ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য ফ্রি অনলাইন কোর্স করার সুযোগ দিবে মার্কিন দূতাবাস
ফ্রি অনলাইন কোর্স অংশগ্রহণ করতে নিবন্ধন করতে হবে আগ্রহীদের। আগামী বছরের ১৯ মার্চ পর্যন্ত এই কোর্সে নিবন্ধন করা যাবে। নিবন্ধন শেষে কোর্সে অংশগ্রহণ করা যাবে। ২৯ মার্চের মধ্যে শেষ হবে এই অনলাইন কোর্স।
ফ্রি অনলাইন কোর্স শেষে অংশগ্রহণকারীরা মিডিয়া বার্তা বিশ্লেষণ করতে এবং সামাজিক মাধ্যমের ইতিবাচক ও নেতিবাচক প্রেক্ষিতগুলো মূল্যায়ন করতে পারবেন।
বিদ্যমান বিপণন কৌশলগুলো চিহ্নিত করার পাশাপাশি মিডিয়ার পক্ষপাত অবস্থা বুঝতে পারবেন এবং গণমাধ্যমে বৈচিত্র্যের উপস্থাপনাসংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণ করতে পারবেন।
কোর্সটিতে নিবন্ধনের জন্য https://www.canvas.net/browse/fhi/courses/english-for-media-literacy ওয়েবসাইটে ভিজিট করতে হবে
তারপর মেইল চেক করতে হবে।
U.S. Department of State’র সৌজন্যে ফ্রি অনলাইন কোর্স আবেদন করুন।
এই ফ্রি অনলাইন কোর্স অংশগ্রহণকারীরা অনুসন্ধান করে দেখবেন কীভাবে সময়ের সাথে সাথে সংবাদ মাধ্যমের পরিবর্তন এসেছে।
বিজ্ঞাপন জগৎ সম্পর্কে অনুসন্ধান, লক্ষ্যভিত্তিক বিপনন কৌশলগুলো সনাক্ত করা এবং পক্ষপাত সনাক্ত করতে এর উৎস বিশ্লেষণসহ তাঁরা পর্যবেক্ষণ করে দেখবেন কীভাবে গণমাধ্যমে মানবিক বৈচিত্র্যের উপস্থাপনা ব্যক্তিগত পরিচয় ও সমাজকে প্রভাবিত করে।
১৯ মার্চ ২০২১ তারিখের মধ্যে নিবন্ধন করে ২৯ মার্চ ২০২১-এর মধ্যে ফ্রি অনলাইন কোর্স পাঠ সম্পন্ন করুন।
আবেদন করুন http://ow.ly/iypI50CyVla
বিস্তারিত https://bd.usembassy.gov/bn/24544-bn/
ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যেতে চাইলে,,,,,
Scholarship To Study Abroad আপনি যদি বিদেশে স্কলারশীপ নিয়ে পড়ালেখা করতে যেতে চান তাহলে আপনাকে ছোট একটা কাজ করতে হবে । কাজটা হল, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি একদিন বিদেশে স্কলারশীপ নিয়ে পড়তে যাবেন ।
এবার প্রশ্ন হল, আপনি কোন্ দেশে যাবেন ? উন্নত যে কোন দেশেই রয়েছে নানা ধরণের স্কলারশীপ ।
আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, বাংলাদেশের শিক্ষার্থীরা নীচের দেশগুলোতে যেতে বেশী পছন্দ করেঃ
(১) মার্কিন যুক্তরাষ্ট্র (২) কানাডা (৩) অষ্ট্রেলিয়া (৪) জার্মানী (৫) ব্রিটেন (৬) জাপান (৭) সুইডেন (৮) সুইজারল্যান্ড (৯) নিউজিল্যান্ড (১০) সিংগাপুর (১১) কোরিয়া।
তারপরের অবস্থানে থাকতে পারেঃ চায়না, মালয়েশিয়া, মধ্য-প্রাচ্যের দেশ সমুহ, ইউরোপের অন্যান্য দেশ সমুহ (উপরে যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো বাদে) ।
এছাড়াও থাকতে পারেঃ ইজিপ্ট, তুরস্ক, ইন্ডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান ইত্যাদি ।
যদি কারো কোন দেশের প্রতি বিশেষ টান থাকে তাহলে তো বেশ ভালো । তার মানে দেশ নির্ধারণ হয়ে আছে ।অধিকাংশ শিক্ষার্থীরই কোন না কোন একটা দেশের প্রতি উচ্চ-শিক্ষার জন্য একটা টান থেকেই থাকে ।
প্রথম কাজ, আপনি অনার্স বা মাষ্টারস এর শিক্ষার্থী অথবা চাকুরীজীবী । আপনার অবস্থান যাই হোক না কেন, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে একদিন আপনি উচ্চ-শিক্ষা গ্রহণ করতে চান আপনার কাঙ্ক্ষিত দেশ থেকে তাহলে সম্ভব হলে প্রতিদিনই আপনি সেই দেশের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে থাকেন ।
তাহলে আপনার দ্বিতীয় কাজটি হলঃ তথ্য সংগ্রহ । বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশীপের তথ্যগুলো জানা খুবই দরকার ।
এবং তৃতীয় কাজটি,,পড়ুন বিস্তারিত
অন্যরা যা পড়েছে,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
বৃত্তি, শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, চাকরী, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সকল খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Join Our Official Facebook Group
Ami ki vabe registration korbo
Apne post er moddhe deoa link e click e giye registration korun