সৌদি আরবে স্কলারশিপ ২০২২ | কিং ফাহাদ ইউনিভার্সিটি
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তার্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ের নামকরন করা হয়েছে বাদশাহ ফাহাদের নামানুসারে। বাদশাহ ফাহাদ সৌদি আরবের অন্যতম বিখ্যাত এবং বিশিষ্ট বাদশাহ হিসেবে গণ্য করা হয়।
তার নামে মক্কায় একটি গেট রয়েছে, যাকে বলা হয় কিং ফাহাদ গেট। আল-হারামের পূর্ব প্রান্তে অবস্থিত যাকে পবিত্র মসজিদও বলা হয় এবং মক্কার গ্র্যান্ড মসজিদ বা গ্রেট মসজিদ।
সৌদি আরবে স্কলারশিপ ২০২২
কিং ফাহাদ ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম এন্ড মিনারেলস (কেএফইপিএম) আরব বিশ্বের শীর্ষ ৪ টি ইউনিভার্সিটির মধ্যে স্থান পেয়েছে। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টি মূলত পেট্রোলিয়াম এবং খনিজ বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত।
এক নজরে কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়
- ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক (২০২১): ৫০১-৬০০
- সৌদি আরব র্যাঙ্ক (২০২১):৪
- ধরনঃ পাবলিক
- শিক্ষার্থীঃ ৯,৫০০+
- স্নাতকঃ৮,০০০+
- স্নাতকোত্তরঃ ১,৫০০+
- প্রতিষ্ঠিতঃ ১৯৬৩
- স্থানঃ ধাহরান, পূর্ব প্রদেশ, সৌদি আরব
- ভর্তির তথ্যঃ Click Here
স্কলারশিপের আওতায় যে সকল সুবিধা পাওয়া যাবেঃ
১. শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনার সুযোগ
২. শিক্ষার্থীদের মাসিক ভাতা হিসেবে ৪০০০ সৌদি রিয়াল দেওয়া হবে। (বাংলাদেশী টাকায় প্রায় ৯০ হাজার টাকা)
৩. আবাসন সুবিধা
৪. স্বাস্থ্য বীমা এবং বিনামূল্যে শিক্ষাসামগ্রী প্রদান করা হবে
৫. বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার
৬. গবেষণা ও বই প্রকাশের সুযোগ
৭. বিমানে আসা-যাওয়ার খরচ
সৌদি আরবে স্কলারশিপ ২০২২
আবেদন করবার যোগ্যতাসমূহঃ
১. পিএইচডির জন্য ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে
২. মাস্টার্সের জন্য ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে
৩. ভর্তির জন্য একাডেমিক ফলাফল (সিজিপিএ) সর্বনিম্ন ৩.০০ থাকতে হবে ৪.০০ এর মধ্যে
৪. নিজ নিজ দেশের নাগরিক হতে হবে
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. জাতীয় পরিচয়পত্র
২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট
৩. তিনটি রেফারেন্স লেটার
৪. পাসপোর্ট সাইজের ছবি
৫. জীবনবৃত্তান্ত
৬. জিম্যাট স্কোরের সনদ
সৌদি আরবে স্কলারশিপ ২০২২
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন।
http://www.kfupm.edu.sa/deanships/dgs/Pages/en/Application-Deadlines.aspx
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group