গত বৃহস্পতিবার ৫ ই নভেম্বর সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর উদ্যোগে “টেল মাই লিডার: গ্লোবাল চাইল্ড লিড ডিজিটাল হ্যাংআউট” শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত আন্তর্জাতিক ওয়েবিনারে যুক্ত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে দেশের ২ লক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হাইস্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকটিভিটির আওতায় আসবে, এমনটাই জানিয়েছেন তিনি। Breaking News:
এ সময় তিনি বলেন, বর্তমানে গ্রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল ক্যাবল কানেক্টিভিটি পৌঁছে গেছে। কোভিড ১৯ সময়ে শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখতে ৭০ শতাংশ শিক্ষার্থীই অনলাইনে শিক্ষা নিচ্ছে। বাকি ৩০ শতাংশকেও দূরশিক্ষণের আওতায় আনতে ৩৬০ ডিগ্রি অ্যাপ্রোচে কাজ করছে সরকার।
এজন্য জাতীয় সংসদ টেলিভিশন চ্যানেল এর “আমার ঘরে আমার ক্লাস” শীর্ষক পাঠদান কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি দূরীকরণের চেষ্টা চালানো হচ্ছে। তাছাড়া রেডিও এর পাশাপাশি ইন্টারনেট বা স্মার্টফোন না থাকলেও তাদের জন্য ৩৩৩ টোল ফ্রি নম্বরে কল করে শিক্ষকের পরামর্শ নেয়ার মতো উদ্ভাবনী সেবা চালু করা হয়েছে। Breaking News:
শিক্ষার্থীদের আইটি বিষয়ে দক্ষ করতে সরকার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘ডিজিটাল কম্পিউটার ল্যাবস’ স্থাপন করছে। তিনি আরও বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের মধ্যে এখন ১১ কোটি ইন্টারনেট ব্যবহার করছেন। শতভাগ মোবাইল পেনিট্রেশন অর্জন সম্ভব হয়েছে। তাই সুবিধাবঞ্চিত কিংবা অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে খুব একটা বেগ পেতে হবে না। এবং এ সংক্রান্ত সকল সমস্যা নিরসনে নিরলজ কাজ করে যাচ্ছে সরকার।
তিনি আরও জানান, করোনা মহামারীর শুরুতেই আইসিটি বিভাগ মহামারিতেও কীভাবে জীবনকে সচল রাখা যায় সে জন্য সকলের অংশগ্রহণ মূলক পরিকল্পনা গ্রহণ করে। এবং ৫টি উদ্যোগ গ্রহণ করা হয়। সেই ৫টি উদ্যোগের মধ্যে সবার ওপরে ছিলো শিক্ষা।
আন্তর্জাতিক এই ওয়েবিনার এ সঞ্চালক এর দায়িত্ব পালন করেন প্রতিভা তুলাধর। ওয়েবিনার এ আরো বক্তব্য দেন দক্ষিণ সুদানের জাতীয় সাধারণ শিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মার্টিন টাকো মই, নেপালের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব গোপী নাথ মৈনালি, উগান্ডার ফার্স্ট লেডি এবং শিক্ষা ও ক্রীড়া মন্ত্রী জ্যানেট কাতাহা মুসেভেনি এবং কম্বোডিয়ার শিক্ষা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডেপুটি জেনারেল চৌন রামি । ছয় দেশের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ওয়েবিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ঐক্য ও রাফসান।
মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আশা করা যায়, আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে দেশের ২ লক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে হাইস্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকটিভিটির আওতায় নিয়ে আসতে সক্ষম হবে সরকার।
- Al Arafah Islami Bank Scholarship Result 2022 (PDF Download)
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
- জেলা পরিষদ বৃত্তি ২০২৩ সার্কুলার । Rajshahi District Council Scholarship
সকল প্রকার শিক্ষা সংক্রান্ত খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group