শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান
বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে ২০২৩-২০২৪ অর্থবছরের রাজস্ব বাজেটের বিশেষ মঞ্জুরির অনুদানের টাকা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে অনুদান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে প্রদান করা হবে। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের টাকা পেতে আগামী ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন লিংক (নিচে অনলাইনে আবেদন পদ্ধতি লিংক দেওয়া আছে)
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা:
CZM জিনিয়াস শিক্ষাবৃত্তি -২০২৪ (প্রতি মাসে ৪ হাজার ৩০ মাসে ১,২০,০০০ টাকা)
ইমদাদ সিতারা খান বৃত্তি -২০২৪ (৪ বছরে প্রায় ১,০০,০০০ টাকা)
আগামী ৪ ফেব্রুয়ারিতে আবেদন শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ইতোমধ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে বিশেষ মঞ্জুরির টাকা বিতরণে নীতিমালা জারি করা হয়েছে। এ নীতিমালা অনুযায়ী শিক্ষক শিক্ষার্থীরা বিশেষ মঞ্জুরীর টাকা পেতে আবেদন করতে হবে।
শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে আর্থিক অনুদান
সরকারি এবং বেসরকারি এমপিওভুক্ত ও ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসার খরচের জন্য বিশেষ মঞ্জুরির অনুদান প্রাপ্তির আবেদন করতে পারবেন।
এ ক্ষেত্রে প্রতিবন্ধী, অসহায়, অস্বচ্ছল ও মেধাবী, অনাগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রধিকার পাবেন।
এছাড়া দেশের সব স্বীকৃতি প্রাপ্ত বা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাব পত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, পাঠাগার উন্নয়ন ও প্রতিষ্ঠানকে
প্রতিবন্ধী শিক্ষার্থী বান্ধব করার জন্য বিশেষ মঞ্জুরির অনুদানের আবেদন করা যাবে। তবে বাছাইয়ের ক্ষেত্রে অনাগ্রসর এলাকার অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে।
আর বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন।
শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান
অনুদানের টাকা পেতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীদের আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট থেকে (www.shed.gov.bd) অনলাইনে আবেদন করতে হবে। ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফরম’ বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
অনুদান পেতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র আবেদনে সংযুক্ত করতে হবে। শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে ডাক্তারি সনদ ও দৈব দুর্ঘটনার স্বপক্ষের প্রমাণ সংযুক্ত করে আবেদন করতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির প্রত্যয়ন সংযুক্ত করতে হবে।
শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান পেতে আবেদনের আহ্বান
শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান বাবদ বরাদ্দের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
আর্থিক অনুদানের আবেদন পদ্ধতি…
শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি, শিক্ষা অনুদান ২০২২ আবেদন, আর্থিক অনুদানের তালিকা, করোনা কালিন আর্থিক অনুদান, শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন পদ্ধতি, শিক্ষার্থীদের আর্থিক অনুদান শেষ তারিখ, করোনায় সরকারি অনুদান, ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন, সরকারি অনুদান ২০২২ নোটিশ, সরকারি অনুদান ১০০০০ টাকা, আর্থিক অনুদানের জন্য আবেদন পত্র 2022, অনুদান সাইট, সরকারি অনুদানের তালিকা, অনলাইনে অনুদানের আবেদন,
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান, শিক্ষা মন্ত্রনালয়ের আর্থিক অনুদান ২০২২,
Good
“আগামী ১লা ফেব্রুয়ারিতে আবেদন শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে”
এ বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে তো আমি দেখলাম না, কত তারিখে প্রকাশ করেছে তার দলিল দেন
দলিলের কপি অর্থাৎ নোটিশের ছবি নিউজে দেওয়া আছে। এরপর বিশ্বাস না হলে অধিদপ্তরের ওয়েবসাইটে খুজুন। নিজে খুজতে ব্যর্থ হলে নিউজটাকে ভুল বা অসত্য ভেবে দলিল চেয়ে বোকামি করবেন না। কারন ওয়েবসাইটের লিংক ও সংযুক্ত করা আছে নিউজের মধ্যে।