ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পূর্বনির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. আহসান হাবীব নিশ্চিত করে বলেন, আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এজন্য আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এমবিবিএস কোর্সের আবেদন প্রক্রিয়া শুরু হবে। ১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আর বিডিএস কোর্সের আবেদন শুরু হবে ২৭ মার্চ থেকে। চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হলে ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার দিনক্ষণ নির্ধারণে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির পূর্বনির্ধারিত তারিখেই চলতি বছরের এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।
আরো পড়ুন, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আবেদন যোগ্যতা, আসন সংখ্যা ও মানবন্টন যেভাবে
জানা গেছে, এইচএসসি ও সমমানের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় জানুয়ারির শুরুর দিকে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
তাদের প্রস্তাব অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের অনুমতি চাওয়া হয়েছিল।
ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে পরীক্ষার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে সেই সময় এডুগাইডলাইনকে জানিয়েছিলেন ডা. এ কে এম আহসান হাবীব।
এর আগে ডিসেম্বরের শুরুর দিকে এমবিবিএস ভর্তি পরীক্ষা ৫ মার্চ আর ডেন্টাল ভর্তি পরীক্ষা ২ এপ্রিল নেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
পরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় জানুয়ারির শুরুর দিকে আবার বসে ভর্তি পরীক্ষা কমিটি। সেখানেই ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।
গত ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যরা যা পড়েছে,
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group