সরকারি মেডিকেল কলেজে ১১০০ আসন বৃদ্ধি করা হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী এপ্রিলে হতে পারে। আজ সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট এগারশত (১১০০ জন) এর মতো আসন বাড়ানো হবে। এর ফলে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে পড়তে পারবে।
জানা যায়, এইচএসসি ও সমমানের ফল প্রকাশে বিলম্ব হওয়ায় এবার এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার সময় সূচিতে পরিবর্তনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতোমধ্যে প্রস্তাব পাঠিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।
প্রস্তাবনা অনুযায়ী আগামী ২ এপ্রিল এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে পরীক্ষার তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুনঃ
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ প্রোগ্রাম 2021
কানাডা বাংলাদেশ এক্সচেঞ্জ স্কলারশিপ প্রোগ্রাম
যুক্তরাষ্ট্রের গ্লোবাল ইউগ্রাড স্কলারশিপ প্রোগ্রাম
তুর্কি বুর্সলারি স্কলারশিপ প্রোগ্রাম ২০২১
IsDB Scholarship Programme 2021
ফিনল্যান্ড সরকারি স্কলারশিপ প্রোগ্রামে অনার্স-মাস্টার্সের সুযোগ
সরকারি মেডিকেল কলেজে ১১০০ আসন বৃদ্ধি করা হবে
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group