পৌরনীতি ও নাগরিকতা পঞ্চম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর (এসএসসি ২০২১)
আরো দেখুনঃ ৮ম সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা উত্তর
এইচএসসি ২০২১ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর দেখুন
পৌরনীতি ও নাগরিকতা উত্তর
এসএসসি পৌরনীতি ও নাগরিকতা ৩য় এসাইনমেন্ট মূল বইয়ের চতুর্থ অধ্যায়: রাষ্ট্র ও সরকার ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন: রাষ্ট্রের ধরন বিশ্লেষণসহ গনতন্ত্রের ধরন সফল করার উপায় এবং সাংসদীয় সরকারের গুন ও ত্রুটি ব্যাখ্যা।
আরো দেখুনঃ ৮ম সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা উত্তর
রাষ্ট্রের ধরণ বিশ্লেষণ
রাষ্ট্র ও সরকার একটি আরেকটির পরিপূর্ণ শব্দ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু দুটি এক মনে হলেও এদের মধ্যে পার্থক্য আছে। রাষ্ট্র হলাে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান। এটি সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর সরকার রাষ্ট্র গঠনের চারটি উপাদানের (জনসংখ্যা, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব) মধ্যে একটি উপাদান মাত্র। পৃথিবীর সব রাষ্ট্র একই উপাদানের সমন্বয়ে গঠিত হলেও সব রাষ্ট্র ও সরকারব্যবস্থা একি রকমের নয়। আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে যেকোনাে দেশে রাষ্ট্র ও সরকারের স্বরূপ পরিবর্তিত হতে পারে।
রাষ্ট্রের ধরণের চিত্র উপস্থাপন: বিশ্বে বিভিন্ন ধরনের রাষ্ট্রব্যবস্থা লক্ষ করা যায়। নিচের ছকে রাষ্ট্রের বিভিন্ন রূপ লক্ষ করি
পৌরনীতি ও নাগরিকতা পঞ্চম সপ্তাহ এসাইনমেন্ট
গণতন্ত্র সফল করার উপায়
গণতন্ত্র বাস্তবায়নের পথে অনেক প্রতিবন্ধকতা আছে। এসব প্রতিবন্ধকতা দূর করে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়ােজন শিক্ষিত ও সচেতন জনগােষ্ঠী, অর্থনৈতিক সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, দক্ষ প্রশাসন এবং উপযুক্ত নেতৃত্ব। তাদেরকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে হবে। এজন্য যা করা প্রয়ােজন তা হলাে
১. নাগরিকদের পরমতসহিষ্ণু হতে হবে। সবাইকে মত প্রকাশের সুযােগ দিতে হবে। অন্যের মতকে শ্রদ্ধা করতে হবে এবং অধিকাংশের মতামতকে সবার মতামত হিসেবে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
২. ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে। এটি সকল নাগরিক ও রাজনৈতিক দলের জন্য প্রযােজ্য। কেবল বিরােধিতা করলে হবে না।
৩. নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। নিজের অধিকার আদায় যেন অন্যের অধিকার ভঙ্গের কারণ না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
৪. বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি, সহযােগিতা ও সহনশীলতা বজায় রাখতে হবে।
৫.ব্যক্তিস্বাতন্ত্রকে শ্রদ্ধা করতে হবে। সেই সাথে নাগরিকদের সুনাগরিকদের গুণাবলি অর্জন করতে হবে।
৬. গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন। নির্বাচন যে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য নাগরিকদের প্রয়ােজনীয় সহযােগীতা দিতে হবে।
৭. আইনের শাসন হলাে গণতন্ত্রের প্রাণ। এজন্য সবাইকে আইন মানতে হবে। আইনের চোখে সবাই সমান। অতএব, সকলের প্রতি সমান আচরণ করতে হবে। অর্থাৎ সমান অধিকার ও সুযােগ-সুবিধা দিতে হবে।
পৌরনীতি ও নাগরিকতা পঞ্চম সপ্তাহ এসাইনমেন্ট
সংসদীয় সরকারের গুণ ও ক্রটি
সংসদীয় সরকারের গুণ সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারের যেসব গুণ রয়েছে তা নিম্নরূপ__
১. দায়িত্বশীল শাসনব্যবস্থা: সংসদীয় সরকার দায়িত্বশীল সরকার। এতে ক্ষমতাসীন ও বিরােধী দল উভয়ই তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে।
২. আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক: শাসন বিভাগের সদস্যগণ আইনসভার সদস্য হওয়ায় এ সরকারে আইন ও শাসন বিভাগের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।
৩. বিরােধীদলের মর্যাদা: এ সরকার ব্যবস্থায় বিরােধী দলকে বিকল্প সরকার মনে করা হয়। ফলে জাতীয় সংকটে ক্ষমতাসীন ও বিরােধী দল একসাথে আলাপ-আলােচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। বিরােধী দল হচ্ছে সংসদীয় ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ।
৪. সমালােচনার সুযােগ: এ সরকারে সংসদ সদস্যগণ বিশেষ করে বিরােধী দলের সদস্যগণ সংসদে বসে সরকারের কাজের সমালােচনা করার সুযােগ পায়। ফলে সরকার তার কাজে সংযত হয় ও ভালাে কাজ করার চেষ্টা করে।
৫. রাজনৈতিক শিক্ষা দেয়: সংসদীয় সরকার জনমতের দ্বারা পরিচালিত হয়। জনমতকে অনুকূলে রাখার জন্য তাই সরকারি ও বিরােধীদল সবসময় তৎপর থাকে। সংসদে বিতর্ক হয়। এতে জনগণ রাজনৈতিকভাবে সচেতন হয়।
পৌরনীতি ও নাগরিকতা পঞ্চম সপ্তাহ এসাইনমেন্ট
সংসদীয় সরকারের ত্রুটি
সংসদীয় পদ্ধতির সরকারের কিছু ত্রুটি রয়েছে। যথা___
১. স্থিতিশীলতার অভাব: সংসদীয় সরকার অস্থিতিশীল হতে পারে। মন্ত্রিসভা আইনসভার আস্থা হারালে অথবা সংসদে সংখ্যাগরিষ্ঠতার হেরফের হলে সরকারের পতন ঘটে। এ ধরনের পরিস্থিতি দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।
২. ক্ষমতার অবিভাজন: এ ধরনের সরকারে শাসন ও আইন প্রণয়ন ক্ষমতা একই স্থানে তথা মন্ত্রিপরিষদের হাতে থাকে বলে মন্ত্রীগণ স্বৈরাচারী হয়ে উঠতে পারে। এ জন্য সংসদীয় সরকারকে সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার বলে আখ্যায়িত করা যায়।
৩. অতি দলীয় মনােভাব: সংসদীয় সরকার মূলত দলীয় সরকার। এতে দলের সংখ্যাগরিষ্ঠতার উপর সরকারের গঠন ও স্থায়িত্ব নির্ভর করে। ফলে দলকে অত্যধিক গুরুত্ব দেওয়া হয়। ক্ষমতাসীন ও বিরােধী উভয় দলই চরম দলীয় মনােভাব নিয়ে কাজ করে। এছাড়া দলীয় সরকার হওয়ায় দলের সদস্যদের সন্তুষ্ট করার জন্য মেধা ও যােগ্যতা বিবেচনা না করে অনেককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে জাতীয় স্বার্থ ব্যাহত হয়।
৪. সিদ্ধান্ত গ্রহণেবিল: এখানে যেকোনাে বিষয়ে বহু আলােচনা ও পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সিদ্ধান্ত গ্রহণে দেরি হয়। অনেক কাজই সময়মত করা সম্ভব হয় না।
আরো দেখুনঃ ৮ম সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা উত্তর
এসএসসি ২০২১ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্ট সমাধান
পরীক্ষার নাম | সপ্তাহ নাম্বার | এসাইনমেন্ট উত্তর |
এসএসসি ২০২১ | ১ম সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ২য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৩য় সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৪র্থ সপ্তাহ | উত্তর দেখুন |
এসএসসি ২০২১ | ৫ম সপ্তাহ | উত্তর দেখুন |
www.eduguideline.com
এইচএসসি ২০২১ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর দেখুন
২০২১ এবং ২০২২ সালের এসএসসি অন্যান্য বিষয়ের উত্তর দেখুন
www.eduguideline.com
পরীক্ষার প্রশ্ন সলভ, এসাইনমেন্ট সলভ, বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group