SGSC Admission উত্তরবঙ্গের অক্সফোর্ড নামে খ্যাত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। এ বছর ৬ষ্ঠ শ্রেণীতে ৬০ জন এবং ৮ম শ্রেণিতে ৬০ জন করে দুই শ্রেণী মিলায়ে মোট ১২০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে। ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন প্রোসেস’সহ বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তি ফলাফল, সহ অনান্য বিস্তারিত তথ্যের জন্য কলেজের ওয়েবসাইট ভিজিট করুন। কলেজের ওয়েবসাইট www.sgtc.gov.bd
করোনা ভাইরাসের কারণে আসন্ন শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলগুলোর সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) থেকে অনলাইনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদনপত্র পূরণ শুরু হয়েছে ।
আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে লটারি পরিচালনা করা হবে। এদিকে ভর্তির আবেদন ফি কিছুটা কমিয়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক থেকে এসএমএস করে আবেদন ফি দিতে পারবেন শিক্ষার্থীরা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এসব তথ্য জানিয়ে সারাদেশের জেলা ও উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষার্থীরা আবেদনের সময় ৫টি স্কুল নির্বাচন করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ১১০টাকা আবেদন ফি দিতে হবে। টেলিটকের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।
জানা গেছে, টেলিটকের ওয়েবসাইটের (https://gsa.teletalk.com.bd/) মাধ্যমে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ সহ দেশের সব কটি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই লটারির কাজটি হবে, এতে সময় কম লাগবে।
লটারি করে হবে সে সিদ্ধান্ত নেবে জেলা উপজেলা ভর্তি কমিটি। এরপর নির্বাচিত বিদ্যালয়ে ভর্তি হবে শিক্ষার্থীরা।
করোনা মহামারিতে সরকারি স্কুলের ভর্তি ফরমের দাম কমিয়েছে সরকার। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৭০ টাকার পরিবর্তে ১১০ টাকা এবং বেসরকারি বিদ্যালয়গুলোতে ২০০ টাকার স্থলে ১৫০ টাকা করা হয়েছে। করোনার সময়ে বিপুলসংখ্যক অভিভাবকের আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
এছাড়া এ বছর ভর্তি পরীক্ষাও নেয়া হচ্ছে না। এতে ভর্তি সংক্রান্ত ব্যয়ও কমবে। এসব বিবেচনায় ভর্তি ফরমের মূল্য কমিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেশের জেলা উপজেলায় অবস্থিত সরকারি স্কুলগুলোতে ভর্তির আবেদনের বিস্তারিত প্রক্রিয়া ব্যাখ্যা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ভর্তির আবেদন প্রোসেস সহ বিস্তারিত বিজ্ঞপ্তিতে,
গত ২৫ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ঢাকা মহানগরীর স্কুলগুলোতে অর্ধেক শিক্ষার্থী ভর্তি করা হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের আশপাশের এলাকায় বসবাসরত (ক্যাচমেন্ট এরিয়া) শিক্ষার্থীদের।
এত দিন ঢাকা মহানগরীর বিদ্যালয়গুলোতে ৪০ শতাংশ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেত আশপাশের এলাকা থেকে।
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
[আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে ইমেইল আইডি সংযুক্ত করে কমেন্ট করুন]
শিক্ষাবৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
SGSC Admission SGSC Admission SGSC Admission