মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পেতে আবেদনের সময় বাড়ানো হয়েছে।
অনুদান পেতে আগামী ২০ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে সময় বাড়ানোর বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে।
আর্থিক অনুদান হিসেবে ১১ কোটি টাকা দেবে শিক্ষামন্ত্রণালয়
মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান দেয়া হবে। প্রতিবন্ধী, অসহায়, অস্বচ্ছল ও মেধাবী, অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুদান পেতে অগ্রাধিকার পাবেন।
শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন পদ্ধতি
আদেশে মন্ত্রণালয় বলছে, করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেয়ার জন্য অনলাইনে আবেদন সময় ২০ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে ২০২০-২০২১ অর্থবছরের রাজস্ব বাজেটের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রনালয়ের অধীনে আর্থিক অনুদানের আবেদনের সময়সীমা পুনঃরায় বৃদ্ধি
এর আগে ১০ মার্চ পর্যন্ত অনলাইনে বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা পাওয়ার আবেদন করার সুযোগ দেয়া হলেও তা ২০ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।
সংশোধিত নীতিমালা অনুসারে, বিশেষ মঞ্জুরির বরাদ্ধ বাবদ মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। শিক্ষকরা সর্বোচ্চ ২০ হাজার টাকা পাবেন। আর শিক্ষার্থীরা স্তর ভেদে ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত পাবেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত ও ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অস্বচ্ছল ও মেধাবী, অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রধিকার পাবেন।
শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন পদ্ধতি
আর বেসরকারি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, বিভাগের ওয়েবসাইটে (www.tmed.gov.bd) প্রবেশ করে ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফরম’ বাটনে ক্লিক করে অনলাইনে অনুদান পাওয়ার আবেদন করতে হবে। হার্ডকপিতে কোন আবেদন নেয়া হবে না।
আরো পড়ুনঃ
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
- সিজেডএম -এর জিনিয়াস বৃত্তির চূড়ান্ত ফল ৪৮ ঘন্টার মধ্যেই
- এসএসসি পাশে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ চলছে | আবেদন অনলাইনে
- এইচএসসি পাশেই সরাসরি জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট ও সাবমেরিনার পদে নিয়োগ দিচ্ছে নৌবাহিনী
- শাহ্জালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২৩ (Shahjalal Islami Bank Scholarship)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group