লকডাউনে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পুলিশের কাছে আকুতি

গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পুলিশের কাছে আকুতি । ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে কারফিউ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া বারণ। কিন্তু ‘জরুরি প্রয়োজন’ তো আর সবার খাতায় সমান নয়! প্রেমিকার সঙ্গে দেখা করাটাও তো যে কোনও প্রেমিকের কাছে জরুরি হতে পারে।
আরো পড়ুন, বেকারত্বের বোঝা সইতে না পেরে, কিডনি বিক্রির ঘোষণা যুবকের
হ্যাঁ, তা হতেই পারে। তবে তা প্রেমিকযুগলের কাছেই। মুম্বাই পুলিশের খাতায় নয়। মজার ছলে এমনটাই জানাল মুম্বাই পুলিশ।
মুম্বাইয়ে জরুরি কাজে বের হলে গাড়িতে বিশেষ রঙে চিহ্নিত স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এবার সেই নিয়েই কিছুটা বিভ্রান্ত এক টুইটার ব্যবহারকারী। ‘প্রেমিকার সঙ্গে দেখা করতে হলে কী রঙের স্টিকার লাগাব? আমি ওকে খুব মিস করছি,’ টুইট করে মুম্বাই পুলিশকে ট্যাগ করেন ওই ব্যক্তি।
এরপরেই টুইটের উত্তর দেওয়া হয় মুম্বাই পুলিশের অফিসিয়াল টুইটার পেজ থেকে। বলা হয়, ‘আমরা বুঝতে পারছি স্যার যে এটা আপনার কাছে জরুরি। কিন্তু আমাদের জরুরি বা আপদকালীনের মধ্যে তো এটি পড়ে না!’
এরপরেই অবশ্য বেশ রোমান্টিকভাবে বোঝানো হয়। ‘দূরত্বেই তো হৃদয়ে আরও প্রেমে বাড়ে,’ হালকা কবি কবি ভাব মুম্বাই পুলিশের টুইটার হ্যান্ডেলের।
শুধু তাই নয়, সবশেষে দুজনের সারাজীবনের জন্য শুভকামনাও জানায় মুম্বাই পুলিশ।
‘এটা জাস্ট একটা ফেজ,’ অর্থাৎ করোনা যে সাময়িক, সে কথা মনে করিয়ে দেওয়া হয়।
মুম্বাই পুলিশের এই রিপ্লাই বেশ মনে ধরেছে নেটিজেনদের। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত পর্যন্ত ২৫ হাজারের বেশি লাইক পড়েছে টুইটটিতে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩
- Al Arafah Islami Bank Scholarship Result 2022 (PDF Download)
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
লকডাউনে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পুলিশের কাছে আকুতি