সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি Suborna Jayonti Scholarship
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের উদ্দেশ্যে বাংলাদেশ সফরকালে বাংলাদেশের
আরো দেখুনঃ
ইবনে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি সার্কুলার
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ফেলোশিপ বিজ্ঞপ্তি ২০২২
অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি বা স্কলারশিপের ঘোষণা করেছিলেন এই স্কলারশিপটিই সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ।
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি
এই স্কলারশিপে বাংলাদেশ বাদেও বিভিন্ন দেশের ছেলে-মেয়েরা যারা ভারতে এসে পড়াশোনা করতে চান তারা আবেদন করতে পারে।
• এই স্কলারশিপে মোট ১০০০ টি আসন রয়েছে। যার মধ্যে ICCR স্কলারশিপের জন্য ৫০০ টি এবং ITEC স্কলারশিপের জন্য ৫০০ টি আসন।
• অনার্স, মাস্টার্স, পিএইচডি কোর্সে আবেদন করা যাবে। সাইন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সাইন্স সহ অনেক সাবজেক্টের পড়ুয়ারা এই স্কলারশিপের সুবিধা পেয়ে যাবে।
এই স্কলারশিপ থেকে কি কি সুবিধা পাওয়া যাবে?
(১) এই স্কলারশিপ থেকে শিক্ষার্থীরা মাসিক স্টাইপেন্ড পেয়ে যাবে।
(২) এই স্কলারশিপ করা থাকলে শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হবে না।
(৩) বিভিন্ন রকম গ্র্যান্ড এবং অ্যাকোমোডেশন এর সুবিধা পাওয়া যাবে।
(৪) এই স্কলারশিপের আবেদন করার জন্য কোনোরকম আবেদন ফি লাগবে না।
এই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট কবে?
৩০ শে এপ্রিল, ২০২২।
এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন?
HSC এর পর অনার্সে ভর্তি হওয়ার সময় HSC তে কমপক্ষে ৬০% নম্বর বা GPA পেয়ে থাকতে হবে ।
অনার্স কমপ্লিট করে মাস্টার্সে আবেদন করার জন্য অনার্সে কমপক্ষে ২.৫ পেতে হবে।
মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করার সময়েও মাস্টার্সে ভালো গ্রেড পেয়ে থাকতে হবে।
এই স্কলারশিপের আবেদন করার জন্য শিক্ষার্থীর বয়স কত হতে হবে?
শিক্ষার্থীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে।
এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
(১) পাসপোর্ট।
(২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
(৩) পাসপোর্ট সাইজের ফটো।
(৪) রেফারেন্স লেটার।
(৫) শিক্ষার্থীর সিগনেচার।
(৬) ৫০০ শব্দের মধ্যে একটি essay লিখে আপলোড করতে হবে। এটি গুগল বা অন্য কোথাও থেকে কপি করা যাবে না। মূলত শিক্ষার ইংলিশ স্কিল বা দক্ষতা যাচাই করার জন্য এই পদক্ষেপ।
(৭) যারা পোস্ট গ্র্যাজুয়েশনে কমার্স বা ম্যানেজমেন্ট জাতীয় বিষয়াবলী করবে তাদের ক্ষেত্রে জিমেটের প্রয়োজন।
(৮) শিক্ষার্থীর ইউনিক আইডি ( পাসপোর্ট ছাড়া অন্য কোনো আইডেন্টিফিকেশন ডকুমেন্টস)।
(৯) মেডিকেল ফিটনেস ফর্ম।
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি আবেদন পদ্ধতি:-
এই স্কলারশিপে আবেদন করার জন্য সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট sjsdhaka.gov.in এ যেতে হবে। এবং তারপর
রেজিষ্ট্রেশন করতে হয়। রেজিষ্ট্রেশন হয়ে গেলে সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করে আবেদন কারী আবেদন করতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট Link
সার্কুলার দেখুন
সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি
APPLY LINK সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি ২০২২
বর্তমানে আবেদন চলমান শিক্ষাবৃত্তির তালিকা ঃ
এসএসসি, এইচএসসি ও অনার্স পর্যায়ের শিক্ষাবৃত্তির আবেদন চলছে
- (১) জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (২) District Council Scholarship
- (৩) ব্যবিলন শিক্ষাবৃত্তি
- (৪) গোপালগঞ্জ জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
- (৫) সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি
- (৬) ইমদাদ সিতারা খান শিক্ষাবৃত্তি
- (৭) চট্টগ্রাম জেলা পরিষদ শিক্ষাবৃত্তি
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group