কক্সবাজার জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২৩ । এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রতি বছর বিভিন্ন জেলা পরিষদ থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য শর্ত সাপেক্ষে দরখাস্ত আহবান করা হয়ে থাকে।
সার্কুলারে উল্লেখিত সময়ের মধ্যে আবেদনপত্র পুরন-পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় জেলা পরিষদের কার্যালয় ।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা পরিষদ শুধু মাত্র গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আপনার নিজস্ব জেলা পরিষদে শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত হয়েছে কিনা দেখতে ক্লিক করুন এখানে বিভিন্ন জেলা পরিষদ শিক্ষাবৃত্তি আপডেট তথ্য দেখুন
২০২২-২০২৩ অর্থবছরে কক্সবাজার জেলা পরিষদের রাজস্ব বাজেটের আওতায় কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা , গরীব ও মেধাবী ছাত্র ছাত্রী যারা ২০২২ সালে এসএসসি / সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বর্তমানে বাংলাদেশের সরকারি কলেজ/সরকারি মেডিকেল কলেজ/পাবলিক
ভার্সিটি/কৃষি বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়/জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাদেরকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এককালীন বৃত্তি প্রদানের জন্য কক্সবাজার জেলা পরিষদের নির্ধারিত ফরমে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
কক্সবাজার জেলা পরিষদ শিক্ষাবৃত্তি আবেদনের শর্তাবলীঃ
১. আবেদনকারীকে এসএসসি / এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। নির্ধারিত জিপিএ এর কম জিপিএ প্রাপ্তগণ আবেদন করলে তা সরাসরি বাতিল বলে গন্য হবে । সরকার কর্তৃক অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত ছাত্র / ছাত্রী ব্যতিত আবেদনপত্র গ্রহণযােগ্য নয় ।
২. আবেদনকারীকে বৃত্তির জন্য কক্সবাজার জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে ।
৩. আবেদনকারী কর্তৃক বৃত্তির আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান / বিভাগীয় প্রধানের সুপারিশ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ আগামী ১৫/০৩/২০২১ খ্রিঃ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ কার্যালয় , কক্সবাজার কার্যালয়ে পৌঁছাতে হবে।
বিভিন্ন জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
৪. আবেদনপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করে দাখিল করতে হবে
ক) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত সদ্য তােলা পাসপাের্ট সাইজের ০১ ( এক ) কপি ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে ।
খ) এসএসসি/সমমান পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে ।
গ) কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা / ইউনিয়ন পরিষদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জন্ম সনদপত্র দাখিল করতে হবে ।
ঘ) পরিবারের বাৎসরিক আয়ের পরিমান উল্লেখ করে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা/ ইউনিয়ন পরিষদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়ন দাখিল করতে হবে ।
ঙ) মুক্তিযােদ্ধা কোটায় আবেদনকারীগণকে প্রমাণ স্বরূপ বাংলাদেশ মুক্তিযােদ্ধা সংসদ , কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল মুক্তিযােদ্ধা । বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত আবেদনকারীর পিতা/মাতা/ দাদা – দাদী / নানা – নানীর মুক্তিযােদ্ধা বিষয়ক সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং আবেদনকারী যে পােষ্য তা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নকৃত থাকতে হবে ।
চ) প্রতিবন্ধী প্রার্থীগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা/উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে ।
৫. জেলা পরিষদ , ককক্সবাজার কার্যালয়ের নােটিশ বাের্ড, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নােটিশ বাের্ড, আবেদন ফরমের নমুনা পাওয়া যাবে ।
জেলা পরিষদ , কক্সবাজার ওয়েব সাইট- থেকে আবেদন ফরমের নমুনা ডাউনলােড করে A4 সাইজের কাগজে প্রিন্ট করে আবেদন ফরম প্রস্তুত করা যাবে । A4 সাইজের কাগজে ফটোকপি করা আবেদন ফরমও গ্রহণযােগ্য হবে ।
৬. নির্ধারিত সময়ের মধ্যে ডাকযােগে / কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি অফিস চলাকালীন ) বৃত্তির আবেদন ফরম ও প্রয়ােজনীয় কাগজপত্র নির্ধারিত কার্যালয়ে দাখিল করা যাবে ।
৭. আবেদনকারী বর্তমানে অধ্যয়নরত না হলে বৃত্তি প্রাপ্তির জন্য বিবেচিত হবে না ।
আবেদন গ্রহনের শেষ তারিখঃ ১৫/০৫/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা।
ফলাফল প্রকাশঃ
প্রাপ্ত আবেদনপত্র যাচাই বাছাই করে নির্ধারিত তারিখের মধ্যে কক্সবাজার জেলা পরিষদ ওয়েবসাইটে এন্ড নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
আবেদন ফর্ম এর জন্য এখানে ভিজিট করুন http://jelaporishod.coxsbazar.gov.bd/site/view/notices
আপনার নিজস্ব জেলা পরিষদে শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত হয়েছে কিনা দেখতে ক্লিক করুন এখানে বিভিন্ন জেলা পরিষদ শিক্ষাবৃত্তি আপডেট তথ্য দেখুন

অনান্য খবর পড়ুন,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official facebook Group
List of District Council Scholarship List of District Council Scholarship