এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১
ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্ট সমাধান
এসএসসি ষষ্ঠ সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্ট চতুর্থ অধ্যায়ঃ ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে নেওয়া হয়েছে। এখানে এসএসসি ২০২১ সালের ৬ষ্ঠ সপ্তাহের ফিন্যান্স অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও প্রশ্নের সমাধান দেওয়া হলো।
নির্দেশক প্রশ্নঃ
ক) ঝুঁকি ও অনিশ্চয়তার ধারণা
খ) ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য
গ) ঝুঁকির শ্রেণি
ঘ) আদর্শ বিচ্যুতির মান নির্ণয়
ঙ) আদর্শ বিচ্যুতির মানের প্রভাব বিশ্লেষণ
এসাইনমেন্টে ভাল নম্বর পেতে আমাদের ওয়েবসাইটের উত্তর ভালভাবে পড়ে ধারনা নিয়ে তারপর নিজে নিজে লিখো। এতেকরে সর্বোচ্চ মার্ক পাওয়ার নিশ্চয়তা বাড়বে।
ফিন্যান্স ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর শুরু
ক) ঝুঁকি ও অনিশ্চয়তার ধারণা
সাধারণ অর্থে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কাকে ঝুঁকি বলে। যখন কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কার প্রকৃতি জানা যায় না তাকে অনিশ্চয়তা বলে। ঝুঁকি পরিমাপ করা যা পরিমাপযোগ্য।
অর্থাৎ ঝুঁকিকে আগেই পরিমাপ করা যায়। অনিশ্চয়তাকে পরিমাপ করা যায না। ঝুঁকি হ্রাস করা যায়। যেহেতু ঝুঁকি আগেই পরিমাপযোগ্য তাই বিভিন্ন কৌশলের মাধ্যমে তা কমানো যায়। যেহেতু অনিশ্চয়তা পরিমাপ করা যায় না, তাই অনিশ্চয়া হ্রাস করাও যায় না।
ব্যাপক অর্থে, প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। অনিশ্চয়াতার যে অংশ গাণিতিক ভাবে পরিমাপ করা যায় তাই ঝুঁকি। বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের প্রত্যাশা থেকে প্রাপ্তির একটি ব্যবধান থাকে এবং এ ব্যবধান হওয়ার সম্ভাবনা থেকে ঝুঁকি সৃষ্টি হয়।
ফিন্যান্স ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর
উদাহরণ: রফিক ২০২১ সালের এস এস সি পরীক্ষার্থী। করোনা ভাইরাসের কারণে সঠিক সময়ে পরীক্ষা হবে কি না, পরীক্ষা হলে ভাল ফলাফল করতে পারবে কিনা, ফলাফলের পর ভাল কলেজে ভর্তি হতে পারবে কিনা, এ সবই অনিশ্চয়তা।
অনুরূপভাবে, একজন বিনিয়োগকারী শেয়ার ক্রয় করে কোম্পানি থেকে লভ্যাংশ পাবে কিনা, ভবিষ্যতে কোম্পানির আশানুরূপ পণ্যের বিক্রি হবে কিনা, প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে কি না এ সবই অনিশ্চয়তা।
আবার, বিস্কুট কোম্পানি আশা করছে আগামী বছর ১৫% নিট মুনাফা করবে। কিন্তু প্রকৃত নিট মুনাফা হলো ৮%। এখানে এই ৭% বিচ্যুতি হলো ঝুঁকির উৎস। বিনিয়োগকারী প্রতি শেয়ারে যখন ১৫ টাকা লভ্যাংশ প্রত্যাশা করে বছর শেষে ২০ টাকা লভ্যাংশ পায়, তখনো এই ৫ টাকা বিচ্যুতি ঝুঁকির উৎস বলে বিবেচিত হয়।
এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর
খ) ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য
যদিও অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয়, তবুও ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য রয়েছে।
প্রথমত, সব অনিশ্চয়তা ঝুঁকি নয়। খারাপ কোনো ঘটনা ঘটার র আশঙ্কাই হচ্ছে ঝুঁকি। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমা করা যায় সে অংশকে ঝুঁকি বলা হয়। কিছু কিছু অনিশ্চয়তা আছে, যা পরিমাপ করা যায় না।
উদাহরণ: একটি কোম্পানির প্রধান কর্মকর্তার মৃত্যু হতে পারে, এটা একটা অনিশ্চয়তা, কিন্তু এই অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না। ফলে এই রকম অনিশ্চয়তাকে ঝুঁকি ঝুকি বলা যায় না
দ্বিতীয়ত, ঝুঁকি পরিমাপ করা যায় বলে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাণ কমানো যায়। কিন্তু অনিশ্চয়তাকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে কমানো বা পরিহার করা যায় না।
নিয়ন্ত্রণে নেই বলে এই অনিশ্চয়তাকে কোম্পানি পরিহার করতে পারে না।
উদাহরণ: ভূমিকম্পের কারণে কোনো কোম্পানির অফিস দালান ভেঙে যেতে পারে, কিন্তু ভূমিকম্প কোম্পানির পারে না। পক্ষান্তরে, আগামী বছর কোম্পানির বিক্রয় কমে যাওয়ার আশঙ্কা একটি ঝুঁকি। কারণ, এই ঝুঁকি পরিমাপ করা যায় এবং এই ঝুঁকি হ্রাস করার জন্য কোম্পানি বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে। যেমন: অগ্রিম বিক্রি করতে পারে।
ফিন্যান্স ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর
গ) ঝুঁকির শ্রেণি
ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের সাথে কিছু না কিছু ঝুঁকি জড়িত থাকে। এসব ঝুঁকির কারণে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানকে এসব ঝুঁকি যথাযথভাবে ব্যবস্থাপনা করতে হয়। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য এসব ঝুঁকির উৎস ও শ্রেণি খুঁজে বের করা জরুরি। এ ব্যাপারে কারবারের প্রেক্ষাপট আর বিনিয়োগকারীর প্রেক্ষাপট ভিন্ন।
ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দুই ধরনের –
(১) ব্যবসায়িক ঝুঁকি: ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদি। এসব পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়। কোনো কোম্পানির পরিচালনা ব্যয় মেটানোর সক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা এবং পরিচালনা খরচের মিশ্রণ অর্থাৎ স্থায়ী এবং চলতি খরচের অনুপাতের উপর।
বিক্রয় আয়ে স্থিতিশীলতা না থাকলে অর্থাৎ বিক্রয়লব্ধ কোনো সময় আয় বেশি আবার কোনো সময় কম হলে, প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় মেটাতে অনিশ্চয়তা দেখা দেয়। আবার পরিচালন ব্যয়ে স্থায়ী খরচ যেমন: অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদির পরিমাণ বেশি হলে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়।
ফিন্যান্স ও ব্যাংকিং ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট সমাধান
(২) আর্থিক ঝুঁকি: কোনো প্রতিষ্ঠানের দায় পরিশোধের অক্ষমতা হতে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলা হয় আর্থিক ঝুঁকি। যে প্রতিষ্ঠানের ঋণের মাধ্যেমে সংগ্রহীত তহবিল বেশি, সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বেশি। কারণ ঋণ মূলধনের সুদ প্রদান করা বাধ্যতদামূলক।
পক্ষান্তরে, অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করা হলে মুনাফা বন্টন বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুকি দুই ধরনের__
i) সুদ হারের ঝুঁকি: যেসব বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে, তাদেরকে সুদ হারের ঝুঁকি মোকাবিলা করতে হয়। কারণ বাজারে সুদের হারের পরিবর্তনের সাথে সাথে তাদের বিনিয়োগের মূল্য উঠা-নামা করে। সুদের হার বাড়লে এসব বিনিয়োগের অর্থাৎ বন্ড, ডিবেঞ্চারের বাজারমূল্য কমে, আবার সুদের হার কমলে এসব বিনিয়োগের বাজারমূল্য বাড়ে। সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাসের আশঙ্কাকেই সুদ হারের ঝুঁকি বলা হয়।
ii) তারল্য ঝুঁকি: ন্যায্য বা যুক্তিসংগত মূল্যে বিনিয়োগ বিক্রয় করতে না পারার ঝুঁকিকে তারল্য ঝুঁকি বলা হয়। বিনিয়োগকারী শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগের পর যে কোনো সময় এসব বিনিয়োগ নগদায়নের প্রয়োজন হয়। আশা করা হয়, বিনিয়োগকারী এসব বিনিয়োগ যুক্তিসংগত মূল্যে বিক্রয় করে নগদায়ন করতে পাবে।
ফিন্যান্স ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর
কিন্তু কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং যুক্তিসংগত মূল্যে বিক্রয় করতে না পারে, তখন তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। তারল্য ঝুঁকি সাধারণত যে বাজারে এসব বিনিয়োগ যথা: শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি কেনাবেচা হয়, সে বাজারের আকার এবং কাঠামোর উপর নির্ভর করে।
ঘ) আদর্শ বিচ্যুতির মান নির্ণয়
ঙ) আদর্শ বিচ্যুতির মানের প্রভাব বিশ্লেষণ
উদ্দীপকের ‘অরণ্য ও অনন্য’ প্রকল্প দুটির বিনিয়োগের ক্ষেত্রে গড় আয়ের হার ১৫% (ঘ হতে) অর্থাৎ একই। প্রকল্প দুটির মধ্যে অরণ্য এর আদর্শ বিচ্যুতি ৯.১৩% (ঘ হতে) এবং অনন্য এর আদর্শ বিচ্যুতি ৩.৫৬% (ঘ হতে)। যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি বেশি, সেই প্রকল্পের ঝুঁকি বেশি, আর যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি কম সেই প্রকল্পে ঝুঁকি কম।
এখানে অরণ্য প্রকল্পে বিনিয়োগ করলে (৯.১৩ – ৩.৫৬ ) ৫.৫৭ % ঝুঁকি বেশি থাকে। তাই অনন্য প্রকল্পে ঝুঁকি কম ও নিরাপদ আর অরণ্য প্রকল্পের ঝুঁকি বেশি এবং গ্রহণযোগ্যতা কম। ফলে অরণ্য প্রকল্পের তুলনায় অনন্য প্রকল্প অধিক গ্রহণযোগ্য।
ফিন্যান্স ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট উত্তর
এসএসসি ২০২১ এসাইনমেন্ট সমাধান লিস্ট
পরীক্ষার নাম | সপ্তাহ নাম্বার | এসাইনমেন্ট উত্তর |
এসএসসি ২০২১ | ১ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ২য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৫ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৬ষ্ঠ সপ্তাহ | উত্তর দেখুন |
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
I am student