ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান
আজ ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
এক ঘণ্টা ৩০ মিনিটের এ পরীক্ষা ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে একযোগে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়েছে।
এইচএসসি ২০২১ সালে পাশকৃতদের জন্য শিক্ষাবৃত্তি ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার
চান্স পাওয়ার সম্ভাবনা ও নিজের অবস্থান জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটের সমাধান জানা জরুরি। তাই ঢাবি গ ইউনিট এর সমাধান নিচে বিস্তারিত দেওয়া হলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান
মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরা করা হবে।
MCQ ও লিখিত পরীক্ষা মিলে ১০০ নম্বর নির্ধারিত থাকবে এবং অবশিষ্ট ২০ নম্বর মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত
জিপিএ ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে গুন করে এই দুয়ের যোগ ফল ১০০ নম্বরের
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরের উপর শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরী করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন পিডিএফ দেখুন
একটু পরে সমধান আপডেট করা হবে।
বাংলা প্রশ্ন সমাধান
গ ইউনিটে বাংলায় মোট ১২ ট প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণের মাঝে এই অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সলভ (বাংলা অংশ) আপলোড করা হবে।
University ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১-২২
ইংরেজি প্রশ্ন সমাধান
গ ইউনিটে ইংরেজি মোট ১২ ট প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ঢাবি গ ইউনিট ইংরেজি অংশে পাশ করতে নূন্যতম ৫ নম্বর পেতে হবে।
ভর্তি পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণের মাঝে এই অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন উত্তর (ইংরেজি অংশ) আপলোড করা হবে।
হিসেববিজ্ঞান প্রশ্ন সমাধান
গ ইউনিটে হিসেববিজ্ঞান মোট ১২ ট প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার
কিছুক্ষণের মাঝে এই অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন উত্তর (হিসেববিজ্ঞান অংশ) আপলোড করা হবে।
Result ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১-২২
ব্যাবসায় নীতি ও প্রয়োগ প্রশ্ন সমাধান
ব্যাবসায় নীতি ও প্রয়োগ থেকে গ ইউনিটে মোট ১২ ট প্রশ্ন আসে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর।
ভর্তি পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণের মাঝে এই অংশে ঢাকা
বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন উত্তর (ব্যাবসায় নীতি ও প্রয়োগ অংশ) আপলোড করা হবে।
আরো দেখুন,
- ঢাবি বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন সমাধান
- ঢাবি বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট প্রশ্ন সমাধান
- ঢাকা বিশ্ববিদ্যালয় চ ইউনিট প্রশ্ন সমাধান
- ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ ইউনিট প্রশ্ন সমাধান
মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকিং প্রশ্ন সমাধান
মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকিং থেকে গ ইউনিটে মোট ১২ ট প্রশ্ন আসে।
প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণের মাঝে এই অংশে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন
উত্তর (মার্কেটিং / ফিন্যান্স এন্ড ব্যাংকিং অংশ) আপলোড করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট এমসিকিউ প্রশ্ন উত্তর
ঢাবি গ ইউনিট লিখিত প্রশ্ন সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট এমসিকিউ প্রশ্ন ২০২১-২২
ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট লিখিত প্রশ্ন ২০২১-২২
গ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল
মেধাস্কোরের ভিত্তিতে নির্ণীত মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও ফলাফল ভর্তি পরীক্ষার পর ৪ (চার) সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েব সাইট admission.eis.du.ac.bd পাওয়া যাবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবে।
Admission of DU ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১-২২
গ ইউনিট ভর্তি পরীক্ষার পাশ নম্বর
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ১,২৫০ জন প্রার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে।
তবে MCQ অংশে ইংরেজিতে ন্যূনতম ০৫ এবং সর্বমোট ২৪ নম্বর পেতে হবে।
এছাড়া লিখিত অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর ১১। তবে MCQ এবং লিখিত উভয় অংশ মিলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।
ভর্তির উপরোক্ত শর্তসমূহ কোটাসহ সকল পরীক্ষার্থীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে।
MCQ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রমানুসারে আসন সংখ্যার ন্যূনতম ৩ গুন প্রার্থীদের লিখিত উত্তর পত্র মূল্যায়ণ করা হবে।
এসএসসি ও এইচএসসি পাশে আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
(১)আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি -২০২২ সার্কুলার (মাসিক ৩৫০০ টাকা মোট ৩-৫ বছর)
(২) প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
(৩) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড শিক্ষাবৃত্তি
(৪) জেলা পরিষদ শিক্ষাবৃত্তির লিস্ট
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Dhaka University C Unit Question Solution 2022
ঢাবি গ ইউনিট প্রশ্ন সমাধান Dhaka University C unit Question Solve 2021-22
Dhaka University Ga unit Question Solve 2021-22
DU C unit Question Solution 2021-22
DU Ga Unit Question Solve 2021-22
Dhabi Ga unit Question Solution