সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নিউজ
২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আজ ৫ এপ্রিল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে ।
এবছর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ৩৮ জন নির্বাচিত হয়েছে। নির্বাচিতদের এ তালিখা সংখ্যা বাড়তে পারে ধারণা করা হচ্ছে ।
মেডিকেল ভর্তি ফলাফল ২০২২ দেখুন
বিভিন্ন সরকারী মেডিকেল কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের তালিকাঃ
১।শাহরিয়ার রাসেল — ঢাকা মেডিকেল কলেজ
২। নুসরাত জাহান — সোহরাওয়ার্দী মেডিকেল
৩। উম্মে সাদিয়া – জিয়াউর রহমান মেডিকেল
৪। সাদিয়া পুস্পিতা– রংপুর মেডিকেল
৫। বিসমে জান্নাত হিয়া – রংপুর মেডিকেল কলেজ
৬। জাহিদা হক – সলিমুল্লাহ মেডিকেল
৭। রাজিউর রহমান রাজু- সাতক্ষীরা মেডিকেল
৮। সৈরভ বিশ্বাস – পাবনা মেডিকেল
৯। জিনাত রেহেনা ইমু- বগুড়া মেডিকেল
১০। ওসওয়াতুন হাসানা- রংপুর মেডিকেল
১১।রুমাইয়া বিনতে রফিক -শের ই বাংলা মেডিকেল
১২। মায়িশা জান্নাত সাম্মিত- মুগধা মেডিকেল
১৩। দিলরুবা আখতার – কুষ্টিয়া মেডিকেল
১৪। আদুরি ফারজানা তাসনিম-কুষ্টিয়া মেডিকেল
১৫। আফিয়া হুমায়রা — বগুড়া মেডিকেল
১৬। আতিকা ইয়াসমিন অগ্নি–পটুয়াখালী মেডিকেল
১৭। সর্ণা রায়– দিনাজপুর মেডিকেল কলেজ
১৮। সাব্বির — নীলফামারী মেডিকেল
১৯। মাহিয়া আফরোজ — নীলফামারী মেডিকেল
২০। ফারহানা ইসলাম স্মৃতি – বগুড়া মেডিকেল কলেজ
২১। মিনহাজুল ইসলাম – সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
২২। মেনহাজ তাবাসসুম সিথি–চট্টগ্রাম মেডিকেল
২৩। সাদিয়া আক্তার শিমলা – ময়মনসিংহ মেডিকেল
২৪। আরাফাত আফ্রিদি রোমান – দিনাজপুর মেডিকেল
২৫। মাহমুদুল হাসান মাহিন- বগুড়া মেডিকেল কলেজ
২৬। মাহবুব – সিলেট মেডিকেল
২৭। হামজা – সোহরাওয়ার্দী মেডিকেল
২৮। রিশাত -সোহরাওয়ার্দী মেডিকেল
২৯।নাবিল- রংপুর মেডিকেল
৩০। রংগন- কুষ্টিয়া মেডিকেল
৩১। মাহিন – দিনাজপুর মেডিকেল
৩২। ইমরুল কায়েস ইমন- ফরিদপুর মেডিকেল
৩৩। জিম – জামালপুর মেডিকেল
৩৪। সঙ্গী – রংপুর মেডিকেল
৩৫। সাবরিনা সর্ণা – নীলফামারী মেডিকেল
৩৬। প্রিতম কুমার রায়- সিলেট মেডিকেল
৩৭। সাফকাত ই শিহাব তানিম – ময়মনসিংহ মেডিকেল কলেজ
৩৮। আফিফা আফজাল ইজমা- কুমিল্লা মেডিকেল কলেজ
তথ্য সূত্রঃ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ অফিশিয়াল ফেসবুক পেজ
উল্লেখ্য, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। অতীতে নাম ছিল টেকনিক্যাল কলেজ। বাংলায় বলা হতো সরকারি কারিগরি মহাবিদ্যালয়।
২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ রেখেছে। কলেজটিতে কেবলমাত্র বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
কলেজ সূত্র জানায়, ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার সুবাদে এখানেও গড়ে ওঠে টেকনিক্যাল স্কুল।
উদ্দেশ্য ছিল, এখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ, কারিগরি জ্ঞানসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়।
কলেজটি থেকে প্রতিবছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও নামকরা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছেন।
পরিসংখ্যান অনুযায়ী এ বছর ওই কলেজ থেকে ২৬৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২৪৯ জন জিপিএ-৫ পেয়েছেন।
আর ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৩৮ জন। এর আগে ২০২০ সালে ৪০ জন ২০১৯ সালে ৩৮ জন, ২০১৮ সালে ৩৬ জন শিক্ষার্থী মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন।
আরো পড়ুন
- জেলা পরিষদ শিক্ষাবৃত্তি ২০২২ | District Council Scholarship Circular 2022
- সুবর্ণ জয়ন্তী শিক্ষাবৃত্তি (Suborna Jayonti Scholarship 2022)
- মাস্টার্স পর্যায়ে শিক্ষাবৃত্তির সার্কুলার ২০২২ প্রকাশিত
- বঙ্গবন্ধু ছাত্রবৃত্তি ২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ
- বর্ডার গার্ড বাংলাদেশ (BGB) শিক্ষাবৃত্তি ২০২২
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group