আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (Ansar VDP Job Circularb2021) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বাহিনীটি তাদের সাধারণ আনসার পদে দেশব্যাপী লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদের নাম- সাধারণ আনসার
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে
আবেদন যোগ্যতা
১। কমপক্ষে অষ্টম শ্রেণি পাস।
২। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
৩। বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি হতে হবে।
৪। দৃষ্টি শক্তি ৬/৬
৫। বয়সসীমা ১৮-৩০ বছর।
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে এই http://ansarvdp.gov.bd ঠিকানায় থেকে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
২০০ টাকা
বেতন ও সুযোগ সুবিধা
১। মাসিক বেতন সমতল এলাকার জন্য ১৩০৫০ টাকা, পার্বত্য এলাকার জন্য ১৪২০০ টাকা।
২। ৯৭৫০ টাকা
৩। রেশন ও আর্থিক সহায়তা প্রদান।
Circular : আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আবেদনের শেষ তারিখ
৬ সেপ্টেম্বর, ২০২১
আরো পড়ুন,
অনেক প্রত্যাশার পর এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বর্তমানে একটি মান সম্মত চাকরি যেনো সোনার হরিণ। বেকার যুবকদের জন্য এই বিজ্ঞপ্তিটি একটি দারুণ সুসংবাদ।
বেকার যুবকরা একটু চেষ্ঠা করলেই চাকরিটি পেয়ে যেতে পারে ৷ চাকরি পেতে হলে বিজ্ঞপ্তিতিটি আগে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে।
তারপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মোতাবেক আবেদন প্রক্রিয়া সম্পর্ণ করতে হবে। আবেদন কিভাবে করতে হবে? প্রতিটি চাকরির আবেদনের প্রসেস আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে ।
পূর্ণাঙ্গ আবেদন প্রসেস পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন। www.eduguideline.com
চাকরি আবেদন শেষে চাকরির প্রস্তুতির পালা। বর্তমানে কম্পিটিশনের যুগে চাকরির বাজারে লড়াই করে কাঙ্খিত চাকরি পাওয়া খুবিই কষ্টসাধ্য ব্যাপার।
Ansar VDP Job Apply process
কারন যে হারে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, প্রাইভেট ভার্সিটি অনান্য বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বের হচ্ছে,
প্রতি বছর সেই হারে চাকরি পাচ্ছে না। এর একমাত্র কারন সরকারি চাকরি গুলোতে পদ সংখ্যা স্বল্পতা ও অসংখ্য প্রতিযোগী ।
সরকারি-বেসরকারি উভয় সেক্টর গুলোতে বর্তমানের পদের থেকে প্রার্থী বেশি হওয়ায় কম্পিটিশন বেড়ে গেছে। এজন্য বর্তমান যুগে চাকরি পেতে হলে অবশ্যই ভালো প্রস্তুতি ছাড়া চাকরি পাওয়া সম্ভব না।
Circular : আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, সাধারণ আনসার নিয়োগ ২০২১, আনসার ভিডিপি নিয়োগ চলছে, আনসার ভিডিপিতে নিয়োগ, সাধারণ আনসার নিয়োগ, আনসার ভিডিপি নিয়োগ সার্কুলার প্রকাশ, আনসার ভিডিপি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আনসার ভিডিপি নিয়োগ, আনসার ভিডিপি আবেদন কিভাবে,৮ম শ্রেণী পাশে সাধারণ আনসার নিয়োগ, আনসার ভিডিপি আবেদন প্রসেস, Ansar VDP Job Circular 2021, Ansar VDP job Apply, Ansar VDP, Ansar VDP Job Apply process, আনসার বাহিনীতে নিয়োগ, আনসার বাহিনীতে আবেদন করবো কিভাবে? আনসার বাহিনী অফিশিয়াল, আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, Ansar vdp, Ansar VDP job circular 2021,Ansar VDP Job result 2021, Ansar VDP result,
New Circular : আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group