এসএসসি ৮ম সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
৮ম সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২১, ৮ম সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২১, হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ৮ম সপ্তাহ, হিসাববিজ্ঞান ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২১, হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান এসএসসি ২০২১,
এসএসসি হিসাববিজ্ঞান ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান
স্তর: এসএসসি পরীক্ষা ২০২১; বিভাগ: ব্যবসায় শিক্ষা; বিষয়: হিসাব বিজ্ঞান; বিষয় কোড: ১৪৬; মোট নম্বর: ১৬; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-সপ্তম; খতিয়ান।
অ্যাসাইনমেন্ট: ব্যবসায় প্রতিষ্ঠানের পাকা বই হিসেবে খতিয়ান সহায়ক তথ্য রুবাইয়্যাত ট্রেডার্সের এর ২০২০ সালের মে মাসের কতিপয় লেনদেন নিম্নরুপ:-
মে ৫ ধারে পণ্য ক্রয় ৪৫,০০০ টাকা।
২) মে ৮ পণ্য বিক্রয় ৫০,০০০ টাকা, যার ৬০% চেকে এবং ৪০% নগদে।
৩) মে ১৩ ব্যবসায়ের জন্য চেক দ্বারা আলমারি ক্রয় ২৫,০০০ টাকা।
৪) মে ১৫ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ৫,২০০ টাকা।
৫) মে ১৮ দেনাদার থেকে প্রাপ্তি ৪,০০০ টাকা।
৬) মে ৩০ পাওনাদারকে পরিশােধ ৮,৫০০ টাকা।
শিখনফল/বিষয়বস্তু:
১. পাকা বই হিসেবে খতিয়ানের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
২. “T ছকে” ও চলমান জের ছকে হিসাব প্রস্তুত করে হিসাবের জের নির্ণয় করতে পারবে।
৩. বিভিন্ন ধরনের খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. খতিয়ানের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করা।
খ. খতিয়ান প্রস্তুত করে উদ্বৃত্ত্ব/জের নির্ণয় করা।
গ. খতিয়ানের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই করা।
এসএসসি ৮ম সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
ক নং প্রশ্নের উত্তর এসএসসি হিসাববিজ্ঞান ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট
Ledger শব্দটির বাংলা পরিভাষা হল খতিয়ান। Ledger শব্দটি Ledge শব্দ থেকে উৎপত্তি
হয়েছে। Ledge শব্দরি অর্থ শেলফ বা তাক । তাক্ বা শেল্ফে যেমন গৃহস্থালীর প্রয়ােজনীয়
জিনিসপত্রাদি সাজিয়ে রাখা হয়, তেমনি খতিয়ানে একটি প্রতিষ্ঠানের লেনদেনগুলাে পৃথক পৃথক
শিরােনামে বা হিসাবে লিপিবদ্ধ করে স্থায়ীভাবে সাজিয়ে রাখা হয়। একাধিক হিসাবগুলার সমষ্টিগত
নাম হলাে খতিয়ান। এই খতিয়ান হল হিসাবের পাকা বই। ঘটনা থেকে লেনদেনগুলা চিহ্নিত করে
প্রথমে জাবেদাভুক্ত করা হয়, তারপর হিসাব শিরােনাম অনুযায়ী একই জাতীয় হিসাবগুলাে একটি পৃষ্ঠায়
জড় করে হিসাব প্রস্তুত করা হয়-এ হিসাবগুলাে ধারাবাহিকভাবে যে বইতে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়
তাকে খতিয়ান বলে। এই জন্য খতিয়ানকে একটি পূর্ণাঙ্গ হিসাবের বই বলা হয়।
খতিয়ানের বৈশিষ্ট্য ঃ
খতিয়ানের ধারণা পর্যালােচনা করলে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলাে পরিলক্ষিত হয় ও
১. শিরােনাম ও খতিয়ানে প্রতিটি হিসাবখাতের জন্য পৃথক পৃথক হিসাব শিরােনাম দেয়া হয়।
২. নির্দিষ্ট ছক ও খতিয়ানের প্রতিটি হিসাবখাতের জন্য নির্দিষ্ট ছক বা কাঠামাে থাকে । সনাতন বা
প্রচলিত নিয়মে একটি ছককে “T” বলে এবং আধুনিক নিয়মে খতিয়ানের ছককে চলমান জের ছক বলা
হয়।
৩. তারিখ ঃ খতিয়ানে তারিখের ঘর থাকে। তারিখের ক্রমানুসারে লেনদেনসমূহ খতিয়ানে লিপিবদ্ধ
করা হয়।
৪. ডেবিট ও ক্রেডিট ও “T” ছক অনুসারে প্রতিটি খতিয়ানে দুটি দিক থাকে। বামপাশে হচ্ছে
ডেবিট দিক এবং ডানপাশে হচ্ছে ক্রডিট দিক। অন্যদিকে চলমান জের ছকে একই সাথে ডেবিট ও
ক্রেডিট দুটি আলাদা ঘর থাকে।
৫. জাবেদা পৃষ্ঠা ও খতিয়ানে জাবেদা পৃষ্ঠা লেখার জন্য আলাদা ঘর থাক। উক্ত ঘর জাবেদা বইয়ের
যে পৃষ্ঠা থেকে লেনদেন খতিয়ানে স্থানান্তরিত হয়েছে এ পৃষ্ঠা নম্বর লিখতে হয়।
৬. টাকার পরিমাণ লিপিবদ্ধকরণ ও খতিয়ানে ডেবিট ও ক্রেডিট টাকার ঘর থাকে। উক্ত টাকার
ঘরগুলােতে লেনদেনের টাকার পরিমাণ লেখা হয়।
৭. জের নির্ণয় ও নির্দিষ্ট সময় শেষে প্রতিটি খতিয়ানের ডেবিট ও ক্রেডিটের পার্থক্য বের করে জের
বা উদ্বৃত্ত নির্ণয় করতে হয়।
খতিয়ানের গুরুত্ব
নিচে খতিয়ানের গুরুত্ব আলােচনা করা হলো
১. তথ্যের স্থায়ী ভান্ডার ও লেনদেনের স্থায়ী ভান্ডার খতিয়ান। লেনদেন সংক্রান্ত যেকোনাে তথ্য
খতিয়ান থেকে পাওয়া যায়।
২. গাণিতিক শুদ্ধতা যাচাই ও লেননেসমূহ লিপিবদ্ধকরণের সময় ভুল হতে পারে। টাকার অঙ্কে কম
বেশি হতে পারে। খতিয়ানের মাধ্যমে ভুল-ক্রুটি সহজেই বের করা যায়, ফলে হিসাবের গাণিতিক
শুদ্ধতা যাচাই করা যায়।
৩. দেনা-পাওনার পরিমাণ ও খতিয়ানের মাধ্যমে প্রতিটি হিসাব আলাদাভাবে সংরক্ষণ করা হয় বলে
ব্যবসায়ের মােট দেনা-পাওনার পরিমাণ সহজেই জানা যায়।
৪. লাভ-ক্ষতি নির্ণয় ঃ খতিয়ান থেকে প্রতিটি খাতের আয়-ব্যয়ের পরিমাণ জানা যায়। ফলে
ব্যবসায়ী নির্দিষ্ট সময় শেষে লাভ-ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারে।
৫. আর্থিক বিবরণী প্রস্তুত ও খতিয়ান সংরক্ষণ করলে নির্দিষ্ট সময় শেষে আর্থিক অবস্থার বিবরণী
প্রস্তুত সহজ হয়।
উপরােক্ত আলােচনা থেকে বলা যায়, ব্যবসায়ের নির্ভরযােগ্য ও সঠিক তথ্য জানার জন্য খতিয়ানের
গুরুত্ব অপরিসীম
এসএসসি ২০২১ এসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার নাম | সপ্তাহ নাম্বার | এসাইনমেন্ট উত্তর |
এসএসসি ২০২১ | ১ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ২য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৫ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৬ষ্ঠ সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৭ম সপ্তাহ | উত্তর দেখুন |
এইচএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার বছর | সপ্তাহের নাম | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ১ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ২য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৫ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৬ষ্ঠ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
আরো পড়ুন,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান, এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান,
এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহ হিসাববিজ্ঞান
অ্যাসাইনমেন্ট উত্তর, এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সলুশন, এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান, এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান,এসএসসি ২০২১ অষ্টম সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর, এসএসসি অষ্টম সপ্তাহ হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান, এসএসসি অষ্টম সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান, এসএসসি অষ্টম সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর, এসএসসি হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট, এসএসসি অষ্টম সপ্তাহের হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান পিডিএফ, এসএসসি হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১-২০২২, এসএসসি হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্ন, এসএসসি ২০২১ ৮ম সপ্তাহ হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান, হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এসএসসি ২০২১, হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এসএসসি ২০২২, হিসাব বিজ্ঞান ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান, হিসাব বিজ্ঞান ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান,
SSC -2021 8th Week Accounting Assignment solution, SSC -2021 8th week Accounting assignment Answer, SSC 8th week assignment solution Accounting, SSC -2021 8 week Accounting Assignment Solution, SSC Accounting 8th Week assignment solution, ssc 8th week accounting assignment solution, ssc 6th week assignment solution 2021, accounting assignment answer, 8th week assignment solution accounting, 2021 ssc 8th week assignment solution, Accounting 8th Week Assignment Solution, SSC 6th Week Assignment Pdf,
It is very helping
thank you
Apnaka many many thanks
Apnakeo dhonnobad