রাজশাহী বিশ্ববিদ্যাল (রাবি) বি ইউনিট ভর্তি রেজাল্ট ২০২১ প্রকাশিত RU B Unit Admission Test Result 2021।
আজ ১১ অক্টোবর ২০২১ তারিখে এ ফলাফল প্রকাশ করা হয়। রেজাল্ট দেখুন নিচে। রাবি সি ইউনিট ভর্তি রেজাল্ট দেখুন এবং এ ইউনিট ভর্তি রেজাল্ট
রাবি বি ইউনিট ভর্তি রেজাল্ট ২০২১ দেখতে নিচের রেজাল্ট লেখাটিতে ক্লিক করুন।
রেজাল্ট
রেজাল্ট দেখার নিয়মাবলী:
1= Visit the admission website http://admission.ruk.ac.bd
2=Enter the login option.
3=Login with SSC / Equivalent and HSC / Equivalent information.
4=See the admission test result of the applied unit.
এর আগে, গত বুধবার (৬ অক্টোবর) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, রাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে
বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায়
অংশ নিচ্ছে ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন। এর মধ্যে এ ইউনিটে ৪৩
হাজার ৫৫৮ জন আবেদন করেছেন।
রাবি বি ইউনিট রেজাল্ট 2021
আরো পড়ুন, ‘সি’ ইউনিটে পাস নম্বর তুলতে পারেনি ৫৫ শতাংশ পরীক্ষার্থী
২০২০-২১ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের
বিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার
৪৪. ৬১ শতাংশ। অন্য দিকে ফেল করেছেন ৫৫. ৩৯ শতাংশ ভর্তিচ্ছু
রাবি বি ইউনিট রেজাল্ট ২০২১
শিক্ষার্থী। অর্থাৎ এসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষার পাস নম্বর (১০০ নম্বরে ৪০ পেলে পাস) তুলতে ব্যর্থ হয়েছেন।
আজ রবিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের কাছে ফলাফল হস্তান্তর কালে এসব তথ্য পাওয়া যায়।
প্রকাশিত ফলাফল অনুসারে, বিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের
মোট তিনটি গ্রুপে ৩৩ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ
হয়েছে ১৫ হাজার ২৮৪ জন। অপরদিকে উত্তীর্ণ হতে পারেনি ১৮ হাজার ২৫৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এছাড়া অ-বিজ্ঞান থেকে অংশ নেয়া শিক্ষার্থীদের ৬৪ দশমিক ১৭
শতাংশই অকৃতকার্য হয়েছে। ফলে পাশ করেছে মাত্র ২৬.৮৩ শতাংশ শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের (গ্রুপ-১) ভর্তি পরীক্ষায় ১০
হাজার ৫৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৬৭৫
জন। যার মধ্যে ফেল করেছে ৫ হাজার ৭৭৪ জন ভর্তিচ্ছু। পরীক্ষা খাতা বাতিল হয়েছে ১১৫টি।
এই গ্রুপের সর্বোচ্চ নম্বর ৮৩.৬০। গ্রুপ-২ এ অংশ নেয় মোট ১০ হাজার
৬৫৮জন ভর্তিচ্ছুর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৯৮৯ জন এবং ফেল
করেছে ৬ হাজার ৬৬৯ জন। পরীক্ষা খাতা বাতিল হয়েছে ১২৪ টি। সর্বোচ্চ নম্বর ৯৪.২০।
গ্রুপ-৩ এ অংশ নেয় মোট ১০হাজার ৭০৫ জন অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ৫৮৩ জন এবং ফেল করেছে ৫ হাজার ১২২জন। পরীক্ষা
খাতা বাতিল হয়েছে ১১৪টি। সর্বোচ্চ নম্বর ৯৪.৪০। এছাড়া সি ইউনিটে (অ-বিজ্ঞান) থেকে মোট ১ হাজার ৬১৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে
পাশ করেছে ১ হাজার ৩৭ জন এবং ফেল করেছে ৫৭৯ জন। পরীক্ষায়
অংশ নেয়নি ১১৪ জন ভর্তিচ্ছু। পরীক্ষা খাতা বাতিল হয়েছে ৯ জন ভর্তিচ্ছুর।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook গ্রউপ
রাবি বি ইউনিট রেজাল্ট রাবি বি ইউনিট রেজাল্ট রাবি বি ইউনিট রেজাল্ট