লকডাউনে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পুলিশের কাছে আকুতি

গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পুলিশের কাছে আকুতি । ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে কারফিউ। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া বারণ। কিন্তু ‘জরুরি প্রয়োজন’ তো আর সবার খাতায় সমান নয়! প্রেমিকার সঙ্গে দেখা করাটাও তো যে কোনও প্রেমিকের কাছে জরুরি হতে পারে।
আরো পড়ুন, বেকারত্বের বোঝা সইতে না পেরে, কিডনি বিক্রির ঘোষণা যুবকের
হ্যাঁ, তা হতেই পারে। তবে তা প্রেমিকযুগলের কাছেই। মুম্বাই পুলিশের খাতায় নয়। মজার ছলে এমনটাই জানাল মুম্বাই পুলিশ।
মুম্বাইয়ে জরুরি কাজে বের হলে গাড়িতে বিশেষ রঙে চিহ্নিত স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এবার সেই নিয়েই কিছুটা বিভ্রান্ত এক টুইটার ব্যবহারকারী। ‘প্রেমিকার সঙ্গে দেখা করতে হলে কী রঙের স্টিকার লাগাব? আমি ওকে খুব মিস করছি,’ টুইট করে মুম্বাই পুলিশকে ট্যাগ করেন ওই ব্যক্তি।
এরপরেই টুইটের উত্তর দেওয়া হয় মুম্বাই পুলিশের অফিসিয়াল টুইটার পেজ থেকে। বলা হয়, ‘আমরা বুঝতে পারছি স্যার যে এটা আপনার কাছে জরুরি। কিন্তু আমাদের জরুরি বা আপদকালীনের মধ্যে তো এটি পড়ে না!’
এরপরেই অবশ্য বেশ রোমান্টিকভাবে বোঝানো হয়। ‘দূরত্বেই তো হৃদয়ে আরও প্রেমে বাড়ে,’ হালকা কবি কবি ভাব মুম্বাই পুলিশের টুইটার হ্যান্ডেলের।
শুধু তাই নয়, সবশেষে দুজনের সারাজীবনের জন্য শুভকামনাও জানায় মুম্বাই পুলিশ।
‘এটা জাস্ট একটা ফেজ,’ অর্থাৎ করোনা যে সাময়িক, সে কথা মনে করিয়ে দেওয়া হয়।
মুম্বাই পুলিশের এই রিপ্লাই বেশ মনে ধরেছে নেটিজেনদের। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত পর্যন্ত ২৫ হাজারের বেশি লাইক পড়েছে টুইটটিতে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
লকডাউনে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পুলিশের কাছে আকুতি