ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২১ দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে (২০২০-২১ শিক্ষাবর্ষে) ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এই ফলাফল প্রকাশ করেন মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
এসময় স্বাস্থ্য শিক্ষার পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিবসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BDS ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২১, ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২১
ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পাস মার্ক পেয়েছেন ২৬ হাজার ৭২৬ জন। আর মেধাতালিকা ও কোটাভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়েছে।
ডেন্টাল ফলাফল পুনঃনিরীক্ষন করুন
মেধাতালিকায় প্রথম হয়েছেন মো. নাজমুস সাকিব রাহাদ। তিনি ঢাকা ডেন্টাল কলেজের জন্য নির্বাচিত হয়েছেন।
ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২১ দেখুন নিচে
ডেন্টাল ( বিডিএস) ভর্তি ফলাফল ২০২১ প্রকাশিত। রেজাল্ট দেখুন এখানে
রেজাল্ট দেখুন
https://result.dghs.gov.bd/bds/
উল্লেখ্য
এর আগে গত শুক্রবার সারাদেশের ৮টি কেন্দ্রের বিভিন্ন ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিলেন ৩৯ হাজার ১০৯ জন।
জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রে মোট আবেদনকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিলেন ৫ হাজার ৪২৭ জন। এই কেন্দ্রে
উপস্থিত ছিলেন ৪ হাজার ৪৮৬ জন আর অনুপস্থিতিতের সংখ্যা ৯৪১ জন।
রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৮ হাজার ১৬ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৬ হাজার ১৮৬ জন
আর অনুপস্থিতিতের সংখ্যা ১ হাজার ৮৩০ জন।
বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৩২৭ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ১
হাজার ৭১৩ জন আর অনুপস্থিতিতের সংখ্যা ৬১৪ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার ২০০ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৫ হাজার ৩৭৪ জন
আর অনুপস্থিতিতের সংখ্যা ১ হাজার ৮২৬ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ হাজার ১৭৯ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৩ হাজার ৪৩২ জন
আর অনুপস্থিতিতের সংখ্যা ৭৪৭ জন।
BDS Admission Result 2020-2021
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৮ হাজার ৫৩৪
জন আর অনুপস্থিতিতের সংখ্যা ৩ হাজার ৪৬৬ জন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৬ হাজার ৮৫৫ জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৪ হাজার ৮২১
জন আর অনুপস্থিতিতের সংখ্যা ২ হাজার ৩৪ জন।
ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৭ হাজার জন। এই কেন্দ্রে উপস্থিত ছিলেন ৪ হাজার ৫৬৩ জন আর
অনুপস্থিতিতের সংখ্যা ২ হাজার ৪৩৭ জন।
ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২১, ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২১, ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২১, ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২১, ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২১, ডেন্টাল ভর্তি রেজাল্ট ফলাফল ২০২০-২০২১,
১০ সেপ্টেম্বর ২০২১ তারিখে বিডিএস ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২১ (BDS Dental Admission Test Question Solution 2021) অনুষ্ঠিত হয়। নিচে ডেণ্টাল ভর্তি পরীক্ষা ২০২১ এর সসম্পূর্ণ প্রশ্ন ও সমাধান দেওয়া হলো।
ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ প্রশ্ন ও উত্তর, ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২১ প্রশ্ন সমাধান, বিডিএস ভর্তি পরীক্ষা প্রশ্ন -২০২১ সমাধান, Dental Admission Test Question 2021, Dental Admission question 2021, dental admission question 2021,dental admission result 2021,
BDS ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২১ প্রশ্ন সমাধান
Biology Answer
1) বহিঃস্থ আবরণ নেই যে ভাইরাসের – TMV
2) টক্সিক ভেকসিন- ডিপথেরিয়া /টিটেনাস
3) ডিএনএ ভাইরাস কোনটি- হারপিস ভাইরাস
4) ঘাসফড়িং এর স্পাইরাকলের চারদিকে কোনটি থাকে?- পেরিট্রিম
5) পাতার কুচির জনন কোন উপায়ে?-পাতার মাধ্যমে/অঙ্গজ জনন
6) সেকেন্ড আপার মোলারে কোন স্যালাইভা গ্ল্যান্ড উম্মুক্ত হয়?-Parotid
7) HCL র ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন?-Gastrin
8) গাজরের কোন প্লাস্টিড থাকে?
– ক্রোমোপ্লাস্ট
9) করপাস লুটিয়াম থেকে কোনটি নিঃসরণ হয়?
-প্রোজেস্টেরণ
10) বৃক্কের কাজ নয়?-WBC Production
11) অটোফ্যাগি করে কোম অঙ্গাণু?
-লাইসোজোম
12) মুখমণ্ডলের অস্থির সংখ্যা?
-১৪টি।
13) উদ্ভিদ মাটি থেকে কোনটি শোষণ করে- নাইট্রোজেন
14) এসিড বৃষ্টির জন্যে দায়ী- সাল্ফার ডাই অক্সাইড
15) বহিঃক্ষরা গ্রন্থি নয়- থাইরয়েড
16) বোমেন্স ক্যাপসুল এর আবরনী-স্কোয়ামাস
17) বক্ষ অস্থিতে – সাবক্লেভিয়ান ধমনী
18) ক্রেবস চক্রের কাচামাল -Acetyl Co-A
19) গ্লাইকোলাইসিস হয়- সাইটোপ্লাজমে
20) পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় কোনটি-হাইপোথ্যালামাস
চামড়ার টেনিং এ ব্যাবহার হয় – Chromium
22)রক্ত জমাট বাধায় – ক্যালসিয়াম
23)শ্বাশনালির ভেতরে খাদ্য যেতে বাধা দেয় – এপিগ্লটিস
24)এক্টোডার্ম থেকে তৈরি হিয়- চোখের লেন্স
25)স্বাভাবিক বিএমআই -18.5-24.99
26)Na এর মাত্রা নিয়ন্ত্রণ করে – এল্ডোসটেরোন
27) নিউক্লিয়ার বিভাজন – ক্যারিওকাইনোসিস
Dental (BDS)Admission Question & Solution 2020-2021
Chemistry Answer
1) সবথেকে কার্যকরী কোয়াগুলেন্ট কোনটি – ferrous sulphate
2) পানিতে অদ্রবণীয় কোনটি -BaSO4
3) পানিতে অধিক দ্রবণীয় কোনটি-NH3
4) NaOH এর ঘনমাত্রা কোনটি-
5) এন্টিমাইক্রোবিয়াল এজেন্ট ন্য – BHT
6) নেশলার দ্রবণ – NH4+
7) কোনটিতে সম আয়ন প্রভাব বিদ্যমান –
8) Xn কিসের প্রতিক- জেনন
9) কোনটির কোয়াগুলেশন ক্ষমতা দ্রুত?
-Al3+
10) ল্যাকটোজের পরিমান বেশি থাকে কোথায়?
-মায়ের দুধে
11) শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করে কোনটি?-SO2
12) ক্রোমাটোগ্রাফি এর দশা কয়টি- ২ টি
13) রুইমাছের বক্ষপিঞ্জরের কোন ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হয়- করডাল ধমনী
14) অস্থায়ী চম্বুক কোথায় ব্যবহৃত হয় -কলিং বেল
15) তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে কে রুপান্তরিত করে? – বৌদ্যুতিক মটর
16) হুইটস্টোন ব্রিজের সাহায্য কোনটি নির্নয় করা হয় – রোধ
17) অগ্নিনির্বাপক – কার্বন ডাই অক্সাইড
18) সাইট্রিক এসিড পিএইচ- ৩.১৪
19) Na এর মাত্রা নিয়ন্ত্রণ করে – এল্ডোসটেরোন
20) কোনটি সবল এসিড নয়- এসিটিক এসিড
21) গ্লিসারল ফ্যাটি এসিড এর সমন্বয়ে গঠিত হয়- ফসফোলিপিড
22) বুরেট পরিষ্কারক – ক্রোমিক এসিড
23) Cu(NH3)2+ —-সসন্নিবেশ বন্ধন
ডেন্টাল ভর্তি প্রশ্ন সমাধান ২০২১
ডেন্টাল ভর্তি রেজাল্ট ২০২০-২০২১ সেশন, ডেন্টাল ভর্তি ফলাফল ২০২১, Dental Admission Test Result 2021, BDS Dental Admission Result 2021,
Physics
1) কোন তাপমাত্রায় g এর মান সবচেয়ে বেশি- (gravitation decreases as the temperature of the object increases. On the contrary, gravity increases as the temperature of the object decreases.)
2) প্রতিসরক টেলিস্কোপ কোনটি -গ্যালিলিও
2) চার্জের একক কি?
-কুলম্ব
3) বিকরিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 486.7 nm হলের এর ফ্রিকোয়েন্সী কত?
4) -6.163×10^-14 hz
5)বেশি তরংগ দৈর্ঘ – মাইক্রোওয়েভ
6) অসংরক্ষনশিল বল- ঘর্ষণ বল
7) 1 guss =10000 T
8)
ডেন্টাল ভর্তি প্রশ্ন সমাধান ২০২১
GK Answer
1) বাংলাদেশ কত সালে জাতিসংঘ পদ লাভ করে-1974
2) পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কয়টি-৪১ টি
3) জয় বাংলার জয় গানটির গীতিকার কে- মাজহারুল ইসলাম
4)ভানু সিংহ কার ছদ্ম নাম= রবীন্দ্রনাথ
5) পাটের আঁশ পলিথিন তৈরির আবিষ্কারক= মোবারক আহমেদ খান
6) অসমাপ্ত আত্মজীবনী র ইংলিশ নাম= the unfinished memories
7)ঢাকা কতো নং সেক্টরে ছিলো= 2
8) বঙ্গবন্ধুকে জুলিও কুরি উপাধি দেওয়া হয়= ২৩ মে
9) জসিম উদ্দিনের লেখা= রাখালী
10)মুজিব নগর সরকার শপথ গ্রহণ করে কবে= ১৭ এপ্রিল
English Answer
1.benefit adjective= beneficial
2.concluded noun= conclusion
3.wholesome= adjective
4. pertinent= relevant, resilient
5.forget noun= forgetfulness
6. Encyclopedia/ encyclopaedia
7.Millennium
8.habib has been using= Present perfect continuous
9.It was raining when i got up – past continuous
10. I prevent him from going
11. Ambition for
12. exuberant Antonym= গ্লুম্য
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group