Prime Bank Scholarship | For HSC- 2020 & 2021 Batch Students
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রাইম ব্যাংক লিমিটেডের CSR কার্যক্রমের আওতায় প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে দরিদ্র ও মধ্যবিত্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান করে আসছে।
স্নাতক ভর্তিতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিবে সরকার (আবেদন চলছে)
Prime Bank Scholarship | For HSC- 2020 & 2021 Batch Students
আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
শাহজালাল ইসলামি ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার
ভারত বাংলাদেশ মৈত্রী শিক্ষাবৃত্তি
আজকে আমরা এখানে প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ এর বিস্তারিত সম্পর্কে জানবো, কিভাবে আবেদন করতে হয়, আবেদনের যোগ্যতা কি কি, সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানবো।
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২ এর আবেদনের যোগ্যতাঃ
(১) কেবলমাত্র ২০২১ ও ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন (এইচএসসি ব্যাচ যথাক্রমে ২০২০ ও ২০২১)
(২) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ কমপক্ষে ৯:০০ থাকতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে ৮.৮ থাকতে হবে।
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি Prime Bank শছলারশিপ৷ Prime Bank শছলারশিপ Prime Bank Scholarship Scholarship Prime Bank Scholarship Prime Bank Scholarship
(৩) অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১০,০০০ টাকা বা তার নিচে হতে হবে।
(৩) অন্য কোন উৎস (সরকারী/বোর্ড বৃত্তি ব্যতীত) থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির জন্য বিবেচিত হবে না।
(৪) অন্য কোন উৎস (সরকারী/বোর্ড বৃত্তি ব্যতীত) থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী এই বৃত্তির জন্য বিবেচিত হবে না।

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২ এর আবেদনের নিয়মাবলীঃ
১) আবেদনের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপি, সদ্য তােলা দুই কপি রঙ্গিন ছবি এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদ প্রধান/ ওয়ার্ড কাউন্সিলর বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক অভিভাবকের আয়ের সনদপত্র সংযুক্ত করতে হবে।
২) সংযুক্ত সকল কাজগপত্র সহ আগে অনলাইনে আবেদন করতে হবে। তারপর হার্ডকপি কুরিয়ার করতে হবে।
৩) খামের উপর “শিক্ষা বৃত্তির জন্য আবেদন-২০২১” কথাটি উল্লেখ করতে হবে।
৪) ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।
৫) বৃত্তি মনােনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

আবেদনের শেষ তারিখঃ ৩১ আগস্ট ২০২২ ইংরেজি।
Prime Bank Scholarship
বৃত্তির পরিমান ও সময়কালঃ
সময়কালঃ ৩-৫ বছর।
শিক্ষাস্তরঃ অনার্স বা সমমান
মাসিক বৃত্তিঃ ২৪০০ টাকা (প্রতি ৩মাস অন্তর ৭২০০ টাকা একত্রে দেওয়া হয়)
বৃত্তির অন্যান্য বৈশিষ্ট্যঃ Prime Bank Scholarship
হতদরিদ্র (যেমনঃ প্রান্তিক কৃষক / ভূমিহীন / গৃহহীন / দিনমজুর / ভিক্ষাবৃত্তি / নদীভাঙ্গন কবলিত / মঙ্গাপিড়ীত / প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত/রিকশা বা ভ্যান চালক/ভিজিডি-ভিজিএফ কার্ডহােল্ডার/ক্ষুদ্র ঋন গ্রহিতা / গৃহপরিচারিকা ইত্যাদি), এতিম, শারীরিক প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের বংশধর, আদিবাসী অনগ্রসর সমাজ, স্বামী পরিত্যাক্তা মায়ের সন্তান, নার্সিং ও কারিগরি শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত যােগ্যতা কিছুটা শিথিলযােগ্য।
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ এ আবেদনের নিয়ামাবলিঃ
- ধাপ-১: আবেদনপত্রটি ডাউনলোড করুন ডাউনলোড
- ধাপ-২: আবেদনপত্রে করণীয়:
- আবেদনপত্রটি অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে নমুনা দেখুন
- আবেদনপত্রের প্রথম পাতার উপরের ডান পাশে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে নমুনা দেখুন
- আবেদনপত্রের প্রথম পাতার “অংশ ৪ বর্তমানে অধ্যায়নরত প্রতিষ্ঠান/ বিভাগীয় প্রধানের সিলমোহরসহ স্বাক্ষর ও তারিখ ” সংগ্রহ করতে হবে নমুনা দেখুন
- ধাপ-৩: যে সকল কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে তা – (100 dpi Resolution)
- আবেদনপত্রের উভয় পাতা (একটি পিডিএফ ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৩০০ কিলোবাইট
- পিতার/মাতার/অভিভাবকের মাসিক আয়ের সনদপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
- এসএসসি নম্বরপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
- এইচএসসি নম্বরপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
- বর্তমানে স্নাতক পর্যায়ে ভর্তির রশিদ (একটি ফটো ফরম্যাট ফাইল) – সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার। Prime Bank Scholarship 2022
- ধাপ-৪: লগইন করার পর যা করণীয় (মোবাইল নম্বর ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন প্রয়োজনে লগইন করার জন্য)
- আবেদন ফর্ম পূরণে যা করণীয়
- অংশ ১ ব্যাক্তিগত তথ্য (ইংরেজিতে)
- ❞ ২ শিক্ষা সংক্রান্ত তথ্য (ইংরেজিতে)
- অংশ ৩ বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়ণরত শিক্ষার বিবরণ (ইংরেজিতে)
- ❞ ৫ পারিবারিক আয়ের বিবরণ (ইংরেজিতে)
- অংশ ৬ বিশেষ কোন কারণ যেমন (ইংরেজিতে)
- ❞ ৭ অন্যান্য কোন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হইলে (ইংরেজিতে)
- ❞ ৮ সংযুক্তি (স্ক্যান করে আবেদনপত্রের উভয় পাতা, মাসিক আয়ের সনদপত্র, এসএসসি নম্বরপত্র, এইচএসসি নম্বরপত্র এবং বর্তমানে স্নাতক পর্যায়ে ভর্তির রশিদ)
- সাবমিট (Submit) বাটনে চাপ দিতে হবে
- আবেদন ফর্ম পূরণে যা করণীয়
ফলাফলঃ
রেজাল্ট এর পিডিএফ দেখুন
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
I need it very badly