বাংলাদেশের সকল ব্যাংক শিক্ষাবৃত্তি (BD All Scholarship News) । পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে এসএসসি ও এইচএসসি পাশে গরিব মেধাবী এবং আর্থিক ভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের কে ; বাংলাদেশের কিছু স্বনামধন্য
ব্যাংক, সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতিবছর শিক্ষাৃবৃত্তি দিয়ে থাকে। শিক্ষাৃত্তিগুলো মাসিক/এক কালিন হয়ে থাকে যার মেয়াদকাল
২-৫ বছর। শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয় কিছু শর্ত সাপেক্ষে।
কিভাবে, আবেদন করলে বৃত্তি পাওয়া যাবে, বৃত্তি পেতে কি কি শর্ত পূরন করতে হবে বিস্তারিত পড়ুন
বাংলাদেশের সকল ব্যাংক শিক্ষাবৃত্তি (BD All Scholarship News)
আজ জেনে নেওয়া যাক কোন কোন ব্যাংক, সংস্থা এবং ব্যক্তি বৃত্তি দিয়ে থাকে :
BD All Scholarship News
(১) ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি
(২) ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৩) সিজেডএম(CZM)
(৪) শাহজালাল ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৫)প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি
(৬) এশিয়া ব্যাংক শিক্ষাবৃত্তি
(৭) সোনালি ব্যাংক বৃত্তি
(৮) ইমদাদ শিতারা খান শিক্ষাবৃত্তি
(৯) ব্যবিলন শিক্ষাবৃত্তি
(১০)এডুকেশন ফর অল(গুড্ডি ফাউন্ডেশন)
(১১) মানুষ মানুষের জন্য
(১২) পরিজন শিক্ষাবৃত্তি
(১৩) শ্রমিক কল্যাণ শিক্ষাবৃত্তি
(১৪) ইসলামি ফাইন্যান্স শিক্ষাবৃত্তি
(১৫) মার্কেন্টাইল ব্যাংক বৃত্তি
(১৬) প্রবাশি কল্যান শিক্ষাবৃত্তি
(১৭) সাউথইস্ট ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৮) ফাস্টসিকিউরিটি ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৯) এক্সিম ব্যাংক শিক্ষাবৃত্তি
(২০) ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি
(২১)IFIC ব্যাংক শিক্ষাবৃত্তি
(২২) প্রথম আলো শিক্ষাবৃত্তি
(২৩) ব্র্যাক মেধাবিকাশ শিক্ষাবৃত্তি( বর্তমানে বন্ধ)
(২৪) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
(২৫) গ্রামীন ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৬) ওয়ান ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৭) আল আরাফাহ ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
এসব বৃত্তি পেতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে এবং কিভাবে আবদেন করতে হয় পরবর্তী পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে। আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন।
সীমাবদ্ধতাঃ
এক প্রতিষ্ঠান/ব্যক্তির থেকে শিক্ষাবৃত্তি নিলে আরেক প্রতিষ্ঠান থেকে নেওয়া যাবে না। কেউ যদি একের অধিক প্রতিষ্ঠান থেকে বৃত্তি নেয় এবং সেই তথ্য গোপন করে তাহলে তার দুই প্রতিষ্ঠান এর বৃত্তি বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইন-আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।কাজেই সাবধান ভুলেও কেউ দুই প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহন করা যাবে না। এক প্রতিষ্ঠান এ বৃত্তি পাওয়া কালিন আরেক প্রতিষ্ঠান এ বৃত্তির জন্য মনোনীত হলে নিজ দায়িত্বে কর্তৃপক্ষ কে অবহিত করে একের অধিক বৃত্তি নেওয়া বন্ধ করতে হবে।
মাস্টার্স পর্যায়েও কোন কোন প্রতিষ্ঠান বৃত্তি প্রদান করে যেমনঃ ডাচ-বাংলা ব্যাংক (আরো প্রতিষ্ঠান থাকতে পারে)
আরো পড়ুন, List of District Council Scholarship জেলা পরিষদ শিক্ষাবৃত্তির তালিকা
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি বছর বিভিন্ন জেলা পরিষদ থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা হয়ে থাকে। List of District Council scholarship
সার্কুলারে উল্লেখিত সময়ের মধ্যে আবেদনপত্র পুরন-পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় জেলা পরিষদের কার্যালয় । বিভিন্ন জেলা পরিষদে শিক্ষাবৃত্তি আবেদন কিভাবে করতে হবে তার বিস্তারিত তথ্য Eduguideline এ পাবেন ।
বরিশাল বিভাগ
১. বরগুনা www.barguna.gov.bd
২. বরিশাল www.barisal.gov.bd
৩. ভোলা www.bhola.gov.bd
৪. ঝালকাঠী www.jhalakathi.gov.bd
৫. পটুয়াখালী www.patuakhali.gov.bd
৬. পিরোজপুর www.pirojpur.gov.ব্দ
চট্রগ্রাম বিভাগ
১. বান্দরবান www.bandarban.gov.bd
২. ব্রাক্ষ্মণবাড়িয়া www.brahmanbaria.gov.bd
৩. চাঁদপুর www.chandpur.gov.bd
৪. চট্রগ্রাম www.chittagong.gov.bd
৫. কুমিল্লা www.comilla.gov.bd
৬. কক্সবাজার www.coxsbazar.gov.bd
৭. ফেনী www.feni.gov.bd
৮. খাগড়াছড়ি www.khagrachhari.gov.bd
৯. লক্ষ্মীপুর www.lakshmipur.gov.bd
১০. নোয়াখালী www.noakhali.gov.bd
১১. রাঙ্গামাটি www.rangamati.gov.ব্দ
ঢাকা বিভাগ
১. ঢাকা www.dhaka.gov.bd
২. ফরিদপুর www.faridpur.gov.bd
৩. গাজীপুর www.gazipur.gov.bd
৪. গোপালগঞ্জ www.gopalganj.gov.bd
৫. কিশোরগঞ্জ www.kishoreganj.gov.bd
৬. মাদারীপুর www.madaripur.gov.bd
৭. মানিকগঞ্জ www.manikganj.gov.bd
৮. মুন্সীগঞ্জ www.munshiganj.gov.bd
৯. নারায়নগঞ্জ www.narayanganj.gov.bd
১০. নরসিংদী www.narsingdi.gov.bd
১১. রাজবাড়ী www.rajbari.gov.bd
১২. শরিয়তপুর www.shariatpur.gov.bd
১৩. টাঙ্গাইল www.tangail.gov.bd
খুলনা বিভাগ
১. বাগেরহাট www.bagerhat.gov.bd
২. চুয়াডাঙ্গা www.chuadanga.gov.bd
৩. যশোর www.jessore.gov.bd
৪. ঝিনাইদহ www.jhenaidah.gov.bd
৫. খুলনা www.khulna.gov.bd
৬. কুষ্টিয়া www.kushtia.gov.bd
৭. মাগুরা www.magura.gov.bd
৮. মেহেরপুর www.meherpur.gov.bd
৯. নড়াইল www.narail.gov.bd
১০. সাতক্ষীরা www.satkhira.gov.bd
বৃত্তির আরো খবরঃ
১. বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি’র সার্কুলার
২. ইয়েস বৃত্তি প্রোগ্রামে আমেরিকায় পড়ার সুযোগ
রাজশাহী বিভাগ
১. বগুড়া www.bogra.gov.bd
২. চাঁপাই নবাবগঞ্জ www.chapainawabganj.gov.bd
৩. জয়পুরহাট www.joypurhat.gov.bd
৪. পাবনা www.pabna.gov.bd
৫. নওগাঁ www.naogaon.gov.bd
৬. নাটোর www.natore.gov.bd
৭. রাজশাহী www.rajshahi.gov.bd
৮. সিরাজগঞ্জ www.sirajganj.gov.bd
রংপুর বিভাগ
১. দিনাজপুর www.dinajpur.gov.bd
২. গাইবান্ধা www.gaibandha.gov.bd
৩. কুড়িগ্রাম www.kurigram.gov.bd
৪. লালমনিরহাট www.lalmonirhat.gov.bd
৫. নীলফামারী www.nilphamari.gov.bd
৬. পঞ্চগড় www.panchagarh.gov.bd
৭. রংপুর www.rangpur.gov.bd
৮. ঠাকুরগাঁও www.thakurgaon.gov.bd
সিলেট বিভাগ
১. হবিগঞ্জ www.habiganj.gov.bd
২. মৌলভীবাজার www.moulvibazar.gov.bd
৩. সুনামগঞ্জ www.sunamganj.gov.bd
৪. সিলেট www.sylhet.gov.bd
ময়মনসিংহ বিভাগ
১. ময়মনসিংহ www.mymensingh.gov.bd
২. শেরপুর www.sherpur.gov.bd
৩. জামালপুর www.jamalpur.gov.bd
৪. নেত্রকোণা www.netrokona.gov.bd
পাঠকদের জ্ঞাতার্থেঃ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর উক্ত জেলার বিজ্ঞপ্তি এখানে আপডেট করা হবে। এছাড়া জেলা পরিষদ বৃত্তির সর্বশেষ আপডেট জানতে আপনার নিজ নিজ জেলা পরিষদের ওয়েবসাইট ভিজিট করুন।
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
thanks helpful post
wlc,,,💓
Thanks
Thanks vaia