এসএসসি ও এইচএসসি ২০২১ পরীক্ষার রুটিন (সময়সূচী) প্রকাশিত । ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষার সময়সূচি ও ২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার খসড়া সময়সূচি প্রস্তাব করা হয়েছিলো।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড আজ ২৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন টি অনুমোদন দিয়েছে। নিম্নে এসএসসি ও এইচএসসি ২০২১ পরীক্ষার রুটিন দেওয়া হলো ঃ
এসএসসি রুটিন ২০২১, এইচএসসি রুটিন ২০২১, এসএসসি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২১ এসএসসি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২১
এসএসসি ও এইচএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন ২০২১
২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষার সময়সূচি

SSC 2021 Exam Routine
ssc & hsc exam final routine 2021 pdf
২০২১ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার সময়সূচি

HSC 2021 Exam Routine
আরো পড়ুন,
এসএসসি ও এইচএসসি পাশে শিক্ষাবৃত্তি পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে এসএসসি ও এইচএসসি
পাশে গরিব মেধাবী এবং আর্থিক ভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের কে ; বাংলাদেশের কিছু স্বনামধন্য ব্যাংক, সংস্থা, ব্যক্তি ও
প্রতিষ্ঠান প্রতিবছর শিক্ষাৃবৃত্তি দিয়ে থাকে। শিক্ষাৃত্তিগুলো মাসিক/এক কালিন হয়ে থাকে যার মেয়াদকাল ২-৫ বছর।
শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয় কিছু শর্ত সাপেক্ষে।এসব নিয়ে আজ আমরা বিস্তারিত জানবো।
কবে দেওয়া হয় বৃত্তির সার্কুলারঃ
এসএসসি ও এইচএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পরই তাদের নিজস্ব ওয়েবসাইটে অথবা দৈনিক পত্রিকায় বৃত্তির সারকুলার প্রকাশ করে থাকে বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। সারকুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের ওয়েবসাইটে থেকেও সার্কুলার পাওয়া যাবে।আমাদের ওয়েবসাইটি
আবেদনের যোগ্যতাঃ
গরীব মেধাবী ও আর্থিক ভাবে অস্বছল ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারে। এসএসসি ও এইচএসসি পাশকৃত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা গ্রুপের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারে। অ্যাকাডেমিক যোগ্যতা চাওয়া হয় মোটামুটিভাবে এসএসসি ও এইচএসসি তে আলাদা ভাবে জিপিএঃ৫.০০, বৃত্তিপ্রদানকারি কোন কোন প্রতিষ্ঠান অ্যাকাডেমিক রেজাল্ট হিসাবে এসএসসি ও এইচএসসি তে আলাদাভাবে জিপিএঃ ৪.৫০ (অথবা কম বেশি হতে পারে) চেয়ে থাকে। মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী দের যোগ্যতা কিছুটা শিথিল চাওয়া হয়। এসব যোগ্যতা থাকলেই বৃত্তির জন্য আবেদন করা যায়।
BD Scholarship ণেওস
কীভাবে আবেদন করবে/আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবেঃ
বৃত্তির বিজ্ঞপ্তিতে সুন্দর করে লেখা থাকে ফর্ম কোথায় পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে প্রদানকৃত লিংক থেকে আবেদন ফর্ম নিজে ডাউনলোড অথবা বাড়ির কাছে কম্পিউটারের দোকান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। ফর্ম সুন্দর করে নিজ হাতে পুরন করে, ফর্ম এর সাথে কি কি প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে সব একসাথে পিন আপ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় ডাক যোগে অথবা নিজে গিয়ে জমা দিতে হবে।
কীভাবে জানবো বৃত্তির জন্য মনোনীত হলাম কিনাঃ
বৃত্তির ফলাফল প্রদান করা হয় সাধারনত আবদন করার শেষ সময় থেকে শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে। কোনো কোনো প্রতিষ্ঠান বৃত্তির রেজলাট তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে আবার অনেক প্রতিষ্ঠান নিজে থেকে মনোনীত ছাত্র-ছাত্রীদের কে কল করে করে রেজাল্ট জানায় এবং পরবর্তী নির্দেশনা প্রদান করে।
সীমাবদ্ধতাঃ
এক প্রতিষ্ঠান/ব্যক্তির থেকে শিক্ষাবৃত্তি নিলে আরেক প্রতিষ্ঠান থেকে নেওয়া যাবে না। কেউ যদি একের অধিক প্রতিষ্ঠান থেকে বৃত্তি নেয় এবং সেই তথ্য গোপন করে তাহলে তার দুই প্রতিষ্ঠান এর বৃত্তি বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইন-আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।কাজেই সাবধান ভুলেও কেউ দুই প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহন করা যাবে না। এক প্রতিষ্ঠান এ বৃত্তি পাওয়া কালিন আরেক প্রতিষ্ঠান এ বৃত্তির জন্য মনোনীত হলে নিজ দায়িত্বে কর্তৃপক্ষ কে অবহিত করে একের অধিক বৃত্তি নেওয়া বন্ধ করতে হবে।
মাস্টার্স পর্যায়েও কোন কোন প্রতিষ্ঠান বৃত্তি প্রদান করে যেমনঃ ডাচ-বাংলা ব্যাংক (আরো প্রতিষ্ঠান থাকতে পারে)
কোন কোন ব্যাংক, সংস্থা এবং ব্যক্তি বৃত্তি দিয়ে থাকে তাদের তালিকাঃ
(১) ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি
(২) ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৩) সিজেডএম(CZM)
(৪) শাহজালাল ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৫)প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি
(৬) এশিয়া ব্যাংক শিক্ষাবৃত্তি
(৭) সোনালি ব্যাংক শিক্ষাবৃত্তি
(৮) ইমদাদ শিতারা খান শিক্ষাবৃত্তি
(৯) ব্যবিলন শিক্ষাবৃত্তি
(১০)এডুকেশন ফর অল(গুড্ডি ফাউন্ডেশন)
(১১) মানুষ মানুষের জন্য
(১২) পরিজন শিক্ষাবৃত্তি
(১৩) শ্রমিক কল্যাণ শিক্ষাবৃত্তি
(১৪) ইসলামি ফাইন্যান্স শিক্ষাবৃত্তি
১৫) মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৬) প্রবাশি কল্যান শিক্ষাবৃত্তি
(১৭) সাউথইস্ট ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৮) ফাস্টসিকিউরিটি ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
(১৯) এক্সিম ব্যাংক শিক্ষাবৃত্তি
(২০) ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি
(২১)IFIC ব্যাংক শিক্ষাবৃত্তি
(২২) প্রথম আলো শিক্ষাবৃত্তি
(২৩) ব্র্যাক মেধাবিকাশ শিক্ষাবৃত্তি( বর্তমানে বন্ধ)
(২৪) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি(সকল জেলা)
(২৫) গ্রামীন ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৬) ওয়ান ব্যাংক শিক্ষাবৃত্তি
(২৭) আল আরাফাহ ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
অন্যরা যা পড়েছে,
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
- শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩ (Shahjalal Islami Bank Scholarship)
এসএসসি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২১ এসএসসি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২১