এসএসসি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট মূল বইয়ের দ্বিতীয় অধ্যায়- বিশ্বসভ্যতা (মিশর, সিন্ধু, গ্রিক ও রােম) থেকে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য আমরা এখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশাকরি ছোট্ট বন্ধুরা এখান থেকে উপকৃত হবে!
এসাইনমেন্টঃ রােমান সভ্যতার তুলনামূলক উপস্থাপনপূর্বক বিশ্বসভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মুল্যায়ন।
গ্রিক ও রােমান সভ্যতার তুলনামূলক চিত্র ও বিশ্বসভ্যতার অগ্রগতিতে অবদান
আধুনিক বিশ্ব গ্রীক সভ্যতার কাছে বিভিন্নভাবে ঋণী। এথেন্স রাজনৈতিক উৎকর্ষ সাধনে অগ্রজের ভূমিকা পালন করেছে। সর্বসাধারণের মত প্রকাশের সুযােগ দিলে যে রাষ্ট্রের কল্যান হয়, তা গ্রীক সভ্যতার প্রমাণিত। এছাড়া দর্শন বিজ্ঞান ভাস্কর্য ইত্যাদি ক্ষেত্রে গ্রীকদের অবদান অবিনশ্বর। বিশ্ববাসীর যত সভ্যতার স্বর্ণ শিখরে আরােহন করুক না কেন, শিকড়ের সন্ধান খুঁজতে গিয়ে গ্রীক সভ্যতায় অবশ্যই যেতে হবে।
গ্রীষ্মের অলিম্পিক খেলা সরাসরি আধুনিক বিশ্ব কর্তৃক গৃহীত হয়েছে। তেমনিভাবে রােমান সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান নিদর্শন কলাকৌশল চিন্তা ধারা আজও বিলুপ্ত হয়নি। রােমান সাহিত্য মধ্যযুগের ইউরােপ জ্ঞানচর্চার পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবেই রােমান সভ্যতা প্রাচ্য ও পাশ্চাত্যের সব দেশের নানাভাবে অনুপ্রবেশ ঘটে। সামগ্রিক বিবেচনায় বলা যায়, সভ্যতায় রােমানদের অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট
গ্রীক সভ্যতা ও রােমান সভ্যতার পটভূমি
গ্রীক সভ্যতার পটভূমি ইউরােপ মহাদেশের গ্রিক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রীক সভ্যতার উদ্ভব ঘটে।বলকান উপকূলের দক্ষিণাংশ অবস্থিত গ্রিক প্রায় পাচঁ হাজার বর্গমাইল ব্যাপী বিস্তৃত। ভূ – প্রকৃতি এই দেশটিকে তিনভাগে বিভক্ত করে দিয়েছে, দক্ষিণ গ্রীস, মধ্য গ্রীস ও উত্তর গ্রীস।
মেসিডােনিয়ান অধিপতি আলেকজান্ডারের শাসনা মলে সভ্যতা সীমা ছাড়িয়ে আধুনিক মিশর, ইসরাইল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরান হয়ে ভারত বর্ষ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রিক সভ্যতা কে ওসিনিয়ান (সাগরীয়) সভ্যতা বলা হয়। অপরদিকে মিশর, ব্যাবিলন সভ্যতা ছিল নদীকেন্দ্রিক সভ্যতা।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট
রােমান সভ্যতার পটভূমি
গ্রীক সভ্যতার সমসাময়িক রােমান সভ্যতা হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতার অনেক সংস্কৃতি গ্রহণ করেছে। রাজা রােমুলাস এর নামানুসারে রােম নগরীর নামকরণ করা হয়। এ সময় একটি সভা ও সিনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিস্টপূর্বাব্দ রােমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। টাইবার নদীর তীরে অবস্থিত প্রাচীন রােমান নগরীকে ‘বিশ্বের রাজধানী’ বলা হয়।
কারণ রােমনগরীর সঙ্গে ইউরােপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের বিস্তৃত যােগাযােগ ছিল। রােমিও সমাজ ও সংস্কৃতির প্রভাব ভূমধ্যসাগরের অঞ্চলসহ উত্তর ব্রিটেন, জার্মানি, পূর্বে মেসােপটেমিয়া এবং দক্ষিনে মিশর ও লিবিয়া এ পর্যন্ত বিস্তৃত ছিল। গ্রিসের সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রােমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রােমান সভ্যতা নামে পরিচিত। রােমান সভ্যতা প্রায় ছয়শ’ বছর স্থায়ী হয়েছিল।
শিক্ষা, সাহিত্য ও দর্শনের গ্রিক ও রােমান সভ্যতার তুলনামূলক বৈশিষ্ট্য উপস্থাপন
পৃথিবী সৃষ্টির আদি থেকে নানা উত্থান – পতনের মানব সভ্যতা আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। আর এ কারণে মানব সভ্যতার বিকাশ বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ঘটেছে।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট
গ্রীক সভ্যতা
পৃথিবীব্যাপী সভ্যতার ইতিহাসে গ্রীক দর্শন গােটা বিশ্ব দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে।অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলােকে বর্তিকা বিতরণ করেছেন তাদের মধ্যে বিশ্ব বিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিস। সক্রেটিসের ছাত্র প্লেটো ও প্লেটো এর ছাত্র এরিস্টোটল বিশেষভাবে উল্লেখযােগ্য। গ্রীক দার্শনিকদের যুক্তি, ব্যাখ্যা ও দর্শন জগতকে সমৃদ্ধশালী করে। সকল যুক্তি বাদী দার্শনিকদের সফিস্ট বলা হয়।
গ্রীক দর্শনে অন্যতম দার্শনিক সক্রেটিস নিজের সত্য প্রকাশে অনড় থেকে শাসকের নির্দেশে বিষপান করে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত উক্তি নিজেকে জানাে। তার শিষ্য প্লেটো এবং প্লেটো শিষ্য অ্যারিস্টোটলের সর্বকালের বিখ্যাত দার্শনিক ছিলেন। প্লেটোর বিখ্যাত গ্রন্থ সিম্পােজিয়াম রিপাবলিক এবং লজ প্রভৃতি।
এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ লজিক, ফিজিকস এবং পলিটিক্স। পলিটিক্স গ্রন্থে রাজনীতি, গণতন্ত্র বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে। প্লেটোর বিখ্যাত গ্রন্থ দি রিপাবলিক। আর বিশ্ববিজেত্য আলেকজান্ডার নিজেও একজন দার্শনিক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার শিক্ষক ছিলেন দার্শনিক প্লেটো।
হােমারের যুগে গ্রিক সাহিত্যের চূড়ান্ত বিকাশ ঘটে। হােমারের মহাকাব্য ইলিয়াড ও ওডিসি তে গ্রীকদের বীরত্বের কাহিনী বর্ণিত হয়েছে। হােমারিকযুগের পরে গ্রিক সমাজে গীতিকাব্য ও শােক গাথার আবির্ভাব ঘটে। এই সকল শােক গাথায় ব্যক্তিগত প্রণয় কাহিনীর বিবরণ রয়েছে।
সােলােন ছিলেন একজন বিখ্যাত গীতিকাব্য রচয়িতা। এছাড়া বিখ্যাত নাট্যকার ছিলেন এসকাইলাস, সােফোক্লিস, ইউরিপিডিস প্রমুখ। বিজ্ঞান সাধনায় হেলেনিস্টিক যুগেও অসাধারণ উৎকর্ষ সাধিত হয়। সেসময় ইতিহাস গবেষণায় পলিবিয়াস, জ্যোতির্বিদ্যায় অ্যারিস্টোটল ও হিপারকাস, গণিতে বিখ্যাত পিথাগােরাস ও ইউক্লিড প্রমুখ মুনিষীগণ জ্ঞান – বিজ্ঞানের চর্চা খ্যাতি অর্জন করেছিলেন।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট
রােমান সভ্যতা
সাহিত্যের প্রতিটি শাখায় রােমানরা গ্রিকদের অনুকরণে রচনা করেন। প্লুটাক (২৫৪-১৮৪ খ্রিস্টপূর্ব) ১২ টি নাটকের মাধ্যমে রােমের আচরণ ও কৃষ্টির আলােকপাত করেন। রােমিও সাহিত্যে নাটকের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গীতিকাব্যকার ক্যাটুলাস ছিলেন খুবই জনপ্রিয়। এছাড়া সিসিরাে এবং ভার্জিল সাহিত্যচর্চায় খ্যাতি অর্জন করেন।
রােমানরা দর্শনের ক্ষেত্রেও গ্রিক প্রভাব মুক্ত হতে পারেনি। গ্রীক দর্শন এর উপর ভিত্তি করে রােমান দর্শনের সূত্রপাত। বিশ্ব সভ্যতার রােমান দার্শনিকদের অবদান অপরিসীম। পশ্চিমের সক্রেটিস নামে কেটো খ্যাত ছিলেন আদি রােমান দার্শনিক। তার মতে, গ্রীক সভ্যতা নয়, রােমান সভ্যতাই সভ্য পৃথিবীতে প্রাধান্য বিস্তার করবে ।তিনি সক্রেটিসের নয় যুক্তি জ্ঞান ও নৈতিকতা শৃঙ্খলা ভক্ত ছিলেন।
স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানে সভ্যতা দুটোর অগ্রগতির চিত্র উপস্থাপন
গ্রীকের অগ্রগতি গ্রীকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে। পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন গ্রীক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রীক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
চাঁদের নিজস্ব কোন আলাে নেই। বজ্র ও বিদ্যুতের কারণে নয়, প্রাকৃতিক কারণে ঘটে এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন। জ্যামিতির পন্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন। বিখ্যাত গণিতবিদ পিথাগােরাস, চিকিৎসাবিজ্ঞানী হিপােক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল।
গ্রীক শিল্পের বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্য বিশেষ উন্নতি হয়েছিল। গ্রীক চিত্র শিল্পের নিদর্শন মৃৎপাত্ৰতে আঁকা চিত্রের মাধ্যমে দেখা যায়। স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত। আর প্রাসাদের স্তম্ভগুলাে অপূর্ব কারুকার্যখচিত থাকতাে।
পার্থেনন মন্দির বা দেবী এথেনার মন্দির স্থাপত্য কীর্তির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এথেন্সের স্থাপত্যের নিদর্শন এর ভগ্নাবশেষ এখনাে চোখে পড়ে। গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। সে যুগের প্রখ্যাত ভাস্ক শিল্পী ছিল মাইরন, ফিডিয়াস ও প্রাকসিটেলেস।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট
রােমানের অগ্রগতি
রােম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তারা এইসব বিষয়ে গ্রিকদের অনুসরণ ও অনুকরণ করেছে। রােমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হাড্রিয়ান এর তৈরি ধর্ম মন্দির প্যান্থিয়ন রােমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
৮০ খ্রিস্টাব্দ রােমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলােসিয়াম নাট্যশালা ছিল যেখানে একসঙ্গে 5610 বসতে পারতাে স্থাপত্যকলার পাশাপাশি রােমিও ভাস্কর্যের চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। রােমিও ভাস্করগণ দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের।
বিজ্ঞানে রােমানরা তেমন কোন অবদান রাখতে না পারলেও বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। এদের মধ্যে বড় প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। এতে প্রায় ৫০০ বিজ্ঞানীর গবেষণাকর্ম স্থান পেয়েছে।
তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের রােমনীয়দের অবদান ছিল। বিজ্ঞানী chelsea’s চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন। তাছাড়া চিকিৎসাশাস্ত্রে গ্যালেন রুফাসে অসামান্য অবদান রেখেছেন।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা চতুর্থ সপ্তাহের এসাইনমেন্ট
২০২১ সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এসাইনমেন্ট ৩য় সপ্তাহ, এসএসসি ব্যাচ 2021 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর, এসএসসি ব্যাচ 2021 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর, এসএসসি 2021 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা চতুর্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম দশম শ্রেণি এসাইনমেন্ট, ২০২১ সালের এসএসসি পরীক্ষার এসাইনমেন্ট ইতিহাস, এসএসসি 2021 বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ২য় সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এসএসসি ২০২১ ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর, ২০২১ সালের এসএসসি পরীক্ষার অ্যাসাইনমেন্ট উত্তর ইতিহাস ৪র্থ সপ্তাহ, ইতিহাস এসাইনমেন্ট ৩য় সপ্তাহ, এসএসসি এসাইনমেন্ট সমাধান ২০২১ ইতিহাস ৩য় সপ্তাহ,
২০২১ সালের এসএসসি অন্যান্য বিষয়ের উত্তর দেখুন
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group