একাদশ শ্রেণী ভর্তি আবেদন প্রক্রিয়া ০৮ জানুয়ারি ২০২২ ইং তারিখ হতে শুরু হয়েছে।
একাদশ শ্রেণীর ভর্তির আবেদন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫ টি এবং সর্বোচ্চ ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ তালিকা দিতে পারবে।
আবেদনের পূর্বে অবশ্যই আবেদন ফি প্রদান করতে হবে।আবেদন ফি প্রদান সম্পন্ন করার পর অনলাইনে আবেদন করা যাবে।
কিভাবে আবেদন ফি প্রদান করবেন।
- Nagad Payment System
- Sonali Web Payment System
- Sonali eSheba Payment System
- teletalk Payment System
- bKash Payment System
- Rocket Payment System
- Upay Payment System
আবেদন করার জন্যে প্রথমে এই লিংকে প্রবেশ করুন XI-CLASS ADMISSION
প্রথমে এই XI-Class admission ওয়েবসাইডে প্রবেশ করুন। তারপর Apply Now বাটনে ক্লিক করুন
Apply Now বাটনে ক্লিক করার পর নিচে গিয়ে আপনান SSC রোল নাম্বার,বোর্ড, পাসের বছর,রেজিস্ট্রেশন দিন তারপর ক্যাপচা পুরন করে নিচের Next বাটনে ক্লিক করুন।
এরপর পরের পেজে গিয়ে আপনার মোবাইল নাম্বার দিন।অভিভাবকের আইডি কার্ড এর নাম্বার দিন।
বি.দ্র:পেমেন্ট করার সময় যে ফোন নাম্বার দিবেন সেটায় এখানে দিতে হবে।এরপর Next বাটনে ক্লিক করুন।
একাদশ শ্রেণী ভর্তি আবেদন প্রক্রিয়া কলেজ বাচায় র্পব
এই পেজে গিয়ে আপনি কলেজ পছন্দ তালিকা করতে পারবেন।
প্রথমে আপনার বোর্ড বাছাই করুন। পর্যায়ক্রমে আপনার জেলা,থানা সেলেক্ট করুন।এরপর আপনি কলেজ বাছাই করুন।
আপনার পছন্দের তালিকায় যেটি ১ নাম্বারে রাখতে চান সেই কলেজটি প্রথমে বাছায় করুন।
এরপর নিচে শিফ্ট,মাধ্যম,বিভাগ সিলেক্ট করুন তারপর Add This College ক্লিক করুন।
এইভাবে আপনি সর্বনিম্ন ৫ টি এবং সর্বেচ্চ ১০ টি কলেজ বাছায় করতে পারবেন।
বি.দ্র: আপনি যদি কোনো কলেজ বাছায় করেন এবং আপনার GPA যদি ঐ কলেজের জন্য পর্যাপ্ত না হয়
তাহলে আপনকে সেই নোটিফিকেশন দেখাবে যে আপনি ঐ কলেজের জন্য যোগ্য নন। আপনাকে অন্য কলেজ চয়েস করতে হবে।
আপনার পছন্দের কলেজ তালিকা করার পর Preview Application বাটনে ক্লিক করুন।
আপনি যদি কোনো কারনে কোনো ভুল করেন আপনি তা সংশোধন করতে পারবেন।পছন্দের তালিকা পরিবর্তন করতে পারবেন।কিন্তু সর্বোচ্চ ৫ বার।
একাদশ শ্রেণী ভর্তি বিজ্ঞপ্তি-২০২১-২২ xi class Admission circular (eduguideline.com)