চাকরি না পেয়ে ন্যায্যমূলে কিডনি বিক্রির জন্য ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ করে পোস্ট দিয়েছেন এক যুবক। তার নাম রফিকুল হাসান। হতাশা থেকেই তিনি এ কাজ করেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন। Viral news
জানা গেছে পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগণার শাসনে বসবাস করেন তিনি। সেই এলাকায় শুধু তিনি একা নন, তার সঙ্গে রয়েছেন কয়েক যুবক, যারা চাকরি না পেয়ে অভাব-অনটনে হতাশায় দিন কাটাচ্ছেন।
সংসারের দায় ঘাড়ে এসে পড়েছে। কিন্তু রোজগার নেই।বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনের পর দীর্ঘদিন চাকরির খোঁজ করেছেন রফিকুল হাসান। বহু জায়গায় আবেদন করেছেন। সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন কিন্তু কাজ মেলেনি।
চরম হতাশায় শেষে ফেসবুকে পোস্ট করেন খোদ স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ করে। ক্যাপশনে লেখেন, সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী, বেকারত্বের জ্বালা আর নিতে পারছি না। আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই। আমার কিডনিটি ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব।
দেশি, বিদেশী বৃত্তি, চাকরি, পড়াশুনার খবর সহ অনান্য খবর পড়ুন নিচের ওয়েবসাইটে www.eduguideline.com
দেশি, বিদেশী বৃত্তি, চাকরি, পড়াশুনার খবর সহ অনান্য খবর পড়ুন নিচের ওয়েবসাইটে www.eduguideline.com
ভারতীয় গণমাধ্যমকে রফিকুল হাসান বলেন, ২০২১ সালে টেট পরীক্ষায় বসি। ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু কী হলো বুঝতে পারিনি। এরপর নানা সরকারি চাকরির পরীক্ষা দিই। কিন্তু ফলাফলই জানতে পারিনি।
রফিকুল হাসান আরো বলেন, লেখাপড়া করে সরকারি চাকরি পাব ভেবেছিলাম। প্রধানমন্ত্রীও বলেছিলেন, ২ কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কিন্তু কোথায় কী! হতাশায় অভাব-অনটনে দিন কাটছে। সূত্র: জি২৪ ঘণ্টা।
viral news, viral news,
অন্য খবর পড়ুন,
- Al Arafah Islami Bank Scholarship Result 2022 (PDF Download)
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার ২০২২
- ঢাকা জেলাপরিষদ শিক্ষাবৃত্তির সার্কুলার প্রকাশিত
- ইমদাদ সিতারা খান এইচএসসি শিক্ষাবৃত্তি সার্কুলার -২০২৩
- জেলা পরিষদ বৃত্তি ২০২৩ সার্কুলার । Rajshahi District Council Scholarship
কোনোকিছু জানতে চাইলে কমেন্টবক্সে ইমেইল আইডি সংযুক্ত করে কমেন্ট করুন।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group