এনআইডি ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়াই সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা তাদের জন্ম নিবন্ধনের সনদ দিয়েই সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন।
সুরক্ষা অ্যাপ https://surokkha.gov.bd/
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়,
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি জানান,
দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ লক্ষ্যে এনআইডি ছাড়াই শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশনের সুযোগ
দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যেসকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই
তারা জন্ম নিবন্ধন সনদ দিয়েই টিকার রেজিস্ট্রেশন করতে পারবেন।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিবুক্ত কলেজ,
সাত কলেজ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরাই এই সুযোগ পাবেন।
আরো পড়ুন, ২৭ সেপ্টেম্বরের পর খুলবে বিশ্ববিদ্যালয়
আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার জন্য রেজিস্ট্রেশন কাজ শেষ করতে হবে।
এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
(ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বরের পর কর্তৃপক্ষ চাইলে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে।
সেক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বৈঠক করে খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
এইচএসসি ২০২১ অ্যাসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার বছর | সপ্তাহের নাম | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ১ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ২য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৫ম সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |
এইচএসসি ২০২১ | ৬ষ্ঠ সপ্তাহ | অ্যাসাইনমেন্ট উত্তর |