স্নাতক পরীক্ষার ফলের ভিত্তিতে সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ২৫৭ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার।
স্নাতক বৃত্তি ২০২২
এদের মধ্যে ১৩২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৪ হাজার ২২৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।
২০২২-২২ অর্থবছরে এ সাত বিশ্ববিদ্যালয়ের বৃত্তির কোটা বন্টন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
বুধবার অধিদপ্তর থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে।
আবেদন চলমান শিক্ষাবৃত্তির লিস্টঃ
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- অর্থমন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
জানা গেছে, স্নাতক (সম্মান) পরীক্ষার ফলের ভিত্তিতে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৮৭৫ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯৮৪ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫৬২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২৮১ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১৪১ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি পাবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১৪১ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে।
আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১৪১ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেবে সরকার।
অবার্স স্নাতক বৃত্তি
উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, স্নাতক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে মাসে ১ হাজার ১২৫ টাকা দেবে সরকার।
আর বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ১ হাজার ৮০০ টাকা করে দেয়া হবে। অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে
মাসিক ৪৫০ টাকা ও বার্ষিক ৯০০ টাকা দেয়া হবে। আগামী এক বছর বৃত্তির সুবিধা পাবেন তারা।
শিক্ষা অধিদপ্তর আরও বলছে, ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব
খাতভুক্ত এ বৃত্তির টাকা চলতি অর্থবছরের বাজেটের বৃত্তি মেধাবৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে।
আর স্নাতক পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা বা গেজেট আগামী সাত এপ্রিলের মধ্যে প্রকাশ করে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে।
স্নাতক বৃত্তি
অধিদপ্তর বলছে, জাতীয় মেধার ভিত্তিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে হবে।
বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে শিক্ষার্থীর অনুপাতে মেধাবৃত্তি ও
সাধারণ বৃত্তির ৫০ শতাংশ ছাত্র ৫০ শতাংশ ছাত্রী হিসেবে বণ্টিত হবে। তবে যোগ্য ছাত্রী না পাওয়া গেলে যোগ্য ছাত্রকে সম্পূরক
বৃত্তি দেয়া যাবে। বৃত্তি পাওয়া শিক্ষার্থী উচ্চতর শ্রেণিতে ভর্তি হলেই কেবল বৃত্তি টাকা পাবেন। বৃত্তির নীতিমালা অনুযায়ী
আগামী ৭ এপ্রিলের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে তা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়ারে অন্তর্ভুক্ত
করতেও বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে। ১২ এপ্রিল থেকে
২০ এপ্রিল পর্যন্ত এসব শিক্ষার্থীর তথ্য এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
আরো পড়ুন
- জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ | District Council Scholarship Circular 2022
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
- মাস্টার্স পর্যায়ে শিক্ষাবৃত্তির সার্কুলার ২০২২ প্রকাশিত
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group