মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি | MMJ HSC Scholarship 2022
MMJ Foundation Scholarship মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন আমেরিকা ভিত্তিক নন-প্রফিট, নন-পলিটিকাল অর্গানাইজেশন যা বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা ও জরুরী ত্রাণ সহায়তা ও শিক্ষার্থীদের বৃত্তির পাশাপাশি স্বাবলম্বী করে তুলতে কাজ করে থাকে।
আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
ডাচ বাংলা ব্যাংক এইচএসসি স্কলারশিপ সার্কুলার-২০২২
এসএসসি ২০২২ দের জন্য বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ শিক্ষাবৃত্তি
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
ফাউন্ডেশন শিক্ষাক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকে। বর্তমানে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই আমাদের ১২ টি প্রজেক্ট চলমান রয়েছে। এই ধারাবাহিকতায় এস এস সি / সমমান ২০২২ ব্যাচের বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা বিভাগের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী,
শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
আবেদন এর যোগ্যতাঃ
এসএসসি পরীক্ষার্থী ২০২২ হতে হবে। এসএসসি সর্বনিম্ন জিপিএঃ ৫.০০ (বিজ্ঞান), ৪.৮ (মানবিক/ব্যবসা)
বৃত্তিপ্রাপ্তের সংখ্যা- নির্দিষ্ট নয়
এই সুযোগ শুধুমাত্র সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য।(স্বচ্ছলদের আবেদন করার প্রয়োজন নাই)
শিক্ষার্থীকে অবশ্যই উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী ও ব্যক্তিগত জীবনে সৎ থাকতে হবে।
নির্বাচিত শিক্ষার্থীরা মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন থেকে এইচ এস সি ১ম ও ২য় বর্ষে পর্যায়ক্রমে নিম্নবর্ণিত সুবিধাগুলো পাবেঃ
MMJ HSC Scholarship 2022 মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
১. এইচ এস সি পর্যায়ে মাসিক স্কলারশিপ (অধিক সুবিধাবঞ্চিত ও মেয়ে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে)
২. এইচ এস সি ১ম বর্ষে ভর্তি ফি ও বই কেনার খরচ
৩. এইচ এস সি ২য় বর্ষে ভর্তি ফি ও বই কেনার খরচ
৪. এইচ এস সি ফর্ম ফিলাপের খরচ
৫. এইচ এস সি এর পরে ঢাকায় এসে কোচিং করার জন্য ৪/৫ মাসের জন্য মাসিক স্কলারশিপ ও পরবর্তীতে অন্যান্য সুবিধা।
লক্ষণীয় যে,
এইচ এস সি ১ম বর্ষে যারা বৃত্তি পাবে, পরবর্তীতে রেজাল্ট ভালো সাপেক্ষে তারা ২য় বর্ষে পুনরায় বৃত্তি পাবে। কিন্তু রেজাল্ট ভালো না হলে ১ম বর্ষের পরেই তাদের বৃত্তি বন্ধ করে দিয়ে এই সুযোগ অন্যদের দেয়া হবে।
একইভাবে যারা ২য় বর্ষ ও টেস্ট পরিক্ষায় ভালো করবে তাদের পরিক্ষার মাধ্যমে যাচাই করে ঢাকায় এনে ফ্রি এডমিশন কোচিং ও থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে ফাউন্ডেশন থেকে।
অর্থাৎ কেউ এইচ এস সি ১ম বর্ষ থেকেই পড়াশোনায় ভালো করলে ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্ত সেই শিক্ষার্থীর পাশে দাঁড়াবে।

আবেদন_প্রক্রিয়াঃ
প্রাথমিকভাবে নিচের গুগল ফর্মে এপ্লাই করতে হবে। যাচাই-বাছাই করে প্রাথমিক পর্যায়ে যারা সিলেক্টেড হবে, ফাউন্ডেশন থেকে ফাইনাল এপ্লিকেশন এর জন্য তাদের সাথে যোগাযোগ করা হবে।
প্রাথমিক আবেদন Link
Alternative Link…
লিংকের আপলোড ফাইল অপশনে কম পক্ষে নিজে হাতে লেখা ৩ (তিন) পেইজের একটি আবেদন পত্র স্ক্যান করে স্ক্যানকপি সাবমিট করতে হবে।
আবেদনপত্র ৩ পেইজের বেশি হলেও সমস্যা নেই। আবেদন পত্র যত বিস্তারিত হবে, ছাত্র/ছাত্রীর ব্যাপারে ততো ভালো বুঝা যাবে।
MMJ HSC Scholarship 2022 মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
হাতে লেখা আবেদনপত্রে যে সব তথ্য অবশ্যই উল্লেখ করতে হবেঃ
পারবারিক সম্পদের সঠিক পরিমাণ, পরিবার প্রধান সহ বাকিদের আয়ের সকল উৎসের বর্ণনা, পরিবারের মাসিক আয় ও ব্যায়ের হিসাব, পরিবারের ভাই-বোন সহ অন্যান্যদের বর্ণনা, নিজের সফলতা,দুঃখ,কষ্ট ও ভবিষ্যত স্বপ্নের বর্ণনা।
আবেদনপত্রটি লিখতে হবে প্রতিটি A4 কাগজে নিচের ফরম্যাটেঃ
বরাবর,
সভাপতি,
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন
ইন্ডিয়ানা, আমেরিকা।
বিষয়ঃ এমএমজে এইচ এস সি ব্রিজিং স্টাইপেন্ড এর জন্য আবেদন।
….
MMJ HSC Scholarship 2022 মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
আবেদনের শেষ সময়ঃ কলেজ ভর্তির লাস্ট ডেট পর্যন্ত আবেদন নেয়া হবে।
উল্লেখ্য যে,
★একজনের আবেদনের সাথে অন্য কারো আবেদনের সামান্য মিল খুঁজে পাওয়া গেলেও, উভয় প্রার্থীকে বাতিল ঘোষণা করা হবে।
★ বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রে উল্লেখিত শর্তাবলীর কোন একটি অসম্পূর্ণ থাকলে, কোন তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে, তথ্য গোপন করলে, সঠিক মাসিক আয় উল্লেখ না থাকলে অথবা অন্য কোন প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
★ বৃত্তি পাওয়ার জন্য কার সাথে কোন ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। কেউ টাকা নিয়ে বৃত্তি পাইয়ে দিবার কথা বললে তার ব্যাপারে ফাউন্ডেশনকে অবহিত করার অনুরোধ রইলো।
★বৃত্তি প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে সুপারিশ বা তদবির শিক্ষার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
তথ্য সংগৃহীত ঃ “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন ফেসবুক গ্রুপ”
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন বৃত্তির আবেদন প্রসেসঃ
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group