Scholarship To Study Abroad আপনি যদি বিদেশে স্কলারশীপ নিয়ে পড়ালেখা করতে যেতে চান তাহলে আপনাকে ছোট একটা কাজ করতে হবে । কাজটা হল, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি একদিন বিদেশে স্কলারশীপ নিয়ে পড়তে যাবেন ।
এবার প্রশ্ন হল, আপনি কোন্ দেশে যাবেন ? উন্নত যে কোন দেশেই রয়েছে নানা ধরণের স্কলারশীপ ।
আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, বাংলাদেশের শিক্ষার্থীরা নীচের দেশগুলোতে যেতে বেশী পছন্দ করেঃ
(১) মার্কিন যুক্তরাষ্ট্র (২) কানাডা (৩) অষ্ট্রেলিয়া (৪) জার্মানী (৫) ব্রিটেন (৬) জাপান (৭) সুইডেন (৮) সুইজারল্যান্ড (৯) নিউজিল্যান্ড (১০) সিংগাপুর (১১) কোরিয়া।
তারপরের অবস্থানে থাকতে পারেঃ চায়না, মালয়েশিয়া, মধ্য-প্রাচ্যের দেশ সমুহ, ইউরোপের অন্যান্য দেশ সমুহ (উপরে যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো বাদে) ।
এছাড়াও থাকতে পারেঃ ইজিপ্ট, তুরস্ক, ইন্ডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, তাইওয়ান ইত্যাদি ।
যদি কারো কোন দেশের প্রতি বিশেষ টান থাকে তাহলে তো বেশ ভালো । তার মানে দেশ নির্ধারণ হয়ে আছে ।অধিকাংশ শিক্ষার্থীরই কোন না কোন একটা দেশের প্রতি উচ্চ-শিক্ষার জন্য একটা টান থেকেই থাকে ।
প্রথম কাজ, আপনি অনার্স বা মাষ্টারস এর শিক্ষার্থী অথবা চাকুরীজীবী । আপনার অবস্থান যাই হোক না কেন, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে একদিন আপনি উচ্চ-শিক্ষা গ্রহণ করতে চান আপনার কাঙ্ক্ষিত দেশ থেকে তাহলে সম্ভব হলে প্রতিদিনই আপনি সেই দেশের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে থাকেন ।
তাহলে আপনার দ্বিতীয় কাজটি হলঃ তথ্য সংগ্রহ । বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশীপের তথ্যগুলো জানা খুবই দরকার ।
এবং তৃতীয় কাজটি হলোঃ স্কলারশিপ যদি একমাত্র লক্ষ হয় তাহলে, ডকুমেন্টস সত্যায়িত করে রাখুন, কারন বেসির ভাগ সময় সিলেকশন কমিটি আপনার পেপারস কতটা স্ট্রং সেই দিকে খেয়াল রাখবে, তাই স্কলারশিপ পেতে প্রয়জনিয় ডকুমেন্টস সাত্যাতিয় করে রাখা ভালো।
যেসব পেপারস সত্যায়িত করবেন আর যেভাবে করবেনঃ
সার্টিফিকেট এবং মার্কশিটঃপথমে নিজ নিজ শিক্ষা বোর্ড থেকে সত্যায়িত করাবেন দাখিল/ssc,আলিম/hsc 300+300+ 600 টাকা নিবে, ১-১০ দিন পরে পাবেন, এরপরে যাবেন এডুকেশন মিনিস্টি তে,আপনার যদি আরাবিক পেপারস থাকে তাহলে এডুকেশন মিনিস্ট্রিতে যাবার আগে ইস্লামিক ফাউন্ডেশন এ যাবেন আগারগাও অকাহ্ন থেকে আরাবিক গুলা সত্যায়িত করাবেন প্রতি পিস ২০ টাকা করে নিবে স্টুডেন্ট এর জন্যে, রিসিট নিয়ে আসবেন হারাবেন না ভুলেও, এবার এডুকেশন মিনিস্টি করাবেন।
সচিবালয় এর কাসেই,৯ ফ্লোর এ, কোনো টাকা পয়সা নিবেনা, পেপারস জমা দিবেন বেলা ১১টার মধ্যে, ৩০ মিনিট পরেই পেয়ে যাবেন, এরপরে যাবেন পররাস্ট মন্ত্রনালয়/ Foreign Ministry, তে বেলা ১ টা পর্জন্ত জামা নিবে, পরের দিন দিয়ে দিবে, কাজ শেষ, এরপরে আপনি যে দেশে যাবেন সেই দেশের এম্বাসি থেকে যদি সত্যায়িত করাতে বলে তাহলে এখন এই পেপারস গুলো এম্বাসি থেকে সত্যায়িত করাতে পারবেন,
পাসসপোর্ট,জন্ম নিবন্ধন,পুলিশ ক্লিয়ারেন্স,মেডিকেল সার্টিফিকেট,ন্যাশনাল আইডিকার্ড,চেয়ারম্যান সার্টিফিকেট, এসব পেপার আইন মন্ত্রনালয় থকে সত্যায়িত করাবেন, আইনমন্ত্রনালয় হলো শিক্ষা মন্ত্রনালয় ভবন এর ১১ নাম্বার ফ্লোরে, এরপরে পররাস্ট মন্ত্রনালয়/ Foreign Ministry, যাবেন, কাজ শেষ।
অভিভাবক কি আপনার ডকুমেন্টস সত্যায়িত করতে পারবে?
(১) এডুকেশন বোর্ড এবং এডুকেশন মিনিস্ট্রি তে নিজে অথবা গার্ডিয়ান দিয়ে করাতে পারবেন, এডুকেশন বোর্ডে যে ফরম টা জমা দিবেন সেটাতে আপ্নার সাইন এবং মোবাইল নাম্বার লিখে দিতে হবে,,, আপ্নার গার্ডিয়ান এর আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে যেতে বলবেন যদি তারা চায় দিবে না চাইলে প্রয়জন নেই,, এডুকেশন বোর্ড এ ৩০০+৩০০ ব্যাংক ড্রাফট করতে হবে সোনালি ব্যাংকে,,বোর্ড এর ভেতরেই ব্যাংক আছে,,,৭-৮ দিন পরে পেয়ে যাবেন
(২) এডুকেশন মিনিস্ট্রি তেও গার্ডিয়ান দিয়ে পাঠাতে পারবেন, কোনো প্রব্লেম নেই এখানেও কিসু জিজ্ঞেস করবেনা,নো ফী
(৩) এবার আসুন ফরেইন মিনিস্ট্রি / পররাস্ট্র মমন্ত্রনালয়, এখানে নিজে যেতে হবে নইলে পেপারস নিবেনা,,যদি ইমারজেন্সি অথবা কোনো কারনে না যেতে পারেন গার্ডিয়ান পাঠাতে পারবেন তবে সেই অভিভাবক এর স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট এর যেকোনো একটি পেপারস সাথে নিয়ে যেতে হবে উইথ ফটোকপি এবং আপ্নার একটা লেটার লিখতে হবে, সেটা এমন হবে যে আপ্নি কেনো আসতে পারেন নাই এবং আপ্নি তাকে অনুমতি দিয়েছেন এই কার্য সম্পাদনা করার জন্যে এই মর্মে ভালোভাবে লিখে আপ্নার নাম এবং সাইন দিবেন নিচে, অবশ্যই পাসপোর্ট অনুযায়ী সাইন হতে হবে,
উন্নত দেশ বা ইউরোপে যাওয়ার যদি একমাত্র লক্ষ হয় তাহলে IELTS,TOEFL,GRE etc ইংলিশ কোর্স করে ফেলুন, অনলাইনে অনেক এড পাবেন যেখানে বলা হয় without IELTS 100% ভিসা হয়, এরকম অনেক এড দেখা যায়, বাস্তবতা হলো এরাই শেষ পর্জন্ত রিজেক্ট হয়।
সাধারনত আমাদের দেশে এইচএসসি/আলিম পাস করে স্টুডেন্ডরা মেডিকেল/ইঞ্জিনিয়ারিং /পাব্লিক ভার্সীটির জন্যে প্রিপারেশন নিয়ে থাকে, বিদেশে পড়তে যেতে হবে এরকম মনোভাব শুরু থেকে খুব কম স্টুডেন্টসদের থাকে, মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পাব্লিক এ কোথাও চান্স না হলে, বাহিরে পড়তে যাওয়ার একটা প্রবনতা দেখা যায় সবার মধ্যে,বিশেষ করে আমাদের দেশে চায়না স্কলারশিপ এর রমরমা পোস্টার তো চোখে পড়ার মত, পুতুল এজেন্ট সেজে বসে আছে আপনাকে কনভেন্স করার জন্যে, কিছুদিন আগে দেখলাম একটা গ্রুপ থেকে তুরস্ক স্কলারশিপ নিয়ে সেমিনার হচ্ছে ২৫০ টাকা চাদা নিয়ে, আসলে এটা কি শিক্ষা মূলক সেমিনার নাকি ব্যাবসা বুঝলাম না, সেমিনার করলে সেখানে চাদা লাগবে কেনো আমার বুঝে আসেনা, যাইহোক এটা ঠিক নয়।
আমাদের মেইন উদ্দেশ্য সবাই জানেন ফ্রী কন্সাল্টেন্সি, ফ্রী সোশাল ওয়ার্ক এর উপর ভিত্তি করে সকল কার্যক্রম, তাই সমস্ত সরকারি বা বেসরকারি ফুল স্কলারশিপ গুলোর নিউস এবং প্রসিডিউর আপনাদের কে একটি eduguideline.com ওয়েবসাইট এর মাধ্যমে শেয়ার করে থাকি, কারন আলাদা আলাদা গ্রুপ এর নিউজফিড চেক করে যাতে সময় নষ্ট না হয়, এবং সকল নিউস একসাথে পেয়ে যান, বিশেষ করে স্কলারশিপ বা সেলফ ফিনেন্সে যারা এব্রোডে যেতে চান তারা যেনো নিজেরাই সমস্ত কাজ করতে পারেন।
কোনো এজেন্সি বা কন্সাল্টেন্সি ফার্ম এর কাছে না যেতে হয়,সেটা নিয়েই আমাদের এই সব প্রচেস্টা, এই পর্বে আলোচনা করবো পেপারস রেডি করা নিয়ে, আরেকটি বিষয় হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল এ পড়লে যে আপনার লাইফে কিছু হবেনা বিষয় টা এমন নয়, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স,বিএসসি করেও ইউকে,ইউএসের মত জায়গায় ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে স্টাডি করতেছে এরকম ভুরি ভূরি প্রমান রয়েছে, যাইহোক যাদের বাহিরে স্কলারশিপ/সেলফ ফিনেন্সে পড়তে যাওয়ার ইচ্ছে তাদের সুবিধার জন্যে কিছু কথা বলবো, আসল ব্যাপারটা হচ্ছে কেউ যদি চায় আমি এটা করবোই চেস্টা করলে দুদিন আগে বা পরে আল্লাহ তাকে সেটা দেয়, বাহিরে যদি স্কলারশিপ এ যাওয়ার ইচ্ছে থাকে তাহলে সর্ব প্রথম আপনার ইংরেজি তে বেসিক টা ঠিক করুন কারন মেক্সিমাম স্কলারশিপ এর ইন্টারভিউ আপনাকে ফেস করতে হতে পারে।
তাই হায়ার সেকেন্ডারি এক্সাম দেওয়ার আগে থেকে ইংরেজি বেসিক ঠিক করুন যাতে এক্সাম এর পরে ইউনিভার্সিটি প্রিপারেশন এর সাথে আইএল্টিএসটাও দিতে পারেন, আমি যখন মেডিকেল এর জন্যে উন্মেসে ক্লাস করতাম তখন আইএলটিএস এর জন্যে প্রস্তুতি নিয়েছিলাম, যদিও তখন এত সিরিয়াস ছিলাম না যার কারনে এক্সাম দেয়া হয়নি তখন, আইএল্টিএস এর প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বাকি সমস্ত পেপারস রেডি করুন ধাপে ধাপে, যেসব পেপারস মেন্ডাটরি সে সমস্ত পেপারস কিভাবে রেডি করবেন ডিটেইলে তুলে ধরলাম আমার অভিজ্ঞতা অনুযায়ী।
পাসপোর্টঃ পাসপোর্ট করে ফেলুন, অনলাইনেই নিজেই ফরম পূরন করুন বা যেভাবে আপনার সুবিধে হয় করে ফেলুন,পাসপোর্ট পেতে ২ দিন থেকে ৩০ দিন পর্জন্ত আলাদা আলাদা ভাবে করা যায়, এখন নতুন যারা পাসপোর্ট করবেন তারা ই-পাসপোর্ট করতে পারেন,
স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন, আইডি কার্ডঃ স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন (ইংরেজি কপি) নিয়ে রাখুন, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে, ক্লাসের আইডি কার্ড ও স্কেন করে রাখবেন
একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টঃ এস,এস,সি,/দাখিল/এইএসসি/আলিম/ডিপ্লোমা/ডিগ্রি/ফাজিল/কামিল/অনার্স/মাস্টার্স/এবং কওমি মাদ্রাসার সনদ।
সকল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট মিনিস্ট্রি পর্জন্ত কমপ্লিট করে রাখুন যদিও মিনিস্ট্রি পর্জন্ত এটেস্টেড বাধ্যতামূলক নয়, তবে কিছু দেশের স্কলারশিপ এর জন্যে বাধ্যতামূলক যেমন রাশিয়া,রোমানিয়া,জাপান, এবং ইউনিভার্সিটি স্কলারশিপ এর ক্ষেত্রে, যেমন যারা সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চান তারা মিনিস্ট্রি করে তারপরে এপ্লাই করবেন তাহলে নমিনেশন হওয়া অনেকটাই সহজ হয়ে যায় অন্যদের তুলনায়,
রেকোমেন্ডেশন লেটার/রেফারেন্স লেটার/ তাস্কিয়াঃ নিজ ইন্সটিটিউট থেকে নিবেন অথবা পরিচিত প্রফেসর বা এসিস্টেন্ট প্রফেসর থেকে, তাও না সংগ্রহ করতে পারলে যেকোনো ইন্সটিটিউট বা প্রফেসর থেকে নিলেও হবে। অথবা এম,বি,বিএস ডক্টর বা মেজর, বা যেকোনো সচিব/উপসচিব থেকে নিলেও হবে, আমাদের দেশে অনেক ভার্সিটির পেড থাকেনা সমস্যা নেই এটাতে। আবার দেখা যায় অনেক কলেজ/ভার্সিটির টিচাররা এটা কি জিনিস তা বুঝেই না, বা বুঝালেও বুঝাতে চায়না ,আবার কেউ দিতে চাইলে বলে ইমেইল নে, আবার থাকলেও এক্টিভ না, নানান প্রব্লেম, এটা অহরহ দেখা যায়, তবে ভালো কিছু ইউনিভার্সিটি রয়েছে যাদের পেড রয়েছে।
স্টুডেন্ট চাওয়ার সাথে সাথেই তারা রেডি করে দিয়ে দেয়, এখন যাদের এসব প্রব্লেম তাদের সহজ একটা সলুশন দিয়ে দেই, আপনার ফ্যাকাল্টি প্রফেসর/কলেজ/আপ্নার টিচার কে যেভাবেই হোক বুঝাবেন যে আপনার এই লেটার লাগবে প্রয়জনে একটি সেম্পল নিয়ে যাবেন, স্যার নিজ থেকে না দিলে আপনি কম্পিউটার দোকান থেকে টাইপ করে নিবেন এবং স্যার এর ইনফরমেশন লিখবেন সাথে ইমেইল এবং ফোন নাম্বার, স্যার এর ইমেইল না থাকলে স্যার কে বলে স্যার এর একটি মেইল খুলে দিবেন, যাতে আপনি সহ অন্য সবাইকেই স্যার সার্ভিস দিতে পারে, শেষ কথাগুলো বলেছি গ্রামের কলেজ/ভার্সিটিগুলোর জন্যে, কারন এধরনের কেস প্রচুর পরিমানে পেয়েছি বাট সলুশন দিলেও অনেকে শেষ পর্জন্ত করতে পারেনি, তাই বাধ্যহয়ে আমাকেই প্রফেসর থেকে লেটার নিয়ে দিতে হত অনেককেই, বাট এখন আর সেই সুযোগ নেই।
Scholarship To Study Abroad Scholarship To Study Abroad Scholarship To Study Abroad Scholarship To Study Abroad Scholarship To Study Abroad
তাস্কিয়াঃ এটা শুধু মাত্র আরাবিক কান্ট্রি গুলোতে স্টাডি করতে যাওয়ার জন্যে প্রয়জন হয়, যে সমস্ত শায়েখদের থেকে নিবেন তাদের কিছু নাম গ্রুপের একটি পোস্টে রয়েছে পিন করা, এটা আরাবিক হবে, মাদানি/আজহারি সহ অনেক স্কলাররা এই পেপারসটি দিয়ে থাকে, অনেক ইস্লামিক সংগঠন ও এটা দিতে পারে যাদের সাথে ইন্টারন্যাশ্নাল সংস্থা বা ইন্সটিটিউট এর সম্পর্ক রয়েছে। রেকোমেন্ডেশন লেটার/রেফারেন্স লেটার/ তাস্কিয়া প্রতিটা পেপারস এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই লেটার এ অবশ্যই ফোন নাম্বার, ইমেইল,টিচার এর পজিশন,ঠিকানা উল্লেখ্য থাকতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স/মেডিকেল সার্টিফিকেটঃ অনলাইনে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স নিবেন তানিয়ে গ্রুপে পোস্ট আছে ডক ফাইলে;
৭-১২ দিন লাগবে, আগে এটা লাগতো না বাট ইদানিং সচিবালয় থেকে মেক্সিমাম স্ক্লারশিপ গুলোর সার্কুলার দেওয়ার সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্স চায় তাই এটাও রেডি রাখতে পারেন, বিশেষ করে যারা চায়নাতে এ,বি,সি, বা অন্যান্য স্কলারশিপ এ নিজে এপ্লাই করতে চান তাদের এটা লাগবেই কারোন আপনাকে ইউনিভার্সিটি বা প্রফেসর ইমেইল এ পুলিশ ক্লিয়ারেন্স চাইবে লেটার পাঠানোর আগে, সব প্রফেসর বা ভার্সিটি চান না,তবে মেক্সিমাম প্রফেঃ চায়,তাই এটাও করে রাখতে পারেন,
এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস/ প্রশংসাপত্রঃ এসব পেপারস যত ধরনের আছে যে ভাষাতেই হোক সব স্কেন করে রাখবেন পাশাপাশি যদি কোনো স্কিল থাকে সেটা বানিয়ে নিবেন, যেমন কম্পিউটার কোর্স থাকলে যেখান থেকে করেছেন সেখান থেকে একটা লে্রটা বানিয়ে নিবেন, যত ধরনের সোশাল এক্টিভিটি্ এচিভম্যান্ট আছে এগুলা সংরক্ষন করবেন,
পাব্লিকেশন্স/থিসিস/রিসার্চ প্রোপোসালঃ এগুলো থাকলে ভার্সিটিতে জমা দেওয়ার আগে নিজের কাছে কপি রাখবেন সেটা স্কেন বা প্রিন্ট যেভাবেই হোক, বিশেষ করে পাব্লিকেশন্স/থিসিস মাস্টার্স এর ক্ষেত্রে ফান্ড পেতে অনেক ইজি হয়।
মোটিভেশন লেটার/স্টাডি প্লান/স্টেটম্যান্ট অফ পারপাসঃ সুন্দর ভাবে ১/২ পেজে লিখবেন এর বেসি যেন না হয়, কিভাবে লিখতে হয় তা জানতে গুগোল করুন হাজার হাজার সেম্পল পাবেন, টপিক ঠিক রেখে একটা লিখে রাখুন শুধু এপ্লাই এর ক্ষেত্রে সাব্জেক্ট/ইউনিভার্সিটি/লেখার ধরন হাল্কা চ্যাঞ্জ করে এটা দিয়েই সব জায়গায় এপ্লাই করবেন,
একটা কথা সবার উদ্দেশ্যে বলি, কারো আশায় বসে থাকবেন না যত পরিশ্রমী হবেন তত বরকত পাবেন কাজে, নিজে এপ্লাই করার ট্রাই করুন, কারোর আশায় না বসে থেকে, গ্রুপের পোস্ট গুলো এভাবে দেওয়া হয় যেনো খাবার হাতের সামনে নিয়ে আসা হইছে জাস্ট হাতে তুলে খাবেন। আর হজম হওয়া না হওয়া আপনার খাওয়ার উপরে ডিপেন্ড করে, আরো সহজ ভাবে বললে, বেসি বেসি ভার্সিটি অয়েব সাইট চেক করুন নিজের ফিল্ড খুজুন, সময় দিন,পোস্ট খেয়াল করে পড়ুন এবং যেটা যেভাবে করতে বলা হইসে অইভাবে করুন একটা না একটা ইনশাল্লাহ ফান্ড পেয়ে যাবেন।
লিখেছেন জাহাঙ্গীর কবীর, কায়রো বিশ্ববিদ্যালয় ।
আরো পড়ুন,
- ইমদাদ-সিতারা খান বৃত্তির বিজ্ঞপ্তি-২০২৪ | Imdad Sitara Khan Scholarship Circular
- প্রাইমারি সিলেকশন লেটার প্রিন্ট ও পরবর্তী করনীয় DBBL Primary Section Letter
- স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি, মিলবে ১০,০০০
- ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস ২০২৪ (DBBL Scholarship Application)
- SSC Result 2024 | এসএসসি রেজাল্ট ( ফুল মার্কশীট সহ)
সকল প্রকার বৃত্তির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করুন।
Follow us on
Join our Official Facebook Group
ami jaite chai
Okk….process obolombon koren