সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে আজ ৯ জুন ২০২১ তারিখে। ফলাফল দেখুন নিচে,

উল্লেখ্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (২০২১) প্রকাশ করেছিলো । প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৮ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে নোটিশ প্রকাশিত হয়েছিলো।
যার বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)। ও
যোগ্যতা : স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি, দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ চাওয়া হয়েছিল
আবেদনের শেষ সময় ছিলো : ৩১ মার্চ ২০২১, বিকাল ৫টার মধ্যে।
অন্য খবর পড়ুন,
গণবিজ্ঞপ্তির ফল দ্রুত প্রকাশের দাবিতে কাল এনটিআরসিএর সামনে অবস্থান
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল দ্রুত প্রকাশের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) এনটিআরসিএ কার্যালয়ের৷ সামনে অবস্থান কর্মসূচী পালন করবে নিবন্ধিত শিক্ষকরা। তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রত্যাশী শিক্ষক ফোরামের ব্যানারে সকাল ৯টা থেকে এই কর্মসূচী শুরু হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক ফোরামের সভাপতি মো. সান্ত আলী।
তিনি বলেন, দীর্ঘ বঞ্চনা, আন্দোলন শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তবে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ নিয়ে এখন এনটিআরসিএ আবার তাল বাহানা শুরু করেছে। আদালতের রায় পাওয়ার পরেও রেজাল্ট প্রকাশ করছে না। ফলে চাকরিপ্রত্যাশীরা হতাশ হয়ে পড়েছেন।
তিনি আরও বলেন, গণবিজ্ঞপ্তির ফল যেন দ্রুত প্রকাশ করা হয় সেজন্যই আমরা আগামীকাল বৃহস্পতিবার এনটিআরসিএর সামনে অবস্থান কর্মসূচী পালন করবো। অবস্থান শেষে আমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করব। এতেও যদি কাজ না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
- জেলা পরিষদ বৃত্তি ২০২৩ সার্কুলার । Rajshahi District Council Scholarship
- CZM জিনিয়াস শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৩
- শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩ (Shahjalal Islami Bank Scholarship)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের ফলাফল প্রকাশ