বিসিএস পরীক্ষার আবেদনের সময় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত সোমবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে এ অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের কাছ এ চিঠি পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক বিষয় নিয়ে উপাচার্যের সভাপতিত্বে সম্প্রতি এক মতবিনিময় সভায় বিসিএস পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধির অনুরোধ জানিয়ে পিএসসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এস এম আতিয়ার রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ সিদ্ধান্তের আলোকে সোমবার চিঠি পাঠানো হয়েছে। এছাড়া সভায় চূড়ান্ত পরীক্ষা গ্রহণ, সকল ডিসিপ্লিনের অনলাইন সেশনাল ও প্রাক্টিক্যাল ক্লাসসহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
গত ৩০ নভেম্বর ৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪২তম বিসিএসটি বিশেষ। এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। অন্যদিকে ৪৩তম সাধারণ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে।
৪২তম বিসিএসের অনলাইন আবেদন গত ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে থেকে শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শেষ হবে। এরপর ৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হবে ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে। আবেদন গ্রহণ শেষ হবে ২০২১ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায়।
[আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে ইমেইল আইডি সংযুক্ত করে কমেন্ট করুন]
শিক্ষাবৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group