এসএসসি ২০২১ সালের পরীক্ষার্থীদের জন্য সংশোধিত জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তম সপ্তাহে বিভিন্ন বিভাগের জন্য মোট ছয়টি বিষয়ের উপর এসাইনমেন্ট দেওয়া হয়েছে। প্রদানকৃত বিষয়গুলোর এসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান পেতে ক্লিক করুন এখানে
এসএসসি ২০২১ সংশোধিত জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান, এসএসসি ২০২১ সংশোধিত জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর,
জীববিজ্ঞান ৭ম সপ্তাহ সংশোধিত অ্যাসাইনমেন্ট প্রশ্ন
সংশোধিত জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর
অ্যাসাইনমেন্ট: হাতে কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের ২৩৩-২৩৯ পৃষ্ঠা পাঠ করতে হবে;
২. আশেপাশে সহজলভ্য এমন কোনাে এক প্রজাতির
ফুলের এক বা একাধিক নমুনা সংগ্রহ করতে হবে;
৩. ফুলটি ব্যবচ্ছেদ করতে হবে; এজন্য ব্লেড বা কাঁচির
প্রয়ােজন হবে; দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল বা রুলার প্রয়ােজন হবে;
Biology Assignment Solution 7th Week SSC 2021
জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট
সতর্কতা: ধারালাে যন্ত্র নিয়ে কাজ করার সময় খুব
সাবধান থাকতে হবে যাতে নিজের ক্ষতি না হয়।
পরিবারের বয়ােজ্যেষ্ঠ কারাে তত্ত্বাবধানে কাজটি করতে হবে;
৪. জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের ২৩৫ পৃষ্ঠার চিত্রের মতাে
করে শিক্ষার্থী তার সংগৃহীত ফুলের একটি চিত্র অঙ্কন
করবে সেখানে সবগুলাে স্তবক লেবেল করতে হবে;
পাশাপাশি একটি স্কেল বা দৈর্ঘ্য মাপক আঁকতে হবে
যেটির সাপেক্ষে আঁকা ফুলের বিভিন্ন অংশের প্রকৃত মাপ কত সেটি নির্ণয় করা সম্ভব;
(উদাহরণ হিসেবে পরবর্তী পৃষ্ঠায় অ্যাসাইনমেন্টের ছক দ্রষ্টব্য);
জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান
৫. অ্যাসাইনমেন্টের ছক অনুসারে ফুলের ৬ টি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে
৬. ফুলের উল্লিখিত বৈশিষ্ট্যাবলীর ভিত্তিতে সেটির
পরাগায়ন কীভাবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তা
অ্যাসাইনমেন্টের ছকের নির্ধারিত ঘরে উল্লেখ করতে হবে;
৭. পরাগায়নের মাধ্যম হিসেবে যেটি উল্লেখ করা হবে
সেটির যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে; (শব্দসীমা ৭০-১০০);
Biology Assignment Solution SSC-2021
হাতে কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ
নিচে জবা ফুলের বিভিন্ন অংশ চিত্র সহ দেখানো হলোঃ
ফুলের বিভিন্ন অংশ
(a) পুষ্পাক্ষ (Thalmus) : পুষ্পাক্ষ সাধারণত
গোলাকার এবং ফুলের বৃন্ডশীর্ষে অবস্থান করে।
এর উপর বাকি চারটি স্তবক পরপর সাজানো থাকে।
(b) বৃতি (Calyx): ফুলের বাইরের স্তবককে বৃতি বলে।
বৃতি খণ্ডিত না হলে সেটি যুক্তবৃত্তি, কিন্তু যখন এটি সম্পূর্ণরূপে খণ্ডিত হয়,
তখন তাকে বিযুক্তবৃতি বলে। এর প্রতিটি খণ্ডকে বৃত্যাংশ বলে।
সবুজ বৃতি খাদ্য প্রস্তুত কাজে অংশ নেয়। এদের প্রধান
কাজ ফুলের ভিতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি এবং
পোকার আক্রমণ থেকে রক্ষা করা। তবে যখন বৃতি রং-বেরঙের হয়, তখন তারা পরাগায়নে সাহায্য করে।
অর্থাৎ পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এমন পোকামাকড়, পশু, পাখি ইত্যাদিকে আকর্ষণ করে।
(c) দলমণ্ডল (Corolla): এটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। প্রতিটি খণ্ডকে দল বা পাপড়ি বলে।
পাপড়িগুলি যুক্ত থাকলে যুক্তদল এবং আলাদা থাকলে বিযুক্তদল বলা হয়। পাপড়ি সাধারণত রঙিন হয়।
(d) পুংস্তবকঃক (Androecium): এটি ফুলের তৃতীয় স্তবক এবং একটি অত্যাবশ্যকীয় অংশ। এই ম্ভবকের
প্রতিটি অংশকে পুংকেশর (stamen) বলে। একটি
পুংস্তবকে এক বা একাধিক পুংকেশর থাকতে পারে। প্রতিটি পুংকেশরের দুইটি অংশ যথা-
পুংদণ্ড বা পরাগদণ্ড (filarment) এবং
পরাগধানী বা পরাগথলি (anther)।
পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে।
এসএসসি জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর
পরাগধানী এবং পুংদন্ড সংযোগকারী অংশকে যোজনী বলে। পরাগধানীর মধ্যে মধ্যে পরাগ উৎপন্ন হয়।
হাতে কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ
এই পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালি (Pollen tube) গঠন করে। এই পরাগ নালিকায় পুংজননকোষ (Male
gamete) উৎপন্ন হয়। পুংজননকোষ সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। কখনো পুংস্তবকের
পুংদণ্ডগুলো পরস্পরের সাথে সংযুক্ত হতে পারে। আবার পরাপথলিগুলোও কখনো পরস্পরের সাথে যুক্ত থাকে।
পরাগদণ্ড এক গুচ্ছে থাকলে তাকে একগুচ্ছ (Monadelphous), (যেমন: জবা),
দুই গুচ্ছে থাকলে দ্বিগুচ্ছ (Dladelphous), (যেমন: মটর) এবং
বহুগুচ্ছে থাকলে তাকে বহুগুচ্ছ (Polyadelphous) পুস্তক বলা হয়, (যেমন: শিমুল)।
যখন পরাগধানী একপুচ্ছে থাকে, তখন তাকে যুক্তধানী বা সিনজেনেসিয়াস (Syngenesious),
মুক্ত অবস্থায় এবং পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তাকে মসলগ্ন (Epipetalous) পুস্তক বলে (যেমন: ধুতুরা)।
(e) স্ত্রীস্তবক(Gynoectum): খ্ৰীৰক বা পর্ভকেশরের অবস্থান ফুলটির কেন্দ্রে।
এটি ফুলের আর একটি অত্যাবশ্যকীয় স্তবক। স্ত্রীস্তবক
এক বা একাধিক গর্ভপত্র (Carpel) নিয়ে গঠিত হতে পারে। একটি গর্ভপত্রের তিনটি অংশ, যথা:
গর্ভাশয় (Ovary),
গর্ভপন্ড (Style) এবং
পর্ভমুণ্ড (Sigma)।
যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটি গ্রীস্তবক গঠিত
হয় এবং এরা সম্পূর্ণভাবে পরস্পরের সাথে যুক্ত থাকে, তখন তাকে যুক্তগর্ভপত্রী (Syncurpous), আর
আলাদা থাকলে বিযুক্তপর্ভপত্রী (Polycarpous) বলে। গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ
নিয়মে সজ্জিত থাকে। এসব ডিম্বকের মধ্যে
গ্রীপ্রজননকোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। এই ডিম্বাণুই পুংস্তবকের মতো সরাসরি জননকাজে অংশগ্রহণ করে।
চিত্রটি হতে ফুলের পাচটি অংশ আলাদা করে সেন্টিমিটার এককে নির্ণয় করা হলোঃ
১. স্ত্রীস্তবকঃ
মোট দৈর্ঘ্য -3.0cm
গড় প্রস্থ-0.4cm
২.পুংকেশরঃ
দৈর্ঘ্য -2.5cm
প্রস্থ-0.3cm
৩.পাপড়িঃ
দৈর্ঘ্য -4.4cm
প্রস্থ-1.8cm
৪.পুষ্পাক্ষঃ
দৈর্ঘ্যঃ0.8cm
প্রস্থঃ0.4cm
৫.বৃতি
দৈর্ঘ্যঃ1.9cm
প্রস্থঃ0.5সে.মি.
এসএসসি জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২১ এসএসসি সপ্তম সপ্তাহ জীববিজ্ঞান এসাইনমেন্ট উত্তর,
জবা ফুলের বৈশিষ্ট্যঃ
১.এটি একটি সম্পূর্ণ ফুল। এখানে ফুলের পাচটি অংশ বিদ্যমান।
২.একে আদর্শ ফুল বলা হয় কারণ পুংস্তবক ও স্ত্রীস্তবক বিদ্যমান।
৩.স্ত্রীস্তবক ফুলটির কেন্দ্রে।
৪.গর্ভাশয়ের ভিতর একাধিক ডিম্বক রয়েছে।
৫.ফুলটির বৃতি গুলো যুক্ত থাকে।
৬.ফুলটির পরাগায়ন ঘটে পতঙ্গ দ্বারা।
ফুলের বৈশিষ্ট্য ভিত্তিতে যেভাবে পরাগায়নের সম্ভাবনা বেশি তা নিচে উল্লেখ করা হলোঃ
এটির মূলত পর-পরাগায়ন ঘটে।
পর-পরাগায়নঃ
পরাগ স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না
কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে মাধ্যম পরাপ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায়, তাকে পরাগায়নের
মাধ্যম বলে। বায়ু, পানি, কীট-পতঙ্গ, পাখি, বাদুড়, শামুক এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসেবে কাজ
করে থাকে। মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা প্রাণী ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এ সময়ে ঐ
স্কুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ
পরবর্তী ফুলের পর্ভমুণ্ডে লেগে যায়। এভাবে পরাগায়ন ঘটে।
পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের পঠনে কিছু পরিবর্তন লক্ষ করা যায়।
জবার পরাগায়নঃ
পতঙ্গ পরাগী ফুল বড়, রঙিন ও মধুপ্রন্থিযুক্ত এবং
পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো ও সুগন্ধযুক্ত হয়। এই পদ্ধতিতে এই ফুলের পরাগায়নের সম্ভাবনা বেশি।
আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত এসএসসি এবং এইচএসসি-র এসাইনমেন্ট সমাধান দেওয়া হচ্ছে। পরবর্তীতে সবার আগে সমাধান পেতে ওয়েবসাইট এড্রেসটি সেভ করে রাখুন।
এসএসসি ২০২১ এসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার নাম | সপ্তাহ নাম্বার | এসাইনমেন্ট উত্তর |
এসএসসি ২০২১ | ১ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ২য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৫ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৬ষ্ঠ সপ্তাহ | উত্তর দেখুন |
biology assignment solution
2021 SSC Exam Assignment, 2021 SSC Exam Assignment Answer, 2021 SSC Exam Assignment Answer Accounting Science, 2021 SSC Exam Assignment Answer Biology, 2021 SSC Exam Assignment Geography and Environment, 2021 SSC Exam Assignment History, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট ১ম সপ্তাহ, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার এসাইনমেন্ট pdf, ২০২১ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট, ২০২১ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট উত্তর, ২০২১ সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট, ২০২১ সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট ইতিহাস, ২০২১ সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট উত্তর, ২০২১ সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট উত্তর জীববিজ্ঞান, ২০২১ সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট উত্তর পদার্থ বিজ্ঞান, ২০২১ সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট উত্তর রসায়ন, ২০২১ সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট উত্তর হিসাব বিজ্ঞান, ২০২১ সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট ভূগােল ও পরিবেশ, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সমাধান, ২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট ইংরেজি উত্তর, ২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট উত্তর, ২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট বাংলা উত্তর, ২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট বাংলা সমাধান,
এসএসসি ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, এসএসসি ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর, এসএসসি সপ্তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর, এসএসসি ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সলুশন, এসএসসি সপ্তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট জীববিজ্ঞান,
শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
- অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করতে নির্ধারিত শিক্ষাবর্ষের জন্য এনসিটিবি অনুমোদিত পাঠ্যপুস্তকগুলি ব্যবহার করতে হবে।
- এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্ব সৃজনশীলতা যাচাই করা হবে। সুতরাং আপনি গাইড বা অন্য কারও লেখা দেখার পরে যদি অ্যাসাইনমেন্টটি জমা দেন তবে তা বাতিল হয়ে যাবে।
- আপনার নিজের অ্যাসাইনমেন্টটি অবশ্যই আপনাকেই লিখতে হবে।
- অ্যাসাইনমেন্টটি লেখার সময় সাদা কাগজ ব্যবহার করতে হবে।
- অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায়, অ্যাসাইনমেন্টের নাম, আইডি, বিষয় এবং শিরোনাম পরিষ্কারভাবে লিখতে হবে।
এসএসসি ২০২১ জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, এসএসসি ২০২১ জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান,
এসএসসি ২০২১ জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান,এসএসসি ২০২১ জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান,এসএসসি ২০২১ জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, এসএসসি ২০২১ জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান,জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান, জীববিজ্ঞান ৭ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান,
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group