জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল আজ বুধবার (২৫ মে) প্রকাশ করা
হয়েছে। এ পরীক্ষার ফলাফল সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results অথবা www.nubd.info/results ) পাওয়া যাবে।
অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরীক্ষায় ৭৩৩টি কলেজের ২
লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ।
উল্লেখ্য, ৪ বছরের সমন্বিত ফলাফল (CGPA) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd অথবা www.nubd.info ) ফল পাওয়া যাবে। নিচের লিংকে রেজাল্ট দেখা যাচ্ছে ।
রাত ৯টা থেকে যেকোনো মোবাইলের মাধ্যমে nu < space > H4 < space > Reg No (শেষের ৭ সংখ্যা) লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে।
রেজাল্ট দেখুন
রেজাল্ট
অনলাইনে রেজাল্ট দেখুন এখানে রেজাল্ট

আরো পড়ুন,
জাতীয়বিশ্ববিদ্যালয়এরগ্রেডিং সিস্টেম ও সিজিপিএ নির্ণয় করার পদ্ধতিঃ
গ্রেডিং সিস্টেমঃ
৮০ বা তদুর্ধ = A+ = ৪.০০ বা ১ম বিভাগ
৭৫ থেকে ৭৯ = A = ৩.৭৫ বা ১ম বিভাগ
৭০ থেকে ৭৪ = A- = ৩.৫০ বা ১ম বিভাগ
৬৫ থেকে ৬৯ = B+ = ৩.২৫ বা ১ম বিভাগ
৬০ থেকে ৬৪ = B = ৩.০০ বা ১ম বিভাগ
৫৫ থেকে ৫৯ = B- = ২.৭৫ বা ২য় বিভাগ
৫০ থেকে ৫৪ = C+ = ২.৫০ বা ২য় বিভাগ
৪৫ থেকে ৪৯ = C = ২.২৫ বা ২য় বিভাগ
৪০ থেকে ৪৫ = D = ২.০০ বা ৩য় বিভাগ
৩৯ থেকে ০ = Fail = ০.০০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের GPA/CGPA নির্ণয় পদ্ধতিঃ
CGPA নির্ণয়ঃ
১ বছরের CGPA নির্ণয়ঃ এক বছরে মোট অর্জিত পয়েন্ট এক বছরে মোট অর্জিত ক্রেডিট।
এক বছরে মোট অর্জিত পয়েন্টঃ কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
এক বছরের মোট অর্জিত ক্রেডিটঃ পাশ কৃত
সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”
Ex : বিষয়ভিত্তিক পয়েন্ট × তার ক্রেডিটঃ
A-= 3.50×4 =14
B+=3.25×4=13
A+=4.00×4 =16
B+=3.25×4=13
A-=3.50×4=14
B+=3.25×4 =13
সুতরাং মোট অর্জিত পয়েন্টসঃ 14+13+16+13+14+13=83
এবং মোট অর্জিত ক্রেডিটঃ
4+4+4+4+4+4 = 24
মোট জিপিএ দাড়ায় : 83÷24=3.45
৪ বছরের CGPA নির্নয়ঃ চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) ÷ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা
চার বছরের মোট অর্জিত পয়েন্টঃ জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করলে পাবেন চার বছরের মোট অর্জিত পয়েন্ট।
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিটঃ পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল হলো পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট।
Ex : চার বছরের মোট অর্জিত পয়েন্টসঃ 83+85+81+79=328
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিটঃ
24+24+26+28=102
অতএব, মোট CGPA : 328÷102= 3.21
GPA ৩.০০ বা তদুর্ধ = ১ম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম = ২য় বিভাগ
জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম = তৃতীয় বিভাগ
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
অন্যরা যা পড়েছে,
- ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প-২০২৩ | Babylon Education Scholarship Project
- সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ | Sonali Bank Scholarship 2023 for SSC and HSC Batch
- মানিকগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি District Council Scholarship 2023
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক পর্যায়ের ২৫২৩ শিক্ষার্থী সিজেডএম-এর জিনিয়াস বৃত্তি পেলো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল দেখুন এখানে
অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল