দীর্ঘদিন যাবত সরকারি কলেজের শিক্ষক সংকট দূরীকরণে খুব শিগরিই আসছে ৪৪তম বিশেষ বিসিএস (শিক্ষা) এর আয়োজন করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব প্রেরণ করা হবে।
দেশের বিভিন্ন এলাকায় অবস্হিত সরকারি কলেজে প্রায় ৩ হাজার ৫৮৫ টি পোস্ট খালি আছে। শিক্ষক সংকটের কারণে মানসম্মত শিক্ষা প্রদান ব্যহতের দরুন সরকার এ ৪৪তম বিশেষ বিসিএস শিক্ষা উদ্যেগ নিচ্ছে।
মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সরকারি শূন্য পদ গুলো দ্রুত পূরণের জন্য সরকার এসব উদ্যোগ হাতে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র মোতাবেক জানা গেছে।
বিশেষ সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ঠা জানুয়ারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ এর নেতৃত্বে এক বিশেষ বৈঠকে এ বিশেষ বিসিএস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সাথে বিষয়টি চুড়ান্ত করে খুব তাড়াতাড়িই জনপ্রশাসন মন্ত্রণালয়ে তা পাঠানো হবে।
অধিদপ্তরের মহাপরিচালক শাহেদুল খবির চৌধুরী জানান, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি আমরা। শূন্য পদ গুলোর জন্য বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করা যায় কি না তা আমরা যাচাই-বাছাইয়ের কাজ চালাচ্ছি।খুব অল্প সময়ের মধ্যেই মন্ত্রণালয়কে বিষটি জানানো হবে।
বিসিএস এর অন্য সব আপডেট পেতে ভিজিট করুন, eduguideline.com
▶️৪৪তম বিসিএস এর সর্বোচ্চ প্রস্তুতির জন্য জয়েন করুন এই গ্রুপে
৪৪তম বিসিএস সর্বোচ্চ প্রস্তুতি গ্রুপ https://www.facebook.com/groups/236364558014481/?ref=share
উল্লেখ্য, এর আগে সরকারি কলেজ গুলোতে শিক্ষক চাহিদায় আরো ৩ টি বিশেষ বিসিএস(শিক্ষা) নেওয়া হয়েছিলো। তাহলো ১৪, ১৬ ও ২৬তম বিসিএস পরীক্ষা। ঐ পরীক্ষা গুলোতে নিয়োগ দেওয়া হয় বাছাই ও ভাইবা পরীক্ষার মাধ্যমে। উক্ত ৩ টি বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রায় ৩০০০ এর মতো শিক্ষক নিয়োগ প্রদান করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের ভাষ্যমতে, ৩৮, ৪০ ও ৪১ তম এই তিনটি সাধারণ বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি কলেজ গুলোতে প্রায় ২৭৪০ জন শিক্ষকের চাহিদা পাঠানো হয় বাংলাদেশ কর্মকমিশনের কাছে।
যার মধ্যে ৩৮তম বিসিএসের মাধ্যমে ৯৫৫ জন এবং বাকী ১৭৮৫ জন নিয়োগ প্রদান করা হবে ৪০ ও ৪১ তম বিসিএস সাধারণ পরীক্ষার মাধ্যমে যেখানে ৪০ তমে আছে ৮৭০ ও ৪১ তমে আছে ৯১৫ জনের চাহিদা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ বিসিএস আয়োজন করতে গেলে অনেকগুলো বিধিমালা পরিবর্তন ও যাছাই বাছাই কার্যক্রম শেষ করতে প্রায় ৬ মাসের মতো দাপ্তরিক সময়ের প্রয়োজন পড়ে।
তাছাড়াও পিএসসি’র এখনো ৪ টা বিসিএস চলমান আছে। ৪০ তমের লিখিত পরীক্ষার ফলাফল চলতি মাসেই হবে। ৪১ তমের প্রিলিমিনারী হবে ১৯-ই মার্চে, আর ২৬ই ফেব্রুয়ারীতে হবে ৪২ তম বিশেষ বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা। ৪৩ তমের আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
৪৪তম বিসিএস এ বয়স কি ৩২ বছর করা হতে পারে!
জানাবেন প্লিজ!
সূত্র কি?