রাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কাল দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার (১০ অক্টোবর)
দুপুরে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ।
তিনি বলেন, আগামীকাল দুপুরের পরপরই বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে।
প্রকাশিত ফলাফলে পাশ এবং ফেল করা উভয় শিক্ষার্থীই তার প্রাপ্ত নম্বর দেখার সুযোগ পাবে।
অধ্যাপক একরামুল হামিদ আরও বলেন, ভর্তি পরীক্ষায় যারা ৪০ শতাংশের উপরে নম্বর পাবেন কেবলমাত্র তাদেরই মেরিট পজিশন
দেয়া হবে। ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেওয়া হবে না।
এরআগে, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮
জন। তবে এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। ভর্তি
পরীক্ষার হলে যায়নি ১০ হাজার ৭৪১জন। অনুপস্থিতির হার ২৪.৩৩ শতাংশ।
আরো পড়ুন, গুচ্ছ ভর্তি: পরীক্ষার হলে যতটি এমসিকিউ পূরণ করতে হবে
দেশে প্রথমবারের মতো ২০টি সাধারণ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান অনুষদের জন্য নির্ধারিত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ায় পরীক্ষার নিয়মে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নম্বর থাকবে ১০০। উত্তর করার জন্য এক ঘণ্টা সময় পাবেন শিক্ষার্থীরা। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কর্তন করা হবে। এছাড়া এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় ১০০ নম্বরের জন্য ১০০টি প্রশ্নই থাকবে।
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
রাবি ‘সি’ ইউনিটের ভর্তি ফল