এসএসসি নবম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২। কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক
প্রণয়নকৃত ২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে নির্ধারিত
গ্রিড অনুযায়ী নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলাে।
এসএসসি নবম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান
বিতরণকৃত নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ২৬ জানুয়ারি ২০২২ খ্রি. রােজ বুধবার থেকে শুরু হবে।
উক্ত অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক
প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
এসএসসি নবম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ গণিত, বিষয় কোড: ১০৯, এ্যাসাইনমেন্টঃ ০৩
অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা: (সংকেত/খাপ/পরিধি):
১। এখন একটি ট্রাপিজিয়াম আকৃতি টেবিলের উপরি তলের আনুপাতিক চিত্র আঁক যার সমান্তরাল বাহু দুইটি হবে তােমার আয়তাকার পড়ার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ এর সমান এবং ট্রাপিজিয়ামের ক্ষুদ্রতর বাহু (টেবিলের প্রস্থ) সংলগ্ন দুইটি কোণের একটি হবে 7 5 এর সম্পূরক এবং অপরটি 135 হবে।
(পাঠ্যবই এর উদাহরণ ৩ (পৃষ্ঠা নম্বর – ১৪৭) সাহায্য নিবে। প্রয়ােজনে ক্ষুদ্রতর বাহুকে বর্ধিত করে বৃহত্তম বাহু কেটে তার উপর একটি সামান্তরিক এঁকে চেষ্ঠা করবে।)
২। A B CD একটি চতুর্ভুজের আনুপাতিক চিত্র আঁক। যেখানে A B = টেবিলের দৈর্ঘ্য, B = টেবিলের প্রস্থ, * B = 75, C = 135° এবং D = 60° (পাঠ্যবই এর অনুশীলনী ৭.২ এর ১১ নম্বরকে অনুসরণ করবে।)
গণিত সমাধান দেখুন
এসএসসি ৯ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান, এসএসসি ৯ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর, এসএসসি ২০২২ নবম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর দেখুন, এসএসসি ২০২২ নবম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর, এসএসসি নবম সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট, SSC 9th week Assignment Solution, ssc 2022 9th week assignment solution, ssc 9th week assignments answer, ssc 9th week assignment,
এসএসসি নবম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ রসায়ন, বিষয় কোড: ১৩৭, এ্যাসাইনমেন্টঃ ০২
অ্যাসাইনমেন্টঃ প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসােটোপ ভর সংখ্যা ৬৩ ও ৬৫। প্রতিটি আসােটোপের মুল কণিকার সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলটির পর্যায় সারণিতে অবস্থান, মৌলটির বিভিন্ন শক্তিস্তর ও উপশক্তিস্তর এবং তাতে বিদ্যমান। ইলেকট্রন সংখ্যা 2n2এবং 2(21+1) সূত্রের সাহায্যে বিশ্লেষণ কর;
লেখার নির্দেশনা:
ক. আইসােটোপের মূল কণিকা হিসাব;
খ. মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরের সংখ্যা হিসাব ও প্রতীকের সাহায্যে উপস্থাপন;
গ. মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব;
ঘ. পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়;
ঙ. পাঠ্যবইয়ের তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের আলােকে প্রতিবেদন লিখা;
রসায়ন সমাধান দেখুন
এসএসসি ২০২২ নবম সপ্তাহ হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ হিসাব বিজ্ঞান, বিষয় কোড: ১৪৬, এ্যাসাইনমেন্টঃ ০২
অ্যাসাইনমেন্টঃ “হিসাবরক্ষণে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়ােগ”
সহায়ক তথ্য: মেসার্স জয়া এন্ড কোং-এর কতিপয় লেনদেন নিম্নরূপ:
১। মিসেস জয়া মুখার্জি ব্যবসায়ে আরাে ২০,০০০ টাকা বিনিয়ােগ করলেন।
২। অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলাে ২৫,০০০ টাকা।
৩। অফিস ভাড়া তিন মাসের অগ্রিম প্রদান করা হলাে ১৮,০০০ টাকা।
৪। রাজনের নিকট বিক্রয় করা হলাে ২৫,০০০টাকা।
৫। ব্যাংক চার্জ ধার্য করল ১,৫০০ টাকা।
৬। ব্যাংক হতে উত্তোলন করা হলাে ৬,০০০ টাকা।
৭। ধারে পণ্য ক্রয় করা হলাে ১৫,০০০ টাকা।
৮। মজুরি প্রদান করা হলাে ৩,০০০ টাকা।
৯। ক্রয় ফেরত ২,০০০ টাকা।
১০। ব্যাংকে জমা দেওয়া হলাে ১০,০০০ টাকা।
লেখার নির্দেশনা: (সংকেত/ধাপ/পরিধি):
ক. দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা;
খ. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য;
গ. ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলি (পাঠ্য বইয়ের আলােকে);
ঘ. সংযুক্ত লেনদেনগুলাের ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণসহ নির্ণয় করা (পাঠ্য বইয়ের ৫৫ পৃষ্ঠার আলােকে
হিসাববিজ্ঞান উত্তর দেখুন
এসএসসি ২০২২ নবম সপ্তাহ ইতিহাস ও বিশ্বসভ্যতা অ্যাসাইনমেন্ট
বিষয়ঃ ইতিহাস ও বিশ্বসভ্যতা, বিষয় কোড: ১৫৩, এ্যাসাইনমেন্টঃ ০২
অ্যাসাইনমেন্টঃ তােমার পাঠ্যপুস্তকে পঠিত মিশর, সিন্ধু, গ্রিক ও রােমান সভ্যতার উল্লেখযােগ্য অবদানসমূহ পর্যালােচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন কর।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১। বিশ্বসভ্যতাসমূহের (মিশর, সিন্ধু, গ্রিক ও রােম) সংক্ষিপ্ত পটভূমি;
২। সভ্যতাসমূহের উল্লেখযােগ্য অবদান চিহ্নিত ও ব্যাখ্যা;
৩। প্রতিবেদন রচনার ধাপসমূহ অনুসরণ;
৪। মানবসভ্যতার অগ্রগতিতে আলােচ্য চারটি সভ্যতার ভূমিকা মূল্যায়ন।
ইতিহাস ও বিশ্বসভ্যতা উত্তর দেখুন
চলমান ৩ টি শিক্ষাবৃত্তি
(১)ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২১ | DBBL SSC Scholarship
(২)শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদনের আহ্বান
(৩)এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group