এবং স্তবকসমূহের সংযুক্তি ও গর্ভাশয়ের
অবস্থান, লিঙ্গ এবং অমরাবিন্যাস নির্ণয় করতে হবে। প্রাপ্ত উপাত্তগুলাে ছক-২ এর নির্ধারিত ঘরসমূহে পূরণ করতে হবে। সেই
অনুযায়ী নির্ধারিত ঘরে ফুলটির পুষ্প সংকেত লিখতে হবে;
৫. সাবধানতা: ধারালাে বস্তু ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে; প্রয়ােজনে পরিবারের বয়ােজ্যেষ্ঠ কারাে তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করতে হবে;
এইচএসসি পরীক্ষা ২০২১ ৫ম সপ্তাহের জীববিজ্ঞান ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান
হাতে কলমে আবৃতবীজী উদ্ভিদের কতিপয় বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা গ্রহণ
ছাপটির শনাক্তকারী বৈশিষ্ট্যঃ
১.এটির উপর অংশ সবুজ।
২.পুরো ভেতরে অর্থাৎ অন্তর্কাপে সাদা বীচের উপস্থিতি রয়েছে।
৩.মেসোকার্প অংশটি সাদা ও উপর থেকে নিচে বিস্তৃত।
৪.নিচে সেপ্টামের অবস্থান রয়েছে।
৫.বাইরের অংশ লম্বাকৃতি।
৬.এটির কচি অংশ মিউসিলেজপূর্ন।
উপরিউক্ত বৈশিষ্ট্য হতে বলা যায়, এটি ঢেঁড়স বা Abelmoscus esulentus.
এটি যে গোত্রের অন্তর্ভুক্ত তা হলো Malvaceae. নিচে এই গোত্রের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলোঃ
১.উদ্ভিদের কচি অংশে রোম ও মিউসিলেজপূর্ণ (পিচ্ছিল) রস বিদ্যমান থাকে।
২.পাতা সরল,
৩.পাতা একান্তর, মুক্ত-পার্শ্বীয় উপপত্রযুক্ত হয়।
৪.পুষ্প সাধারণত উপবৃত্তিযুক্ত
৫. পাপড়িগুলো কুঞ্চিত ও মিউসিলেজপূর্ণ রসযুক্ত।
৬.পরাগধানী একপ্রকোষ্ঠী হয়
৭.পরাগধানী বৃক্কাকার হয়।
৮.পুংকেশর বহু
৯. একগুচ্ছ ও দললগ্ন
১০. পুংকেশরীয় নালিকা গর্ভদন্ডের চারিদিকে বেষ্টিত থাকে।
১১.পরাগরেণু বৃহৎ ও কন্টকিত হয়।
Malvaceae গোত্রের আমরা জবা ফুল নিয়েছিলাম এবং এটির মধ্যে নিম্নের বৈশিষ্ট্য দেখা যায়ঃ
নমুনাঃ জবা(Hibiscus rosa-sinensis)
উপবৃতিঃ উপবৃত্যাংশ ৫টি
বৃতিঃ বৃত্যাংশ ৫ টি, আঠালো পিচ্ছিল প্রান্ত
উপবৃতির বিন্যাসঃ ভালভেট
বৃতির বিন্যাসঃ ভালভেট
পুংস্তবকের সংখ্যাঃ পুংকেশর অসংখ্য পুংদণ্ড নল সৃষ্টি করে।
স্ত্রীস্তবকের সংখ্যাঃ গর্ভপত্র ৫টি, গর্ভাশয় ৫ প্রকষ্ঠ বিশিষ্ট, গর্ভদণ্ড ১টি, গর্ভমুণ্ড ৫টি।
দলমন্ডলঃ ৫টি
স্তবকের সংযুক্তিঃ পুংদণ্ড গর্ভদণ্ডকে বেষ্টন করে, উপবৃতি অসংযুক্ত, বৃতি সংযুক্ত।
পুষ্পপত্রবিন্যাসঃ পাকানো বা twisted
অমরাবিন্যাসঃ অক্ষীয়।
HSC 2021 5th Week Biology Assignment Solution
জবা বা Hibiscus rosa-sinensis এর পুষ্প সংকেত :
ব্যাখ্যাঃ
মন্ত্ররিপত্র ও উপমন্ত্ররিপত্র নেই।
ফুল বহিপ্রতিসম ও উভলিঙ্গ।
৫টি উপবৃতি,৫টি বৃত্যাংশ
পাপড়ি ৫টি মুক্ত,
পুংকেশর অসংখ্য,
গর্ভপত্র ৫টি সংযুক্ত,
গর্ভাশয় অধিগর্ভ।
এসএসসি & এইচএসসি ২০২১ ও ২০২২ সকল সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান দেখুন
HSC 2021 অ্যাসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার বছর | সপ্তাহের নাম | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ১ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ২য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ৫ম সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
এইচএসসি ৫ম সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
এসএসসি-এইচএসসি পরীক্ষাথীদের ব্যবহারিক খাতা জমার নতুন নির্দেশনা
চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা বোর্ড।
বোর্ড বলছে, এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যে কোন দুইটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
আর এইচএসসি পরীক্ষার্থীদেরও তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের
দুইটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে।
মঙ্গলবার (১৭ আগস্ট) এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা নিয়ে এ নতুন নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বোর্ড বলছে, করোনা অতিমারির কারণে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচী পুনর্বিন্যাস করা হয়েছে।
HSC BIOLOGY 1ST PAPER ASSIGNMENT SOLUTION
যে সব বিষয়ে ব্যাবহারিক আছে সে সব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কি কি ব্যাবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের
শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যাবহারিকের খাতা (নোট বুঝ) জমা নেওয়া প্রয়োজন।
ব্যবহারিক খাতা জমার হিসেব দিয়ে বোর্ড আরও বলছে, এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রত্যেক বিষয়ের
সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যাবহারিকের যে কোন দুইটি ব্যাবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দেবে।
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
এইচএসসি ২০২১ জীববিজ্ঞান ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, এইচএসসি ২০২১ জীববিজ্ঞান ৫ম সপ্তাহেরব অ্যাসাইনমেন্ট সমাধান, এইচএসসি জীববিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান, এইচএসসি ২০২১ জীববিজ্ঞান ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, এইচএসসি ২০২১ জীববিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর,
এইচএসসি ২০২১ জীববিজ্ঞান ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর, এইচএসসি ২০২১ জীববিজ্ঞান ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সলুশন, এইচএসসি জীববিজ্ঞান ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন, এইচএসসি ৫ম সপ্তাহ জীববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান, জীববিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান, জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান, জীববিজ্ঞান,
Biology Assignment Solution 2021, HSC 2021 5th week Bilology Assignment Solution , HSC 2021 5 Week Biology 1st paper Assignment Solution, HSC 5th Week Biology Assignment Solution, HSC 5th Week Biology Assignment Answer, HSC Biology Assignment Answer 2021, HSC 2021 Biology Assignment Solution pdf, Biology 1st paper Assignment Solution HSC 2021, Biology 5th Week Assignment Answer, Biology Assignment Solution
Nice
Thank you💓